মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র ২০১৯

মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র ২০১৯ Madhyamik Geography question paper 2019 Madhyamik Geography answer

                                 বিভাগ - ক

১। বিকল্প গুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : 

১.১। যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় , তাকে বলে ?

ক) আরোহন প্রক্রিয়া 

খ) অবরোহন প্রক্রিয়া

গ) আবহবিকার প্রক্রিয়া

ঘ) নগ্নীভবন প্রক্রিয়া

১.২। পার্বত্য হিমবাহের পৃষ্টদেশে সৃষ্ট গভীর ফাটল গুলিকে বলে ?

ক) নুনাটাক

খ) ক্লেভাস

গ) অ্যারেট 

ঘ) সার্ক

১.৩। বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে কম থাকে ?

ক) নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে 

খ) মৌসুমী জলবায়ু অঞ্চলে 

গ) ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে 

ঘ) স্তেপ জলবায়ু অঞ্চলে 

১.৪। ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে বলে ?

ক) চিনুক 

খ) সিরোক্কো

গ) মিস্ট্রাল

ঘ) বোরা 

১.৫। উষ্ণ সমুদ্রস্রোত এবং শীতল সমুদ্রস্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলে ?

ক) হিমপ্রাচীর 

খ) হিমশৈল

গ) হিমানী সম্প্রপাত 

ঘ) হিমযুগ্ম 

১.৬। পৃথিবী ও চাঁদের মধ্যে দুরত্ব সর্বাধিক হলে তাকে বলে ?

ক) সিজিগি

খ) পেরিজি

গ) অ্যাপোজি

ঘ) অপসুর

১.৭। মানব শরীরে দূষিত জল থেকে সৃষ্টি হয় ?

ক) আমাশয়

খ) হাঁপানী 

গ) ফুসফুসের ক্যান্সার 

ঘ) দৃষ্টিহীনতা 

১.৮। ভারতের রাজ্য পুনগঠনের মূল ভিত্তি ছিল ?

ক) ভাষা 

খ) ভূপ্রকৃতিগত সাদৃশ্য

গ) খাদ্যের সাদৃশ্য 

ঘ) অর্থনৈতিক কাজের সাদৃশ্য 

১.৯। গঙ্গা নদীর উৎস হল ? 

ক) যমুনোত্রী হিমবাহ 

খ) জেমু হিমবাহ

গ) সিয়াচেন হিমবাহ

ঘ) গঙ্গোত্রী হিমবাহ

১.১০। ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হল ?

ক) ভাকরা নাঙাল 

খ) দামোদর 

গ) রিহান্দ 

ঘ) হিরাকুন্দ

১.১১। ভারতে হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হল ?

ক) পশ্চিমবঙ্গ 

খ) উত্তর প্রদেশ 

গ) পাঞ্জাব 

ঘ) অন্ধ প্রদেশ 

১.১২। লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল হল ? 

ক) আকরিক লৌহ 

খ) কয়লা 

গ) ম্যাঙানিজ 

ঘ) সব গুলিই প্রযোজ্য 

১.১৩। ২০১১ খ্রি: আদমসুমারী অনুসারে ভারতের মহানগরের সংখ্যা হল ?

ক) ৫৫ টি 

খ) ৫৩ টি 

গ) ৫১ টি 

ঘ) ৪৯ টি 

১.১৪। মিলিয়ন শীট ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তার ? 

ক) ১৫×১৫

খ) ৩০×৩০

গ) ১⁰×১⁰

ঘ) ৪⁰×৪⁰




                             বিভাগ - খ 

২.১। নিম্নলিখিত বাক্য গুলি “ শুদ্ধ ” হলে ‘শু’ এবং “অশুদ্ধ” হলে ‘অ’ লেখো ।

        ( যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও )

২.১.১। অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তিত হয়ে থাকে ।

২.১.২। অ্যানিমোমিটারের সাহায্য বায়ুর গতিবেগ মাপা হয় ।

২.১.৩। নিরক্ষীয় অঞ্চলে সমুদ্রজলের লবনতা সর্বাধিক থাকে ।

২.১.৪। ভারত সর্বোচ্চ মালভূমি হল ডেকান ট্র্যাপ ।

২.১.৫। গঙ্গা সমভূমির প্রাচীন পলিগঠিত অঞ্চল কে ভাঙ্গর বলে ।

২.১.৬। বিশাখাপত্তনম ভারতের একমাত্র শুল্কমুক্ত বন্দর ।

২.১.৭। উপগ্রহ চিত্রে লালবর্ণের রেখার সাহায্য সড়কপথ বোঝানো হয় ।




২.২। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো :
        ( যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও )

২.২.১।  নদীগর্ভে অবঘষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্ত
গুলিকে ___________বলে ।

২.২.২। শীতকালে শিল্পাঞ্চলে জলীয়বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকর্নার সঙ্গে মিশে তৈরী হয় _________। 

২.২.৩। _________স্রোতের প্রভাবে নিউফাউল্যান্ডে তুষারপাত হয় ।

২.২.৪। বজ্র কাগজ একটি __________বায়ুকে ভারতে আসতে বাধ্য করে ।

২.২.৫। ক্রান্তীয় পূবালী জেট বায়ু _________বায়ুকে ভারতে আসতে বাধ্য করে ।

২.২.৬। ভারতের মূলভুখন্ডের দক্ষিণতম অংশ _________। 

২.২.৭। ________ভারতের সর্বাধিক জনবহুল শহর ।




২.৩। একটি বা দুটি শব্দে উত্তর দাও : 

   ( যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও )

২.৩.১। নাতি শিতোষ্ণমন্ডলে কোন ধরনের বৃষ্টিপাত দেখা যায় ।

২.৩.২। সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সম্পূর্ন নিমজ্জিত হয়েছে ?

২.৩.৩। ভারতের মরু অঞ্চলে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায় ? 

২.৩.৪। মরা জোয়ার কোন তিথিতে দেখা যায় ?

২.৩.৫। গঙ্গা নদীর প্রবাহের কোন অংশে সর্বাধিক দূষণ দেখা যায় ? 

২.৩.৬। ভারতের একটি জায়িদ ফসলের নাম লেখো ?

২.৩.৭। ভারতের কোন রাজ্য বৃষ্টির জল সংরক্ষনে সর্বাধিক অগ্রণী ?

২.৩.৮। “ ভারতের জরিপ সংস্থা ”র প্রধান কার্যালয় কোথায় অবস্থিত ? 



২.৪। বামদিকের সাথে ডান দিকের গুলি মিলিয়ে লেখো : 

“ বাম ” স্তম্ভ “ ডান ” স্তম্ভ
২.৪.১. ওজোন গ্যাসের প্রাধান্য (a) গুড়গাঁও
২.৪.২. ইক্ষু গবেষণাগার (b) জম্মু ও কাশ্মীর
২.৪.৩. বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ শিল্পকেন্দ্র (c) স্ট্রাটোস্ফিয়ার
২.৪.৪. কারেওয়া (d) লখনৌ


                             বিভাগ - গ 

৩। নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও : 

( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় )

৩.১। নগ্নী ভবন কাকে বলে ? 

৩.২। সমুদ্রস্রোতের সংজ্ঞা দাও ।

৩.৩। বজ্র ব্যবস্থাপনার সংজ্ঞা দাও ।

৩.৪। মালনাদ অঞ্চল কোথায় অবস্থিত ?

৩.৫। মিলেট জাতীয় শস্য বলতে কি বোঝায় ? 

৩.৬। উপগ্রহ চিত্রের সংজ্ঞা দাও ।



                          বিভাগ - ঘ 

৪। সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) 

৪.১। উষ্ণতা বৃষ্টিপাত লেখাচিত্রে ভূমধ্যসাগরিয় জলবায়ু চিহ্নিত করার তিনটি যুক্তি সংক্ষেপে ব্যাখ্যা করো ।

৪.২। পরিবেশের উপর বজ্র পদার্থের তিনটি প্রভাব সংক্ষেপে আলোচনা করো ।

৪.৩। ভারতে শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচা মালের প্রভাব উদাহরণসহ ব্যাখ্যা করো ।

৪.৪। দূর সংবেদন ব্যাবস্থার সুবিধা ও অসুবিধা গুলি উল্লেখ করো । 




                          বিভাগ - ঙ

৫.১। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :

৫.১.১। নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি প্রধান ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো ।

৫.১.২। নিরক্ষীয় নিম্নচাপ বলয় এবং মেরুদেশীয় উচ্চচাপ বলয় সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো ।

৫.১.৩। শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত কীভাবে সংগঠিত হয় , উপযুক্ত উদাহরণ এবং চিত্রসহ বর্ণনা করো ।

৫.১.৪। জোয়ার ভাঁটা সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো ।



৫.২। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :

৫.২.১। উত্তর ও দক্ষিণ ভারতের নদীগুলির মধ্যে প্রাকৃতিক বৈশিষ্ট্যর পার্থক্য আলোচনা করো ।

৫.২.২। ভারতের পলি মৃত্তিকা এবং কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্য গুলি সংক্ষেপে আলোচনা করো ।

৫.২.৩। গম উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো ।

৫.২.৪। ভারতে পরিবহন ব্যাবস্থার গুরুত্ব আলোচনা করো । 


                            বিভাগ - চ

৬। প্রশ্নপত্রের সঙ্গে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও ।

৬.১। বিন্ধ্রো পর্বত ।

৬.২। লোকটাক হ্রদ ।

৬.৩। মহানদী নদী ।

৬.৪। একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল ।

৬.৫। একটি ম্যানগ্রোভ অরন্য অঞ্চল ।

৬.৬। একটি মরু মৃত্তিকা অঞ্চল ।

৬.৭। উত্তর ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল ।

৬.৮। পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র ।

৬.৯। বিশাখাপত্তনম বন্দর ।

৬.১০। পশ্চিম উপকূলের একটি মহানগর ।




একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন