মাধ্যমিক ভূগোল প্রশ্ন ব্যাংক পার্ট ৫

মাধ্যমিক ভূগোল প্রশ্ন ব্যাংক পার্ট ৫ বাংলা টেষ্ট পেপার্স Madhyamik Geography Question Bank Part5 Madhyamik test papers

 

                         বিভাগ - ক

১। বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :

১.১। কিউসেক হলো ?

ক) নদীর জলপ্রবাহ মাপার একক 

খ) বায়ুর বেগ মাপার একক 

গ) হিমবাহের গতিবেগ মাপার একক 

ঘ) বরফের গভীরতা মাপার একক 

১.২। ভারতের বৃহত্তম হিমবাহ ?

ক) বলটারো

খ) গঙ্গোত্রী

গ) বিয়াফো

ঘ) সিয়াচেন 

১.৩। ডোমড্রাম অবস্থিত ?

ক) নিরক্ষীয় মন্ডলে

খ) কর্কটিয় মন্ডলে

গ) মকড়িয় মন্ডলে

ঘ) সুমেরুবৃত্ত মন্ডলে

১.৪। ক্যারিবিয়ান সাগরের ঘূর্ণিঝড় হল ?

ক) টাইফুন 

খ) সাইক্লোন 

গ) হ্যারিকেন 

ঘ) তাইপে

১.৫। নিম্নলিখিত যে স্রোতটি আটলান্টিক মহাসাগরে প্রবাহিত হয় ?

ক) ওয়াশিয় 

খ) ক্যালিফোর্নিয়া 

গ) কুরোশিও 

ঘ) ক্যানারি 

১.৬। এল নিনোর আবির্ভাব হয় যে মহাসাগরে ?

ক) আটলান্টিক 

খ) ভারত 

গ) প্রশান্ত 

ঘ) কুমেরু 

১.৭। নিম্নলিখিত গুলির মধ্যে 3R এর অন্তর্ভুক্ত নয় ?

ক) Reduce 

খ) Rearrange 

গ) Reuse

ঘ) Recycle

১.৮। কচ্ছের রণে পতিত নদী ?

ক) কৃষ্ণা 

খ) নর্মদা 

গ) কাবেরী 

ঘ) লুনি 

১.৯। পশ্চিমঘাট ও নীল গিরির মধ্যে অবস্থিত গিরিপথ টি হল ?

ক) পালঘাট

খ) ভোরঘাট

গ) থলঘাট

ঘ) দেরাদুন 

১.১০। তিব্বতে ব্রহ্মপুত্র নদের নাম হল ?

ক) দুং 

খ) সাংপো

গ) দিহং 

ঘ) সিয়ং

১.১১। ভারতের করমুক্ত বন্দর ?

ক) মুম্বাই 

খ) কান্দালা

গ) কলকাতা 

ঘ) চেন্নাই 

১.১২। সোনালী তন্তু নামে পরিচিত ?

ক) পাট 

খ) আখ 

গ) চা 

ঘ) কফি 

১.১৩। ভারতের ম্যানচেস্টার হল ?

ক) মুম্বাই 

খ) আমেদাবাদ 

গ) কলকাতা 

ঘ) চেন্নাই 

১.১৪। মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখানে রাখা হয় তা হল ?

ক) সেন্সর 

খ) প্ল্যাটফর্ম 

গ) স্পট 

ঘ) লান্ডসমার্ট 


                          বিভাগ - খ 

২.১। নিম্নলিখিত বাক্য গুলি “ শুদ্ধ ” হলে ‘শু’ এবং “অশুদ্ধ” হলে ‘অ’ লেখো ।

        ( যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও )

২.১.১। শিলাময় মরুভূমি হল হামাদা ।

২.১.২। সুমেরু বৃত্ত অঞ্চলে উষ্ণতা খুব বেশি বলেই নিম্নচাপ বলয় সৃষ্টি হয়েছে ।

২.১.৩। আর্সেনিক দূষণ হল এক প্রকার জলদুষণ ।

২.১.৪। ইন্দিরা পয়েন্ট তামিলনাড়ু রাজ্য অবস্থিত ।

২.১.৫। শিল্প স্থাপনে পরিবহন ব্যয় কে গুরুত্ব দেওয়া হয় ।

২.১.৬। গম একটি বাগিচা ফসল ।

২.১.৭। “ Survey of India ” র সদর দপ্তর রয়েছে দেরাদুনে ।




২.২। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো :
        ( যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও )

২.২.১। ______গতিতে নদী পাশ্বক্ষয় ও সঞ্চয় উভয়ই করে থাকে ।

২.২.২। পৃথিবীর বৃহত্তম মরুভূমি টি ______মহাকাশে অবস্থিত ।

২.২.৩। _________গ্যাসটি বায়ু মন্ডলে সর্বাধিক আছে ।

২.২.৪। ________অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত ঘটে ।

২.২.৫। শিল্প নিগর্ত গ্যাস শোধনে ব্যাবহার হয় ______ স্ক্রাবার ।

২.২.৬। ইলেকট্রনিক্স বজ্র কে সংক্ষেপে বলা হয় _________।

২.২.৭। ISRO র সদর দপ্তর হল _______।



২.৩। একটি বা দুটি শব্দে উত্তর দাও : 

   ( যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও )

২.৩.১। হিমবাহের সঞ্চয় কার্যে ওল্টানো নৌকার ন্যায় ভূমিরূপটির নাম কি ?

২.৩.২। মরুভূমির শুষ্ক নদীঘাত কি নামে পরিচিত ?

২.৩.৩। ভারতের বৃহত্তম নদী দ্বীপ কোনটি ?

২.৩.৪। পশ্চিমবঙ্গের কোন জেলায় নদী গুলিতে প্রবল বান ডাকে ?

২.৩.৫। দুটি শিল্পের নাম লেখো যেখানে দূষিত গরমজল নির্গত হয় ?

২.৩.৬। WHO র পুরো কথা কি ? 

২.৩.৭। টোপোগ্রাফিক্যাল ডিগ্রি শিটের স্কেল কত ?

২.৩.৮। GIS পুরো কথা কি ? 


২.৪। বামদিকের সাথে ডান দিকের গুলি মিলিয়ে লেখো : 

বামদিক ডানদিক
২.৪.১. ওড়িশার কোরাপুট (a) কফি গবেষণা কেন্দ্র
২.৪.২. গুরগাঁও (b) দক্ষিণ পূর্ব রেলের সদর কেন্দ্র
২.৪.৩. চিকমাগালুর (c) মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র
২.৪.৪. কলকাতা (d) বিমান পোত নির্মাণ কেন্দ্র


                          বিভাগ - গ 

৩। নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও : 

( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় )

৩.১। জলবিভাজিকা কাকে বলে ?

৩.২। সিজিগী কি ?

৩.৩। ইউট্রোফিকেশন কাকে বলে ?

৩.৪। ভারত সংলগ্ন দুটি উপসাগরের নাম লেখো ?

৩.৫। আকাশ পথের দুটি সুবিধা লেখো ।

৩.৬। দূর সংবেদন কি ? 




                          বিভাগ - ঘ 

৪। সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) 

৪.১। নদী কোন কোন পদ্ধতিতে ক্ষয়কাজ করে ? 

৪.২। বজ্রের শ্রেণীবিভাগ করো ।

৪.৩। ভারতীয় কৃষির বৈশিষ্ট্য গুলি সম্পর্কে সংক্ষেপে লেখো ।

৪.৪। উপগ্রহচিত্রের তিনটি ব্যাবহার লেখো ।


                          বিভাগ - ঙ

৫.১। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :

৫.১.১। মরুভূমিতে বায়ু ও জল ধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ গুলির বিবরণ দাও ।

৫.১.২। উষ্ণতা অনুযায়ী বায়ুমন্ডলের স্তর বিন্যাস করো ও বৈশিষ্ট্য লেখো ।

৫.১.৩। জেট বায়ুর বৈশিষ্ট্য এবং মৌসুমী বায়ুর ওপর জেট বায়ুর প্রভাব লেখো ।

৫.১.৪। জলবায়ুর ওপর সমুদ্র স্রোতের প্রভাব উদাহরণ দিয়ে লেখো ।



৫.২। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :

৫.২.১। ভারতের জলবায়ুর নিয়ন্ত্রক গুলি কি কি ?

৫.২.২। ভারতের চা উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও ।

৫.২.৩। পরিবহনের গুরুত্ব লেখো ।

৫.২.৪। সাম্প্রতিক কালে ভারতে অটোমোবাইল শিল্পে দ্রুত বিকাশের কারণ গুলি আলোচনা করো ।


                          বিভাগ - চ

৬। প্রশ্নপত্রের সঙ্গে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও ।

৬.১। পশ্চিমঘাট পর্বত ।

৬.২। লুনী নদী ।

৬.৩। মৌসিনরাম ।

৬.৪। কৃষ্ণমৃত্তিকাযুক্ত অঞ্চল ।

৬.৫। কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্র ।

৬.৬। উত্তর ভারতের ইক্ষু উৎপাদক অঞ্চল ।

৬.৭। দক্ষিণ ভারতের একটি লৌহইস্পাত শিল্প ।

৬.৮। উত্তর পূর্ব ভারতের একটি তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র ।

৬.৯। হাইটেক বন্দর ।

৬.১০। গুজরাটের আন্তর্জাতিক বিমানবন্দর ।



একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন