মাধ্যমিক ভূগোল প্রশ্ন ব্যাংক পার্ট ৩

 

মাধ্যমিক ভূগোল প্রশ্ন ব্যাংক পার্ট ৩ বাংলা টেষ্ট পেপার্স Madhyamik Geography Question Bank Part3 Madhyamik test papers

                         বিভাগ - ক


১। বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :


১.১। হিমবাহ পৃষ্টে আড়াআড়ি যে ফাটলের সৃষ্টি হয় তাকে বলে ?


ক) বাগরুন্ড


খ) রান্ডক্লাইট 


গ) করি 


ঘ) ক্রেভাস


১.২। মরুভূমি ছাড়া বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় ?


ক) ব দ্বীপ অঞ্চলে 


খ) উপকূলে 


গ) পর্বতের পাদদেশে 


ঘ) মেরু অঞ্চলে


১.৩। বেতারতরঙ্গ প্রতিফলিত হয় বায়ু মন্ডলের যে স্তরে ?


ক) মেসোস্ফিয়ার 


খ) আয়নোস্ফিয়ার


গ) এক্সস্ফিয়ার


ঘ) ট্রপোস্ফিয়ার


১.৪। প্রশান্ত মহাসাগরের একটি শীতল স্রোত হল ?


ক) ল্যাব্রাডর


খ) গ্রিনল্যান্ড


গ) ক্যানারি


ঘ) পেরু


১.৫। রাইননদী উপত্যকার মধ্য দিয়ে যে শুল্ক ও উষ্ণবায়ু প্রবাহিত হয় , তাঁর নাম হল ?


ক) চিনুক 


খ) ফণ


গ) সিরোক্কো


ঘ) মিস্ট্রাল 


১.৬। দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যাবধান ?


ক) ১ ঘণ্টা ১৩ মিনিট 


খ) ১২ ঘণ্টা ২৬ মিনিট 


গ) ২৪ ঘণ্টা ৫২ মিনিট 


ঘ) ২৩ ঘণ্টা 


১.৭। জীবাণু দ্বারা বজ্র পদার্থের বিয়োজন ঘটানোর প্রক্রিয়াকে বলে ?


ক) কম্পাউন্ডিং


খ) ল্যান্ডফিল


গ) কম্পোস্টিং


ঘ) ওভারসিলিং 


১.৮। অরুণাচল প্রদেশ রাজ্যটি গঠিত হল ?


ক) 1965


খ) 1993


গ) 2000


ঘ) 1987 সালে 


১.৯। ভারতের দীর্ঘতম গিরিপথটি হল ?


ক) জোজিলা


খ) বুন্দিলপির


গ) বানিহাল 


ঘ) খারদুংলা


১.১০। ভারতের দীর্ঘতম নদীবাঁধ গড়ে উঠেছে যে নদীতে ?


ক) গোদাবরী


খ) কাবেরী 


গ) মহানদী


ঘ) কৃষ্ণা


১.১১। ভারতের পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় যে ঋতুতে ?


ক) শীত 


খ) গ্রীষ্ম


গ) শরৎ 


ঘ) বর্ষা 


১.১২। ভারতের বৃহত্তম ইস্পাত উৎপাদক কোম্পানি ?


ক) SAIL


খ) TATA


গ) JINDAL


ঘ) RINL


১.১৩। মিলিয়ন সিটির নূন্যতম জনসংখ্যা হতে হবে ?


ক) ৫ লক্ষ


খ) ১০ লক্ষ


গ) ৫০ লক্ষ


ঘ) ১ লক্ষ


১.১৪। ভারতে উপগ্রহ মানচিত্র প্রস্তুত করে ?


ক) SOI


খ) NATMO


গ) ISRO


ঘ) DRDO 




                          বিভাগ - খ 


২.১। নিম্নলিখিত বাক্য গুলি “ শুদ্ধ ” হলে ‘শু’ এবং “অশুদ্ধ” হলে ‘অ’ লেখো ।


        ( যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও )


২.১.১। ড্রামলীন হিমবাহের ক্ষয়ের ফলে সৃষ্ট একটি ভূমিরূপ ।


২.১.২। সমুদ্র বায়ু এক প্রকার স্থানীয় বায়ু ।


২.১.৩। পেরিজিয়ান জোয়ার অ্যাপোজিয়ান জোয়ারের থেকে প্রবল হয় ।


২.১.৪। মৌসুমী জলবায়ুর বিপরীতধর্মী জলবায়ু ভূমধ্যসাগরীয় জলবায়ু ।


২.১.৫। ভারতের একটি অন্ত:সলিলা নদী বিহারের ফগ্লু ।


২.১.৬। আন্তর্জাতিক ধান গবেষণাগার ফিলিপিনস এর রাজধানী ম্যানিলায় অবস্থিত ।


২.১.৭। ভারতের প্রথম মেট্রোরেল চালু হয় কলকাতায় ।





২.২। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো :

        ( যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও )


২.২.১। ক্ষয় ও সঞ্চয় কার্যের দ্বারা গঠিত ভূমি সমতল হওয়ার প্রক্রিয়াকে ________বলে ।


২.২.২। দুটি সিফ বালিয়াড়ির মধ্যবর্তী অঞ্চল _______নামে পরিচিত ।


২.২.৩। পাশাপাশি অনুর মাধ্যমে উষ্ণতার অপসারণ প্রক্রিয়াকে _______বলে ।


২.২.৪। হিমশৈল বহনকারী একটি সমুদ্র স্রোতের নাম __________।


২.২.৫। সেলুলোজ বজ্র ________শিল্প থেকে নির্গত হয় ।


২.২.৬। _________জল প্রপাতকে “ ভারতের নায়গ্রা ” বলা হয় ।


২.২.৭। _______কে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় ।




২.৩। একটি বা দুটি শব্দে উত্তর দাও : 


   ( যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও )


২.৩.১। হিমবাহ পর্বত গাত্রের মধ্যে সৃষ্টি গভীর ফাটল কে কি বলে ।


২.৩.২। ITCZ এর পুরো নাম কি ?


২.৩.৩। সংযোগ অবস্থানে চাঁদ ও পৃথিবী কত ডিগ্রি কোণে থাকে ?


২.৩.৪। দুটি e- বজ্রের উদাহরণ দাও ।


২.৩.৫। ভারতের কোন কোন রাজ্যের রাজধানী চণ্ডীগড় ?


২.৩.৬। কোন মাটির স্থানীয় নাম মোরাম ?


২.৩.৭। কীসের চাষকে ওলেরিকালচার বলা হয় ?


২.৩.৮। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার নাম কি ?




২.৪। বামদিকের সাথে ডান দিকের গুলি মিলিয়ে লেখো : 


বামদিক ডানদিক
২.৪.১. বানডাকা (a) প্ল্যাটফর্ম
২.৪.২. কাশ্মীর (b) ক্যাডমিয়াম
২.৪.৩. মিথেন (c) হুগলী নদী
২.৪.৪. কৃত্রিম উপগ্রহ (d) ক্যারেওয়া


                          বিভাগ - গ 


৩। নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও : 


( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় )


৩.১। ক্যাটারাক্ট কি ? উদাহরন দাও ।


৩.২। ল্যাপস রেট কাকে বলে ?


৩.৩। “ মিশন নির্মল বাংলা ” কি ?


৩.৪। ভারতের শীতকাল শুষ্ক হয় কেন ?


৩.৫। রেন্টুন কি ?


৩.৬। R.F কি ? 




                          বিভাগ - ঘ 


৪। সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) 


৪.১। বার্খান ও সিফ বালিয়াড়ির মধ্যে পার্থক্য লেখো ।


৪.২। ভাগীরথী হুগলী নদীর ওপর বজ্রের প্রভাব লেখো ।


৪.৩। ভারতে মৃত্তিকা ক্ষয়ের কারণ গুলি লেখো ।


৪.৪। দূর সংবেদনের সুবিধা ও অসুবিধা লেখো ।



                          বিভাগ - ঙ


৫.১। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :


৫.১.১। বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপের সংক্ষিপ্ত বিবরণ দাও ।


৫.১.২। বায়ুমন্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি গুলি বর্ণনা করো ।


৫.১.৩। বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করো এবং যে কোনো দু প্রকার বৃষ্টি পাতের চিত্রসহ বর্ণনা করো ।


৫.১.৪। জোয়ার ভাঁটার ফলাফল বর্ণনা করো ।



৫.২। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :


৫.২.১। ভারতের উপকূলীয় সমভূমির বিস্তারিত বিবরণ দাও ।


৫.২.২। ভারতে বনভূমি সংরক্ষনের প্রয়োজনীয়তা আলোচনা করো ।


৫.২.৩। পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের অগ্রগতির কারণ গুলি আলোচনা করো ।


৫.২.৪। ভারতের অর্থনৈতিক উন্নতিতে রেল পথের গুরুত্ব আলোচনা করো ।




                          বিভাগ - চ


৬। প্রশ্নপত্রের সঙ্গে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও ।


৬.১। বেঙ্গালুরু ।


৬.২। লাদাখ মালভূমি ।


৬.৩। ভেম্বানাদ কয়াল ।


৬.৪। শিলং ।


৬.৫। ভারতে ম্যানগ্রোভ অরন্য ।


৬.৬। দক্ষিণ ভারতের চা উৎপাদক অঞ্চল ।


৬.৭। চিত্তরঞ্জন ।


৬.৮। ভারতের কম জন ঘনত্ব যুক্ত রাজ্য ।


৬.৯। ভারতের একটি পূণ্যশুল্ক মুক্ত রাজ্য ।


৬.১০। কচ্ছের রান ।



একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন