মাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র ২০১৯

মাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র ২০১৯ Madhyamik history question paper 2019 Madhyamik history answer

                           বিভাগ - ক

১। সঠিক উত্তরটি নির্বাচন করো : 

১.১। মোহনবাগান ক্লাব আই.এফ.এ. শিল্ড জয় করেছিল ?

খ) ১৮৯০ খ্রি: 

খ) ১৯০৫ খ্রি: 

গ) ১৯১১ খ্রি: 

ঘ) ১৯১৭ খ্রি: 

১.২। দাদাসাহেব ফালকে যুক্ত ছিলেন ?

ক) চলচ্চিত্রের সঙ্গে 

খ) ক্রীড়া জগতের সঙ্গে 

গ) স্থানীয় ইতিহাসচর্চার সঙ্গে 

ঘ) পরিবেশের ইতিহাসচর্চার সঙ্গে 

১.৩। “ গ্রামবার্তা প্রকাশিকা ” প্রকাশিত হয় ?

ক) যশোর থেকে 

খ) রানাঘাট থেকে

গ) কুষ্টিয়া থেকে 

ঘ) বারাসাত থেকে 

১.৪। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয় ?

ক) ১৮৫৭ খ্রি: 

খ) ১৮৫৮ খ্রি: 

গ) ১৮৫৯ খ্রি: 

ঘ) ১৮৬০ খ্রি: 

১.৫। কলকাতা মেডিক্যাল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ?

ক) ড.এম.জে. ব্রামলি 

খ) ড.এইচ.এইচ.গুডিভ

গ) ড.এন.ওয়ালিশ

ঘ) ড.জে.গ্রান্ট 

১.৬। তিতুমীরের প্রকৃত নাম ছিল ?

ক) চিরাগ আলী 

খ) হায়দর আলী

গ) মির নিসার আলী 

ঘ) তোরাপ আলি 

১.৭। সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন ?

ক) রানী কর্নাবতী

খ) রানী শিরোমণি 

গ) দেবী চৌধুরানী

ঘ) রানী দুর্গাবতী

১.৮। “ বন্দেমাতরম ” সংগীতটি রচিত হয় ?

ক) ১৮৭০ খ্রি:

খ) ১৮৭২ খ্রি:

গ) ১৮৭৫ খ্রি:

ঘ) ১৮৭৬ খ্রি:

১.৯। “ বর্তমান ভারত ” গ্রন্থটি রচনা করেন ?

ক) অক্ষয় কুমার দত্ত 

খ) রাজনারায়ণ বসু 

গ) স্বামী বিবেকানন্দ

ঘ) রমেশচন্দ্র মজুমদার

১.১০। গগণেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ?

ক) সংগীত শিল্পী 

খ) নাট্যকার

গ) কবি 

ঘ) ব্যাঙ চিত্রশিল্পী 

১.১১। “ বর্ণপরিচয় ” প্রকাশিত হয়েছিল ? 

ক) ১৮৪৫ খ্রি:

খ) ১৮৫০ খ্রি:

গ) ১৮৫৫ খ্রি:

ঘ) ১৮৬০ খ্রি:

১.১২। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় ?

ক) ১৯০৫ খ্রি:

খ) ১৯০৬ খ্রি:

গ) ১৯১১ খ্রি:

ঘ) ১৯১২ খ্রি:

১.১৩। সর্বভারতীয় কিষান সভার প্রথম সভাপতি ছিলেন ?

ক) এন.জি.রঙ

খ) স্বামী সহজানন্দ

গ) বাবা রামচন্দ্র

ঘ) লালা লাজপত রায় 

১.১৪। কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল ?

ক) কলকাতায় 

খ) দিল্লিতে 

গ) বোম্বাইতে 

ঘ) মাদ্রাজে

১.১৫। “ ওয়ার্কাস অ্যান্ড পেজেন্টস পার্টি ” যুক্ত ছিল ?

ক) রাওলাট সত্যাগ্রহে 

খ) অসহযোগ আন্দোলনে

গ) বারদৌলি সত্যাগ্রহে 

ঘ) সাইমন কমিশন বিরোধী আন্দোলনে

১.১৬। বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসন কে হত্যা করার চেষ্টা করেন ?

ক) বীণা দাস

খ) কল্পনা দত্ত

গ) প্রীতিলতা ওয়াদ্দেদার

ঘ) সুনীতি চৌধুরী 

১.১৭। অ্যান্টি সাকুলার সোসাইটির সম্পাদক ছিলেন ?

ক) শচীন্দ্র প্রসাদ বসু

খ) কৃষ্ণ কুমার মিত্র 

গ) চিত্তরঞ্জন দাস 

ঘ) আনন্দমোহন বসু 

১.১৮। ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল ?

ক) মালাবারে

খ) মাদ্রাজে 

গ) মহারাষ্ট্রে

ঘ) গোদাবরী উপত্যকায়

১.১৯। যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় ?

ক) কাশ্মীর 

খ) হায়দ্রাবাদ 

গ) জুনাগড়

ঘ) জয়পুর 

১.২০। ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয় ?

ক) ১৮৫৩ খ্রি:

খ) ১৮৫৬ খ্রি:

গ) ১৮৬০ খ্রি:

ঘ) ১৮৬৫ খ্রি:



                          বিভাগ - খ 

যে কোনো ষোলোটি প্রশ্নের উত্তর ( প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দাও দিতে হবে ) 

     উপবিভাগ : ২:১ ( একটি বাক্যে উত্তর দাও )

            

২.১.১। “ গোরা ” উপন্যাসটি কে রচনা করেন ? 

২.১.২। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম লেখো ?

২.১.৩। কোন বছর শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয় ?

২.১.৪। ঊষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন ?


       উপবিভাগ : ২:২ ( ঠিক বা ভুল নির্ণয় করো )



২.২.১।  “ সোমপ্রকাশ ” পত্রিকার সম্পাদকছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ ।

২.২.২। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা এম এ ছিলেন কাদম্বিনী বসু ( গাঙ্গুলী )

২.২.৩। বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন বাসন্তী দেবী ।

২.২.৪। দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন কল্পনা দত্ত ।


                      উপবিভাগ : ২:৩

“ ক ” স্তম্ভের সঙ্গে “ খ ” স্তম্ভ মেলাও : 

“ ক ” স্তম্ভ “ খ ” স্তম্ভ
২.৩.১. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (a) হিন্দু বালিকা বিদ্যালয়
২.৩.২. নবগোপাল মিত্র (b) কৃষক আন্দোলন
২.৩.৩. বীরেন্দ্রনাথ শাসমল (c) হিন্দু মেলা
২.৩.৪. ড্রিংকওয়াটার বেথুন (d) বঙ্গদর্শন



                      উপবিভাগ : ২:৪ 

প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নাম লেখো : 

২.৪.১। সাঁওতাল বিদ্রোহের ( ১৮৫৫ ) এলাকা ।

২.৪.২। বারাসাত বিদ্রোহের এলাকা ।

২.৪.৩। নীলবিদ্রোহের অন্যতম কেন্দ্র : যশোর ।

২.৪.৪। দেশীয় রাজ্য হায়দ্রাবাদ ।


                      উপবিভাগ : ২:৫

নিম্নলিখিত বিবৃতি গুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো : 

২.৫.১। বিবৃতি : রামমোহন রায় লর্ড আমহাস্টকে চিঠি লিখেছিলেন ( ১৮২৩ খ্রি: ) ।

ব্যাখ্যা (১) : সতীদাহ প্রথা বন্ধের অনুরোধ জানিয়ে ।

ব্যাখ্যা (২) : ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে ।

ব্যাখ্যা (৩) : ভারতের সংস্কৃত শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে ।


২.৫.২। বিবৃতি :  স্বামী বিবেকানন্দ “ বর্তমান ভারত ” গ্রন্থটি রচনা করেন ।

ব্যাখ্যা (১) : তাঁর উদ্দেশ্য ছিল আধুনিক ভারতের ইতিহাস প্রণয়ন করা ।

ব্যাখ্যা (২) : তাঁর উদ্দেশ্য ছিল নব্য হিন্দুধর্ম প্রচার করো ।

ব্যাখ্যা (৩) : তাঁর উদ্দেশ্য ছিল স্বাদেশিকতা প্রচার করা ।

২.৫.৩। বিবৃতি : বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক কৃষকদের জন্য কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি ।

ব্যাখ্যা (১) : শ্রমিক কৃষকরা এই আন্দোলনের বিরোধী ছিল ।

ব্যাখ্যা (২) : ব্রিটিশ সরকার শ্রমিক কৃষকদের আন্দোলনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল ।

ব্যাখ্যা (৩) : বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ছিল মূলত মধ্যবিত্ত শ্রেণীর আন্দোলন ।

২.৫.৪। বিবৃতি : গান্ধীজী জমিদারদের বিরূদ্ধে কৃষক আন্দোলন সমর্থ করেননি ।

ব্যাখ্যা (১) : গান্ধীজী ছিলেন জমিদার শ্রেণীর প্রতিনিধি ।

ব্যাখ্যা (২) : গান্ধীজী হিংসাত্বক আন্দোলনের বিরোধী ছিলেন । 

ব্যাখ্যা (৩) : গান্ধীজী শ্রেণীসংগ্রামের পরিবর্তে শ্রেণীসম্বন্ধয়ে বিশ্বাসী ছিলেন ।



                            বিভাগ - গ 


৩। দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ( যে কোনো ১১ টি ) : 

৩.১। আঞ্চলিক ইতিহাসচর্চা গুরুত্বপূর্ন কেন ?

৩.২। “ সরকারী নথিপত্র ” বলতে কি বোঝায় ?

৩.৩। সংবাদপত্র এবং সাময়িকপত্রের মধ্যে পার্থক্য কি ?

৩.৪। মধুসূদন গুপ্ত কে ছিলেন ?

৩.৫। সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হল কেন ?

৩.৬। নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারীদের ভূমিকা কিরূপ ছিল ?

৩.৭। জমিদার সভা ও ভারতসভার মধ্যে দুটি পার্থক্য লেখো ।

৩.৮। উনিশ শতকে জাতীয়তাবাদের উন্মেষে “ ভারতমাতা ” চিত্রটির কিরূপ ভূমিকা ছিল ?

৩.৯। চার্লস উইলকিন্স কে ছিলেন ?

৩.১০। বাংলা লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কি ?

৩.১১। কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের কিরূপ ভূমিকা ছিল ?

৩.১২। মাদারি পাশি কে ছিলেন ?

৩.১৩। মাতঙ্গিনি হাজরা স্মরণীয় কেন ?

৩.১৪। দলিত কাদের বলা হয় ?

৩.১৫। দার কমিশন ( ১৯৪৮ ) কেন গঠিত হয়েছিল ?

৩.১৬। পত্তি শ্রীরামুলু কে ছিলেন ?



                            বিভাগ - ঘ 

৪। সাত বা আটটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও । ( প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দাও ) 

                    উপবিভাগ : ঘ .১

৪.১। “ নীলদর্পণ ” নাটক থেকে উনিশ শতকের বাংলার সমাজের কীরূপ প্রতিফলন পাওয়া যায় ?

৪.২। উনিশ শতকে নারীশিক্ষা বিস্তারে ড্রিংকওয়াটার বেথুন কি ভূমিকা গ্রহণ করেছিলেন ?


                    উপবিভাগ : ঘ .২

৪.৩। হিন্দুমেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল ?

৪.৪। “ বঙ্গভাষা প্রকাশিকা সভা ”কে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন ?



                    উপবিভাগ : ঘ .৩

৪.৫। ছাপা বইয়ের সঙ্গে শিক্ষাবিস্তারের সম্পর্ক বিশ্লেষন করো ।

৪.৬। বাংলায় বিজ্ঞানচর্চার বিকাশে ড. মহেন্দ্রলাল সরকারের কীরূপ অবদান ছিল ?


                    উপবিভাগ : ঘ .৪

৪.৭। ভারত সরকার কীভাবে দেশীয় রাজ্য গুলিকে ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করার প্রশ্নটি সমাধান করেছিল ?

৪.৮। কীভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয় ?


                              বিভাগ - ঙ

৫। পনেরো ষোলোটি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 

৫.১। বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবাবিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও । বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন ?

৫.২। বাংলায় কারিগরী শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও ।

৫.৩। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীসমাজ কীভাবে অংশগ্রহণ করেছিল ? তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কি ?






একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন