মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র ২০১৮

মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র ২০১৮ Madhyamik Geography question paper 2018 Madhyamik Geography answer

                                  বিভাগ - ক

১। বিকল্প গুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : 

১.১। শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয় ?

ক) ক্যানিয়ন 

খ) “ V ” আকৃতির উপত্যকা

গ) মন্থকূপ

ঘ) ধান্দ

১.২। পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ গঠিত হয়েছে ?

ক) নীলনদের মোহনায় 

খ) হোয়াংহোর মোহনায়

গ) সিন্ধুনদের মোহনায়

ঘ) মিসিসিপি - মিসৌরীর মোহনায়

১.৩। উল্কাপিন্ড পুড়ে ছাই হয় নিম্নলিখিত স্তরে ?

ক) আয়নোস্ফিয়ার 

খ) স্ট্রেটোস্ফিয়ার

গ) মেসোস্ফিয়ার

ঘ) এক্সস্ফিয়ার

১.৪। মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টনেডোকে এই নামেও ডাকা হয় ?

ক) সাইক্লোন  

খ) টুইস্টার

গ) টাইফুন 

ঘ) হ্যারিকেন 

১.৫। শীতল লাব্রাডার স্রোত এবং উষ্ণ উপসাগরীয় স্রোত মিলিত হয়ে ঘনকুয়াশা ও ঝড় ঝঞ্ঝার সৃষ্টি করে যে উপকূল অঞ্চলে তা হলো ?

ক) নিউফাউন্ডল্যান্ড উপকূল 

খ) গিনী উপকূল

গ) ফ্লোরিডা উপকূল

ঘ) পেরু উপকূল

১.৬। মরা কোটালের সময়ে চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে নিম্নলিখিত কোণে অবস্থান করে ?

ক) ১৮০⁰

খ) ৩৬০⁰

গ) ৯০⁰

ঘ) ১২০⁰

১.৭। নিম্নলিখিত বজ্রপদার্থটি জৈব অভঙ্গুর বজ্র ?

ক) প্লাস্টিক বজ্য

খ) কৃত্রিম রাবার বজ্য 

গ) অ্যালুমিনিয়াম বজ্য

ঘ) সবকটিই প্রযোজ্য 

১.৮। নিম্নলিখিত রাজ্য ভেঙ্গে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয় ?

ক) মধ্যপ্রদেশ 

খ) অন্ধপ্রদেশ

গ) বিহার 

ঘ) উত্তরপ্রদেশ 

১.৯। শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শীলাখন্ড সঞ্চিত হয় যে সমভূমি গঠিত হয়েছে , তাকে বলে ?

ক) খাদার 

খ) ভাঙ্গর

গ) ভাবর 

ঘ) বেট 

১.১০। ভারতে একটি লবণাক্ত হ্রদের উদাহরণ হলো ?

ক) প্যাংগং হ্রদ  

খ) ভীমতাল 

গ) ডাল হ্রদ

ঘ) লোকটাক হ্রদ

১.১১। ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় নিম্নলিখিত অঞ্চলে 

ক) গাঙ্গেয় সমভূমি 

খ) পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে 

গ) সুন্দরবন 

ঘ) মরু অঞ্চল  

১.১২। গম হল একটি ?

ক) রবি শস্য 

খ) খারিফ শস্য

গ) জায়িদ শস্য

ঘ) পানীয় ফসল 

১.১৩। উত্তরে শ্রীনগর থেকে দক্ষিণে কন্যাকুমারীকে যুক্ত করার জন্য দ্রুতগামী সড়ক যোগাযোগ পরিকল্পনার নাম দেওয়া হয়েছে ?

ক) পূর্ব পশ্চিম করিডোর 

খ) সোনালী চতুর্ভুজ

গ) উত্তর দক্ষিণ করিডোর

ঘ) উত্তর মধ্য করিডোর

১.১৪। ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ হল ?

ক) IRS

খ) LANDSAT

গ) SPOT

ঘ) station 




                             বিভাগ - খ 

২.১। নিম্নলিখিত বাক্য গুলি “ শুদ্ধ ” হলে ‘শু’ এবং “অশুদ্ধ” হলে ‘অ’ লেখো ।

        ( যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও )

২.১.১। জলপ্রপাতের পাদদেশে মন্থকূপের সৃষ্টি হয় ।

২.১.২। বায়ুর চাপ ফর্টিন ব্যারোমিটারের সাহায্য পরিমাপ করা হয় ।

২.১.৩। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায় ।

২.১.৪। প্রশান্ত মহাসাগরের সৃষ্ট এল নিনোর প্রভাবে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে খরার সৃষ্টি হয় । 

২.১.৫। বিহার ও ছত্রিশগড় রাজ্যে ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি দেখা যায় ।

২.১.৬। পেট্রোরসায়ন শিল্প কে “ আধুনিক শিল্পদানব ” আখ্যা দেওয়া হয় ।

২.১.৭। মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখানে থেকে চালু হয় তাহলো “ প্ল্যাটফর্ম ” ।




২.২। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো :
        ( যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও )

২.২.১।________নদীর নাম অনুসারে নদীতে সৃষ্ট বাঁক “ মিয়েন্ডার ” নামে পরিচিত ।

২.২.২। হিমবাহ পৃষ্টে আড়াআড়ি ও সমান্তরাল ফাটল গুলিকে ________বলে ।

২.২.৩। বায়ুমন্ডলে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধি পাওয়া কে __________বলে ।

২.২.৪। ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে মোহনা দিয়ে নদীতে প্রবেশ করে , একে___________বলা হয় ।

২.২.৫। যে সকল বজ্র বিয়োজিত হয়ে জল মাটি ও বাতাসের সঙ্গে মিশে যায় তাকে __________বলে ।

২.২.৬।_______মেঘালয় মালভূমির সর্বোচ্চ অংশ ।

২.২.৭। ২০১১ সালে আদমসুমারী অনুসারে ভারতে স্বাক্ষরতার হার _________অংশ ।




২.৩। একটি বা দুটি শব্দে উত্তর দাও : 

   ( যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও )

২.৩.১। সাহারায় বালুকাময় মরুভূমি কি নামে পরিচিত ?

২.৩.২। বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান যাতায়াত করে ?

২.৩.৩। সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি ?

২.৩.৪। একটি তেজষ্ক্রিয় বজ্যের নাম লেখো ?

২.৩.৫। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি ?

২.৩.৬। ভারতের কোন অরণ্যে সিংহ পাওয়া যায় ?

২.৩.৭। ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ রাজ্যের যৌথ বহুমুখী নদী পরিকল্পনার নাম লেখো ।

২.৩.৮। কোন মানচিত্রে সমোন্নতি রেখার সাহায্য ভূপ্রকৃতি বোঝানো হয় ।



২.৪। বামদিকের সাথে ডান দিকের গুলি মিলিয়ে লেখো : 

“ বাম ” স্তম্ভ “ ডান ” স্তম্ভ
২.৪.১. তাল (a) কফি গবেষণা কেন্দ্র
২.৪.২. ঝুম চাষ (b) ডিজেল রেল ইঞ্জিন
২.৪.৩. চিকমাগালুড় (c) পশ্চিম হিমালয়ের হ্রদ
২.৪.৪. বারাণসী (d) মৃত্তিকা ক্ষয়


                          বিভাগ - গ 

৩। নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও : 

( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় )

৩.১। হিমশৈল কি ?

৩.২। চিনুক কি ?

৩.৩। বজ্র পৃথকীকরন বলতে কি বোঝায় ?

৩.৪। বৃষ্টির জল সংরক্ষনের দুটি উদ্দেশ্য কি কি ?

৩.৫। ধাপ চাষের গুরুত্ব কি ? 

৩.৬। উপগ্রহ চিত্র বলতে কি বোঝো ?



                          বিভাগ - ঘ 

৪। সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) 

৪.১। নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে ব্যাখ্যা করো ।

৪.২। গ্যাসীয় বজ্র নিয়ন্ত্রণের উপায় গুলি কি কি ?

৪.৩। আধুনিক যোগাযোগ ব্যাবস্থা বলতে কি বোঝো ?

৪.৪। ভূবৈচিত্র্যেসূচক মানচিত্রের তিনটি ব্যাবহার উল্লেখ করো ।




                            বিভাগ - ঙ

৫.১। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :

৫.১.১। হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলির চিত্রসহ বিবরণ দাও ।

৫.১.২। পৃথিবীর নিয়ত বায়ুপ্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্রসহ ব্যাখ্যা করো ।

৫.১.৩। ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ।

৫.১.৪। সমুদ্রস্রোত সৃষ্টির কারণ গুলি ব্যাখ্যা করো ।



৫.২। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :

৫.২.১। ভারতের পশ্চিম হিমালয়ের ভু প্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও ।

৫.২.২। ভারতে কার্পাস উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও । 

৫.২.৩। পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার প্রধান কারণ গুলি ব্যাখ্যা করো । 

৫.২.৪। ভারতে নগর গড়ে ওঠার প্রধান কারণ গুলি আলোচনা করো ।


                             বিভাগ - চ

৬। প্রশ্নপত্রের সঙ্গে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও ।

৬.১। শিবালিক পর্বত ।

৬.২। কৃষ্ণানদী ।

৬.৩। ভারতের শুষ্কতম অঞ্চল ।

৬.৪। ভারতের একটি লোহিত মৃত্তিকাযুক্ত অঞ্চল ।

৬.৫। ভারতের কেন্দ্রীয় অরন্য গবেষণাগার ।

৬.৬। উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল ।

৬.৭। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার ।

৬.৮। পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর ।

৬.৯। ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র ।

৬.১০। ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর ।








একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন