মাধ্যমিক ভূগোল প্রশ্ন ব্যাংক পার্ট ৪

মাধ্যমিক ভূগোল প্রশ্ন ব্যাংক পার্ট ৪ বাংলা টেষ্ট পেপার্স Madhyamik Geography Question Bank Part4 Madhyamik test papers


                         বিভাগ - ক


১। বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :


১.১। নীচের বহিজাত প্রক্রিয়া গুলি থেকে বেমানান শব্দটি বেছে নাও ।


ক) আবহবিকার 


খ) আরোহণ


গ) ক্ষয়ীভবন 


ঘ) পুঞ্জিত ক্ষয় 


১.২। প্যাটারণস্টার হ্রদ সৃষ্টি হয় ?


ক) হিমদ্রনী অংশে 


খ) হিমসিঁড়ি অংশে


গ) ঝুলন্ত উপত্যকা 


ঘ) পিরামিড চূড়ায় 


১.৩। “ ১২ মাসের তাপমাত্রা ১২ ” এই সূত্রটি দ্বারা কী বোঝানো হয় ?


ক) দৈনিক গড় তাপমাত্রা 


খ) দৈনিক উষ্ণতার প্রসর 


গ) বার্ষিক গড় তাপমাত্রা


ঘ) বার্ষিক উষ্ণতার প্রসর


১.৪। শৈলৎক্ষেপ বৃষ্টিপাত হয় ?


ক) পার্বত্য উপত্যকায় 


খ) পর্বতের প্রতিবাত ঢালে


গ) পর্বতের অনুবাত ঢালে 


ঘ) পর্বত পাদদেশে 


১.৫। পৃথিবীর সমুদ্রস্রোতের সৃষ্টি হয় ?


ক) সমুদ্র জলের উষ্ণতায় তারতম্যর কারণে 


খ) পৃথিবীর আবর্তন গতির জন্য 


গ) সমুদ্র জলের লবনতার তারতম্যর কারণে 


ঘ) সবকটি কারণে 


১.৬। নীচের কোন বিকল্পটি সিজিগীর সংযোগ অবস্থানকে চিহ্নিত করে ?


ক) পৃথিবী - চাঁদ - সূর্য 


খ) পৃথিবী - সূর্য - চাঁদ 


গ) সূর্য - পৃথিবী - চাঁদ  


ঘ) কোনোটিই নয়  


১.৭। বজ্রব্যাবস্থাপনার ‘3R’ এ কোনটি অন্তর্ভুক্ত নয় ?


ক) পূর্ণব্যাবহার 


খ) স্ক্রাবার


গ) পুননবীকরন


ঘ) বজ্রের পরিমাণ হ্রাস 


১.৮। “ চণ্ডীগড় ” ভারতের কোন দুটি রাজ্যের রাজধানী ?


ক) দিল্লি ও পাঞ্জাব 


খ) দিল্লি ও হরিয়ানা 


গ) হরিয়ানা ও পাঞ্জাব 


ঘ) হরিয়ানা ও হিমাচল প্রদেশ 


১.৯। “ দুন ” উপত্যকাগুলি দেখা যায় ?


ক) কাশ্মীর হিমালয় 


খ) পাঞ্জাব হিমালয়


গ) হিমাচল হিমালয়


ঘ) কুমায়ুন হিমালয়


১.১০। “ রেগুর ” মৃত্তিকায় যে উদ্ভিদ জন্মায় , তা হল ?


ক) ক্রান্তীয় আদ্র পূর্ণমোচী


খ) ক্রান্তীয় শুষ্ক পূর্ণমোচী


গ) ক্রান্তীয় মরু উদ্ভিদ 


ঘ) ম্যানগ্রোভ উদ্ভিদ 


১.১১। ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা টি হল ?


ক) টাটা আয়রন এন্ড স্টিল কোম্পানী


খ) ইন্ডিয়ান আয়রন এন্ড স্টিল কোম্পানী


গ) ভিলাই স্টিল প্ল্যান্ট 


ঘ) বকারো স্টিল প্ল্যান্ট


১.১২। “ চা ” শিল্পকে কোন ধরনের শিল্প বলা হয় ?


ক) কৃষিজ


খ) প্রাণীজ


গ) বনজ 


ঘ) খনিজ 


১.১৩। ভারতের “ পূর্ব পশ্চিম করিডর ” টি পূর্বে শিলচর থেকে পশ্চিমে যে পর্যন্ত বিস্তৃত ?


ক) মুম্বাই 


খ) পোখরান 


গ) চেন্নাই 


ঘ) পোরবন্দর 


১.১৪। উপগ্রহ চিত্রে লাল রঙ দ্বারা বোঝানো হয় ?


ক) রাস্তা 


খ) বনভূমি 


গ) জলাভূমি 


ঘ) কৃষিজমি 





                          বিভাগ - খ 


২.১। নিম্নলিখিত বাক্য গুলি “ শুদ্ধ ” হলে ‘শু’ এবং “অশুদ্ধ” হলে ‘অ’ লেখো ।


        ( যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও )


২.১.১। পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহটি হল ম্যালাসপিনা ।


২.১.২। দুটি পশ্চিমা বায়ুর সংযোগস্থলে ITCZ গঠিত হয়েছে ?


২.১.৩। পশ্চিমা বায়ুর প্রবাহে শীতকালীন বৃষ্টিপাত ঘটে ভূমধ্যসাগরীয় জলবায়ুতে ।


২.১.৪। পৃথিবী ও চাঁদের অ্যাপোজি অবস্থানে জোয়ার দুর্বল হয় ।


২.১.৫। কঠিন বজ্র থেকে পচনশীল ও অপচনশীল বজ্রকে বেছে নেওয়ার পদ্ধতিতে বজ্র নিষ্কাশন বলা হয় ।


২.১.৬। স্বাধীনোত্তর সময়ে ভারতে রাজ্য পুনগঠনের প্রধান ভিত্তি হল ভাষা ।


২.১.৭। গ্রীষ্মকালে রোপণ করে বর্ষায় কেটে ফেলা হয় , তাই পাট একটি জায়েদ শস্য ।




২.২। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো :

        ( যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও )


২.২.১। মরু অঞ্চলে কঠিন ও কোমল শিলা পর্যায়ক্রমে অনুভূতিকভাবে অবস্থান করে সৃষ্টি করে _________।


২.২.২। বায়ুচাপ ________যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় ।


২.২.৩। সমুদ্র জলের অনুভূমিক প্রবাহকে বলা হয় ________।


২.২.৪। ব্যাবহৃত সম্পদ + প্রযুক্তি —> নতুন সম্পদ সৃষ্টি = __________।


২.২.৫। উপগ্রহচিত্রকে _________রঙের সাহায্য উপস্থাপন করা হয় ।


২.২.৬। ভারতে প্রথম রেল পথ পরিবহনের সূচনা হয় _________।


২.২.৭। শরৎ কালে বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় সৃষ্টি হয় __________সালে ।




২.৩। একটি বা দুটি শব্দে উত্তর দাও : 


   ( যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও )


২.৩.১। মিসিসিপি। মিসৌরি নদীর বদ্বীপ কোন ধরনের বদ্বীপের উদাহরণ ?


২.৩.২। হিমালয় পর্বতমালা কোন পর্বতগ্রন্থি থেকে সৃষ্টি হয়েছে ?


২.৩.৩। কোন নদীর বদ্বীপ কে “ দক্ষিণ ভারতের শস্য ভান্ডার ” বলা হয় ?


২.৩.৪। ভারতীয় কৃষি গবেষণা পরিষদ ভারতের মাটিতে কয়ভাগে ভাগ করেছেন ?


২.৩.৫। ভারতের প্রধানতম কৃষি ভিত্তিক শিল্প কোনটি ?


২.৩.৬। 73 A_15 কোন স্কেলের ভুবৈচিত্র সূচক মানচিত্রের উদাহরণ ?


২.৩.৭। ভারতের মহাকাশ গবেষণার প্রধান কেন্দ্র ISRO কোথায় অবস্থিত ?


২.৩.৮।  ব্রাজিল স্রোত , জাপান স্রোত , আগুলহাস স্রোত এগুলি কোন ধরনের সমুদ্র স্রোতের উদাহরণ ?



২.৪। বামদিকের সাথে ডান দিকের গুলি মিলিয়ে লেখো : 


বামদিক ডানদিক
২.৪.১. প্লাবনভূমি (a) ব্লো আউট
২.৪.২. অপসারণ প্রক্রিয়া (b) বেঙ্গালুরু
২.৪.৩. ধ্রিয়ান (c) স্বাভাবিক বাঁধ
২.৪.৪. সিলিকন ভ্যালি (d) মরুস্থলী


                          বিভাগ - গ 


৩। নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও : 


( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় )


৩.১। তির্যক বালিয়াড়ি কি ?


৩.২। জলবায়ু অঞ্চল বলতে কি বোঝো ?


৩.৩। বজ্র বলতে কি বোঝো ?


৩.৪। সবুজ বিপ্লব কি ?


৩.৫। আধুনিক যোগাযোগের মাধ্যম হিসাবে SMS ব্যাবস্থার দুটি গুরুত্ব লেখো ।


৩.৬। মিলিয়ন শীট কি ?




                          বিভাগ - ঘ 


৪। সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) 


৪.১। চাঁদ , পৃথিবী ও সূর্যের তিনটি পৃথক অবস্থান কীভাবে তিনটি পৃথক প্রকৃতির জোয়ার ভাঁটা সৃষ্টি করে তা ব্যাখ্যা করো ।


৪.২। বজ্র ব্যবস্থাপনার ক্ষেত্রে 3R র ভূমিকা উল্লেখ করো ।


৪.৩। ভারতীয় রেল পথকে কেন “ ভারতের জীবনরেখা ” বলা হয় ?


৪.৪। উপগ্রহ চিত্র তোলার বিভিন্ন পর্যায় গুলি সংক্ষেপে আলোচনা করো ।



                          বিভাগ - ঙ


৫.১। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :


৫.১.১। নদীর উচ্চগতি বা পার্বত্য প্রবাহের সৃষ্ট যে কোনো তিনটি ভূমিরূপ সম্পর্কে চিত্রসহ আলোচনা করো ।


৫.১.২। বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট বিভিন্ন প্রকার ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো ।


৫.১.৩। বায়ু মন্ডল উত্তপ্ত হওয়ার বিভিন্ন পদ্ধতি গুলি আলোচনা করো ।


৫.১.৪। যে কোনো দেশের জলবায়ুর উপর সমুদ্রস্রোত কীভাবে প্রভাব বিস্তার করে আলোচনা করো ।



৫.২। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :


৫.২.১। ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণ গুলি আলোচনা করো ।


৫.২.২। উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নদনদীর তুলনামূলক আলোচনা করো ।


৫.২.৩। পাঞ্জাব ও হরিয়ানা অঞ্চলে কার্পাসবস্ত্র বয়ন শিল্পের একদেশী ভবনের তুলনামূলক আলোচনা করো ।


                          বিভাগ - চ


৬। প্রশ্নপত্রের সঙ্গে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও । 


৬.১। সাতপুরা পর্বত ।


৬.২। মহানদী ।


৬.৩। পশ্চিম ভারতের একটি দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল ।


৬.৪। কলকাতা 


৬.৫। পূর্ব ভারতের ম্যানগ্রোভ অরন্য অঞ্চল ।


৬.৬। ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র ।


৬.৭। চিল্কা হ্রদ ।


৬.৮। ভারতের একটি শুল্ক মুক্ত বন্দর ।


৬.৯। দক্ষিণ ভারতের প্রধান চা উৎপাদক অঞ্চল ।


৬.১০। মরুস্থলী



একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন