বিভাগ - ক
১। সঠিক উত্তর নির্বাচন করো :
১.১। সত্যজিৎ রায় কে “ অস্কার ” প্রদান করা হয় ?
ক) ১৯৯০ সালে
খ) ১৯৯১ সালে
গ) ১৯৯২ সালে
ঘ) ১৯৯৩ সালে
১.২। “ নর্মদা বাঁচাও ” আন্দোলনের নেত্রী হলেন ?
ক) মেধা পাটেকর
খ) অরুন্ধতী রায়
গ) মহাশ্বেতা দেবী
ঘ) মানেকা গান্ধী
১.৩। “ হিন্দু পাট্রিয়ট ” পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন ?
ক) রসিককৃষ্ণ মল্লিক
খ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়
গ) গিরিশচন্দ্র ঘোষ
ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
১.৪। “এশিয়াটিক সোসাইটি ” প্রতিষ্ঠা করেন ?
ক) স্যার উইলিয়াম জোনস
খ) ওয়ারেন হেস্টিংস
গ) হোরেস উইলসন
ঘ) টি . বি মেকলে
১.৫। কলকাতা মেডিক্যাল কলেজের প্রতিষ্ঠাতা ?
ক) ওয়ারেন হেস্টিংস
খ) উইলিয়াম বেন্টিংক
গ) লর্ড কর্ণওয়ালিস
ঘ) লর্ড ডালহৌসি
১.৬। রংপুর বিদ্রোহের একজন নেতা ছিলেন ?
ক) মজনু শাহ
খ) দিগম্বর বিশ্বাস
গ) নুরুলউদ্দিন
ঘ) রামরতন মল্লিক
১.৭। মহেশলাল দত্ত , যিনি সাঁওতালদের দ্বারা নিহত হন , তিনি ছিলেন ?
ক) জমিদার
খ) মহাজন
গ) দারোগা
ঘ) সেনানায়ক
১.৮। “ মহারানীর ঘোষণা পত্র ” কে পাঠ করেন ?
ক) ডারবি
খ) ডিসরেইলি
গ) গ্ল্যাডস্টোন
ঘ) লর্ড ক্যানিং
১.৯। ভারত সভার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কলকাতার ?
ক) ডিরোজিও হলে
খ) অ্যালবার্ট হলে
গ) টাউন হলে
ঘ) বেকার হলে
১.১০। নিম্নলিখিত কোন ঘটনার পশ্চাৎপটে রবীন্দ্রনাথ তাঁর “ গোরা ” উপন্যাস রচনা করেন ?
ক) বঙ্গভঙ্গ
খ) জালিয়ান ওয়ালাবাদ হত্যাকাণ্ড
গ) অসযোগ আন্দোলন
ঘ) আইন অমান্য আন্দোলন
১.১১। “ বেদান্ত কলেজ ” প্রতিষ্ঠা করেন ?
ক) রামমোহন রায়
খ) দেবেন্দ্রনাথ ঠাকুর
গ) স্বামী বিবেকানন্দ
ঘ) কেশবচন্দ্র সেন
১.১২। “ বিশ্বভারতী ” বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন ?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) রথীন্দ্রনাথ ঠাকুর
গ) সোমেন্দ্রনাথ ঠাকুর
ঘ) অবনীন্দ্রনাথ ঠাকুর
১.১৩। “ কুনবি ” বলা হত ?
ক) উত্তরপ্রদেশের কৃষকদের
খ) গুজরাটের কৃষকদের
গ) বাংলার কৃষকদের
ঘ) পাঞ্জাবের কৃষকদের
১.১৪। “ পুন্নাপ্রা ভায়লার ” আন্দোলন যে রাজ্যে হয়েছিল , তাঁর নাম ?
ক) গুজরাট
খ) অন্ধপ্রদেশ
গ) ত্রিবাংকুর
ঘ) পাঞ্জাব
১.১৫। নিখিল ভারত ট্রেড ইউনিয়ান ( AITUC ) স্থাপিত হয় ?
ক) ১৯১৭ সালে
খ) ১৯২০ সালে
গ) ১৯২৭ সালে
ঘ) ১৯২৯ সালে
১.১৬। “ ভয়েস অফ ফ্রিডম ” প্রতিষ্ঠিত হয় এই আন্দোলন চলাকালে ?
ক) বঙ্গভঙ্গ
খ) অসহযোগ
গ) আইন অমান্য
ঘ) ভারত ছাড়ো
১.১৭। অসহযোগ আন্দোলনকালে বাংলায় ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেন ?
ক) অরবিন্দ ঘোষ
খ) চিত্তরঞ্জন দাস
গ) সুভাষচন্দ্র বসু
ঘ) যতীন দাস
১.১৮। “ সাম্প্রদায়িক বাটোয়ারা ” ঘোষণা করেন ?
ক) রামসে ম্যাকডোনাল্ড
খ) লর্ড লিনলিথগো
গ) লর্ড উইলিংডন
ঘ) কলিমেন্ট অ্যাটলি
১.১৯। পাকিস্তানের দখলীকৃত কাশ্মীর যে নামে পরিচিত ?
ক) পাক কাশ্মীর
খ) আখসাই কাশ্মীর
গ) গুলাব কাশ্মীর
ঘ) আজাদ কাশ্মীর
১.২০। দক্ষিণ ভারতের নেতা পট্টি শ্রীরামলু কোন ভাষার স্বপক্ষে আন্দোলন করেন ?
ক) তামিল
খ) তেলেগু
গ) কানারি
ঘ) মালায়ালম
২। নীচের প্রশ্নগুলির উত্তর দাও ( প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে যে কোনো ১৬টি প্রশ্নের উত্তর দাও )
উপবিভাগ :২.১ ( একটি বাক্যে উত্তর দাও )
২.১.১। ১৯১১ সালে আই এফ এ শিল্ডজয়ী মোহনবাগান দলের অধিনায়ক কে ছিলেন ?
২.১.২। ভারতের জাতীয় মহাফেজখানা কোথায় অবস্থিত ?
২.১.৩। কে কলকাতায় “ অ্যাংলো হিন্দু স্কুল ” প্রতিষ্ঠা করেন ?
২.১.৪। কোথায় বিরসা মুন্ডার নেতৃত্বে আদিবাসী আন্দোলন শুরু হয় ?
উপবিভাগ :২.২ ( সত্য বা মিথ্যা নির্ণয় করো )
২.২.১। অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন ছিল একটি বির্তক সভা ।
২.২.২। কলকাতা ছিল মহাবিদ্রোহের অন্যতম কেন্দ্র ।
২.২.৩। হিন্দু মেলার প্রবর্তক ছিলেন নবগোপাল মিত্র ।
২.২.৪। বেঙ্গল ভলান্টিয়াস প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু
উপবিভাগ :২.৩ ( ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও )
“ ক” স্তম্ভ | “খ” স্তম্ভ |
---|---|
২.৩.১. ডন সোসাইটি | (১) আনন্দমোহন বসু |
২.৩.২. আজাদ হিন্দ বাহিনীর বিচার | (২) সতীশচন্দ্র মুখোপাধ্যায় |
২.৩.৩. স্টুডেন্টস অ্যাসোসিয়েশন | (৩) স্বামী সহজানন্দ |
২.৩.৪. সর্বভারতীয় কিষান সভা | (৪) রামেশ্বর বন্দোপাধ্যায় |
উপবিভাগ :২.৪
প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো :
২.৪.১। সন্ন্যাসী ফকির বিদ্রোহের একটি কেন্দ্র - ঢাকা ।
২.৪.২। সাঁওতাল বিদ্রোহের কেন্দ্র - ভাগলপুর ।
২.৪.৩। স্বাধীনোত্তর ভারতে পর্তুগিজ নিয়ন্ত্রণে থাকা স্থান - গোয়া ।
২.৪.৪। ভাষাভিত্তিক রাজ্য পুর্ণগঠনের পর যে স্থান গুজরাটের রাজধানী হয় - আমেদাবাদ ।
উপবিভাগ :২.৫
নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো :
২.৫.১। বিবৃতি : “ একা ” আন্দোলন সংগঠিত হয়েছিল উত্তরপ্রদেশে ।
ব্যাখ্যা - ১) এটি ছিল ব্যাক্তিগত আন্দোলন ।
২) এটি ছিল কৃষক আন্দোলন ।
৩) এটি ছিল শ্রমিক আন্দোলন ।
২.৫.২। বিবৃতি : ভারত সরকার ১৯২৯ খ্রি: “ মিরাট ষড়যন্ত্র ” মামলা শুরু করে ।
ব্যাখ্যা - ১) এর উদ্দেশ্য ছিল বিপ্লবীদের দমন করা ।
ব্যাখ্যা - ২) এর উদ্দেশ্য ছিল কংগ্রেস পরিচালিত আন্দোলনসমুহ দমন করা ।
ব্যাখ্যা - ৩) এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা ।
২.৫.৩। বিবৃতি : বিংশ শতাব্দীর ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল ।
ব্যাখ্যা - ১) বামপন্থীরা ছিল জমিদার ও শিল্পপতিদের সমর্থক ।
ব্যাখ্যা - ২) তারা ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের সমর্থক ।
ব্যাখ্যা - ৩) তারা শ্রমিক কৃষকদের ব্রিটিশ বিরোধী ঐক্যবদ্ধ সংগ্রামের সমর্থক ছিল ।
২.৫.৪। বিবৃতি : ভারতের নারীরা জাতীয় আন্দোলনে প্রথম অংশ নিয়েছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় ।
ব্যাখ্যা - ১) তারা গান্ধীজির দ্বারা অনুপ্রাণিত হয়েছিল ।
ব্যাখ্যা - ২) তারা অরবিন্দ ঘোষের বিপ্লবী ভাবধারার দ্বারা অনুপ্রাণিত হয়েছিল ।
ব্যাখ্যা - ৩) তারা বিদেশি দ্রব্য বর্জন করতে চেয়েছিল ।
বিভাগ - গ
৩। দুটি বা তিনটি বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও : ( যেকোনো ১১টি )
৩.১। ইতিহাসচর্চায় লুসিয়েন ফেবর এবং মার্ক ব্লখ বিখ্যাত কেন ?
৩.২। বঙ্গদর্শন পত্রিকার সম্পাদকগণের নাম ক্রমানুসারে লেখো ।
৩.৩। বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা কি ছিল ?
৩.৪। ১৮৪৯ খ্রি: কে “ হিন্দু ফিমেল স্কুল ” স্থাপন করেন ? এর বর্তমান নাম কি ?
৩.৫। “ দামিন - ই - কোহ ” বলতে কোন অঞ্চলকে বোঝাত ? এর অর্থ কি ?
৩.৬। ফরাজী আন্দোলন কি ধর্মীয় পুন জাগরণের আন্দোলন ।
৩.৭। উনিশ শতকের দ্বিতীয়াধকে “ সভা সমিতির যুগ ” বলা হয় কেন ?
৩.৮। “ আনন্দমঠ ” কীভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল ?
৩.৯। “ ইউ রায় এন্ড সন্স ” থেকে প্রকাশিত প্রথম বই কোনটি ? এই বইটির প্রচ্ছদে কি ধরনের রঙিন ছবি ব্যাবহৃত হয় ?
৩.১০। “ বিশ্বভারতী ” প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল ?
৩.১১। “ নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস ” কি উদ্দেশ্য প্রতিষ্ঠিত হয়েছিল ?
৩.১২। “ ওয়াকার্স অ্যান্ড পেজেন্টস পার্টি ” কেন প্রতিষ্ঠিত হয়েছিল ?
৩.১৩। “ রশিদ আলি দিবস ” কেন পালিত হয়েছিল ?
৩.১৪। “ দলিত ” কাদের বলা হয় ?
৩.১৫। “ ছেড়ে আসা গ্রাম ” এবং “ মার্জিনাল ম্যান ” গ্রন্থ দুইটির লেখক কারা ?
৩.১৬। ১৯৫০ সালে কেন “ নেহেরু - লিয়াকৎ ” স্বাক্ষরিত হয়েছিল ?
৪। সাত বা আটটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও । ( প্রতিটি উপবিভাগ থেকে অন্তত ১টি করে মোট ৬টি প্রশ্নের উত্তর দিতে হবে )
উপবিভাগ : ঘ .১
৪.১। পোশাক পরিচ্ছদের ইতিহাসের উপর একটি টিকা লেখো ।
৪.২। ব্রহ্মসমাজ কীভাবে দুইবার বিভক্ত হয়েছিল ?
উপবিভাগ : ঘ .২
৪.৩। চুয়াড় বিদ্রোহের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও ।
৪.৪। ১৮৫৭ খ্রি: মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কিরূপ মনোভাব ছিল ?
উপবিভাগ : ঘ .৩
৪.৫। ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো ।
৪.৬। কারিগরী শিক্ষার বিকাশে বাংলায় “ বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিউট ” এর কি ভূমিকা ছিল ?
উপবিভাগ : ঘ .১
৪.৭। হরিচাঁদ এবং গুরুচাঁদ ঠাকুরের নেতৃত্বে কীভাবে মতুয়া অন্দোলন প্রসার লাভ করে ?
৪.৮। দেশীয় রাজ্য গুলির স্বাধীন ভারতের সঙ্গে সংযুক্তিকরনে সর্দার বল্লভভাই প্যাটেলের কি ভূমিকা ছিল ?
বিভাগ : ঙ
৫। পনেরো বা ষোলোটি বাক্যে যে কোনো ১টি প্রশ্নের উত্তর দাও :
৫.১। নীল বিদ্রোহের কারণ ও ফলাফল লেখো ।
৫.২। বাংলাদেশে বিজ্ঞানচর্চায় “ বসুবিজ্ঞান মন্দির ” ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্স এর ভূমিকা আলোচনা করো ।
৫.৩। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো ।