বিভাগ - ক
১। বিকল্প গুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :
১.১। যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূ পৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় , তাকে বলে
ক) বহির্জাত প্রক্রিয়া
খ) অন্তর্জাত প্রক্রিয়া
গ) গিরিজনি আলোড়ন
ঘ) মহিভাবক আলোড়ন
১.২। লবনযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয়প্রক্রিয়াটি হল ?
ক) অবঘর্ষ ক্ষয়
খ) ঘর্ষণ ক্ষয়
গ) জলপ্রবাহ ক্ষয়
ঘ) দ্রবণ ক্ষয়
১.৩। হেটেরোস্ফিয়ারের উচ্চতম স্তরটি হল ?
ক) হাইড্রোজেন স্তর
খ) হিলিয়াম স্তর
গ) পারমাণবিক অক্সিজেন স্তর
ঘ) আণবিক নাইট্রোজেন স্তর
১.৪। যে যন্ত্রের সাহায্যে বায়ুর আদ্রতা পরিমাপ করা হয় ?
ক) থার্মোমিটার
খ) ব্যারোমিটার
গ) হাইগ্রোমিটার
ঘ) অ্যানিমোমিটার
১.৫। এল নিনোর প্রভাব দেখা যায় ?
ক) আটলান্টিক মহাসাগরে
খ) প্রশান্ত মহাসাগরে
গ) ভারত মহাসাগরে
ঘ) সুমেরু মহাসাগরে
১.৬। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম তখন যে জোয়ার সৃষ্টি হয় তাকে বলে ?
ক) ভরা কোটাল
খ) মরা কোটাল
গ) পেরিজী জোয়ার
ঘ) অ্যাপোজি জোয়ার
১.৭। বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি গুলি হল ?
ক) বজ্রের পূর্নব্যাবহার
খ) বজ্রের পুননবীকরন
গ) বজ্রের পরিমাণগত হ্রাস
ঘ) সবগুলিই প্রযোজ্য
১.৮। ভারতের নবীনতম রাজ্যটি হল ?
ক) উত্তরাখন্ড
খ) তেলেঙ্গানা
গ) ছত্তিশগড়
ঘ) গোয়া
১.৯। উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তা হল ?
ক) কালবৈশাখী
খ) আঁধি
গ) পশ্চিমী ঝঞ্ঝা
ঘ) লু
১.১০। ভারতে মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হল ?
ক) জলসেচ
খ) ঝুমচাষ
গ) ফালিচাষ
ঘ) পশুচারণ
১.১১। ভারতে জোয়ার উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হল ?
ক) মহারাষ্ট্র
খ) উত্তরপ্রদেশ
গ) বিহার
ঘ) পশ্চিমবঙ্গ
১.১২। ভারতের “ সিলিকন ভ্যালি ” বলা হয় ?
ক) চেন্নাই
খ) বেঙ্গালুরু
গ) কলকাতা
ঘ) দিল্লি
১.১৩। ভারতে দীর্ঘতম জাতীয় সড়কটি হল ?
ক) ১ নং জাতীয় সড়ক
খ) ২ নং জাতীয় সড়ক
গ) ৬ নং জাতীয় সড়ক
ঘ) ৭ নং জাতীয় সড়ক
১.১৪। ১৫×১৫ অক্ষাংশ ও দ্রাঘিামাগত বিস্তারের ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সংখ্যা সূচক স্কেল ( R.F ) হল ?
ক) ১:২,৫০,০০০
খ) ১:১,০০,০০০
গ) ১:৫০,০০০
ঘ) ১:২৫,০০০
বিভাগ - খ
২.১। নিম্নলিখিত বাক্য গুলি “ শুদ্ধ ” হলে ‘শু’ এবং “অশুদ্ধ” হলে ‘অ’ লেখো ।
( যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও )
২.১.১। বার্খান বালিয়াড়ি থেকে সিফ বালিয়াড়ি সৃষ্টি হয় ।
২.১.২। ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় ।
২.১.৩। ভূমধ্যসাগরীয় অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় ।
২.১.৪। সূর্য , চাঁদ ও পৃথিবীর সরলরৈখিক অবস্থান কে সিজিগি বলে ।
২.১.৫। ভারতে অধিকাংশ ধান শীতকালে রবিশস্য হিসাবে চাষ করা হয় ।
২.১.৬। ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ন রাজ্য হল পশ্চিমবঙ্গ ।
২.১.৭। উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্য ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো হয় ।
২.২। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো :
( যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও )
২.২.১। বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরন ঘটলে তাকে _________বলে ।
২.২.২। হিমবাহ ও জলধারা বাহিত নুড়ি বালি কাঁকর ইত্যাদি সঞ্চিত হয়ে দীর্ঘ সংকীর্ণ আঁকাবাঁকা শৈলশিরার মতো ভূমিরূপকে ______বলে ।
২.২.৩। কোনো স্থানের উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতার রেখাটি বৎসরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি ________ গোলার্ধে অবস্থিত ।
২.২.৪। পৃথিবীর ________ বলের প্রভাবে গৌণ জোয়ার সৃষ্টি হয় ।
২.২.৫। শীতাতাপ নিয়ন্ত্রক যন্ত্র ( এয়ার কন্ডিশনার ) ব্যাবহারের ফলে বায়ু মন্ডলে ________ গ্যাস নির্গত হয় ।
২.২.৬। দেবপ্রয়াগে ভাগীরথী ও __________নদীর মিলনে গঙ্গানদীর সৃষ্টি হয়েছে ।
২.২.৭। ________শহর কে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় ।
২.৩। একটি বা দুটি শব্দে উত্তর দাও :
( যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও )
২.৩.১। যে উচ্চভূমি দুটি নদী ব্যাবস্থাকে পৃথক করে তাঁর নাম লেখো ।
২.৩.২। সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত ?
২.৩.৩। ক্রান্তীয় সমুদ্র কোন ধরনের সমুদ্রস্রোত সৃষ্টি হয় ।
২.৩.৪। প্লাস্টিক কোন ধরনের বজ্র ।
২.৩.৫। ভারতের সর্বোচ্চ গিরিপথ কোনটি ?
২.৩.৬। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরন্য কোথায় অবস্থিত ।
২.৩.৭। ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ ।
২.৩.৮। কোন সড়ক পথের মাধ্যমে দিল্লি , মুম্বাই ও কলকাতা যুক্ত হয়েছে ।
২.৪। বামদিকের সাথে ডান দিকের গুলি মিলিয়ে লেখো :
“ বাম ” স্তম্ভ | “ ডান ” স্তম্ভ |
---|---|
২.৪.১. ইসরো | (a) কেরল |
২.৪.২. ভেম্বানাদ | (b) ভারতের শুল্কমুক্ত বন্দর |
২.৪.৩. আঁধি | (c) ভারতের রকেট উৎপেক্ষণ সংস্থা |
২.৪.৪. কান্ডালা | (d) রাজস্থান |
বিভাগ - গ
৩। নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও :
( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় )
৩.১। পাখির পায়ের মতো ব-দ্বীপ কীভাবে গঠিত হয় ?
৩.২। জেট বায়ুর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো ?
৩.৩। বজ্রের ব্যবস্থাপনায় ভরাটকরন বলতে কি বোঝ ?
৩.৪। মৌসুমী বিস্ফোরণের সংজ্ঞা দাও ।
৩.৫। জীবিকা সত্তাভিত্তিক কৃষি বলতে কি বোঝ ?
৩.৬। দূর সংবেদন কি ?
বিভাগ - ঘ
৪। সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় )
৪.১। মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন ?
৪.২। বজ্র কম্পোস্টিং পদ্ধতির প্রধান সুবিধা গুলি কি কি ?
৪.৩। ভারতে নগরায়নের প্রধান তিনটি ব্যাবহার আলোচনা করো ।
৪.৪। উপগ্রহ চিত্রের প্রধান তিনটি ব্যাবহার আলোচনা করো ।
বিভাগ - ঙ
৫.১। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :
৫.১.১। শুল্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো ।
৫.১.২। বায়ুমন্ডলে উষ্ণতার তারতম্যের প্রধান তিনটি কারণ ব্যাখ্যা করো ।
৫.১.৩। পৃথিবীব্যাপী সমুদ্রস্রোতের প্রভাব গুলি আলোচনা করো ।
৫.১.৪। বিশ্ব উষ্ণায়নের প্রভাব গুলি সংক্ষেপে আলোচনা করো ।
৫.২। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :
৫.২.১। ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যর পার্থক্য আলোচনা করো ।
৫.২.২। ভারতে ইক্ষুচাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও ।
৫.২.৩। পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের অধিক উন্নতির কারণ গুলি ব্যাখ্যা করো ।
৫.২.৪। ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের পাঁচটি কারণ আলোচনা করো ।
বিভাগ - চ
৬। প্রশ্নপত্রের সঙ্গে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও ।
৬.১। নীলগিরি পর্বত ।
৬.২। তাপ্তী নদী ।
৬.৩। বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল ।
৬.৪। পূর্ব ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল ।
৬.৫। পশ্চিম ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল ।
৬.৬। ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র ।
৬.৭। ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ন কেন্দ্রশাসিত অঞ্চল ।
৬.৮। ভারতের হাইটেক বন্দর ।
৬.৯। পূর্ব ভারতের একটি মহানগর ।
৬.১০। দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর ।