মাধ্যমিক ভূগোল প্রশ্ন ব্যাংক পার্ট ১

মাধ্যমিক ভূগোল প্রশ্ন ব্যাংক পার্ট ১ বাংলা টেষ্ট পেপার্স Madhyamik Geography Question Bank Part1 Madhyamik test papers


                         বিভাগ - ক

১। বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :

১.১। বায়ু ও জলধারার সম্মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ হলো ?

ক) লোয়েস 

খ) বার্খান

গ) পেডিমেন্ট 

ঘ) ইয়াদাঙ

১.২। আরোহণ ও অবরোহন প্রক্রিয়ার সম্মিলিত ফল হল ?

ক) পর্যায়ন 

খ) পুঞ্জিত ক্ষয় 

গ) ক্ষয়ীভবন

ঘ) নগ্নীভবন 

১.৩। কোনো কোনো বছর প্রশান্ত মহাসাগরের পূর্বে পেরু ও ইকুয়েডের উপকূলে উষ্ণতা সাধারণের থেকে কমে যায় , কারণ ?

ক) জেট বায়ু 

খ) এল-নিনো

গ) লা-নিনা

ঘ) পশ্চিমা ঝঞ্জা

১.৪। ঋতু পরিবর্তন দেখা যায় না ?

ক) ক্রান্তীয় মৌসুমী জলবায়ুতে

খ) নিরক্ষীয় জলবায়ুতে

গ) উষ্ণ মরু জলবায়ুতে

ঘ) চীনদেশীয় জলবায়ুতে

১.৫। কোন স্রোতের প্রভাবে ব্রিটিশ দ্বীপপুঞ্জ ও নরওয়ে উপকূল সারা বছর বরফ মুক্ত থাকে ?

ক) কুরেশিয়া স্রোত 

খ) উত্তর আটলান্টিক স্রোত

গ) উত্তর নিরক্ষীয় স্রোত

ঘ) উষ্ণ উপসাগরীয় স্রোত

১.৬। ধোঁয়া ধূলোর মতো বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থাপনার নাম হল ?

ক) ভরাটকরন 

খ) নিষ্কাশন 

গ) কম্পোস্টিং

ঘ) স্ক্রাইবার

১.৭। ভারত মহাসাগরে সমুদ্র স্রোত নিয়ন্ত্রিত হয় ?

ক) মৌসুমী বায়ু 

খ) লা - নিনা 

গ) পশ্চিমা বায়ু 

ঘ) আয়ন বায়ু দ্বারা 

১.৮। ভারত ও চীনের মধ্যে অবস্থিত সীমারেখার নাম ?

ক) ম্যাকমোহন লাইন 

খ) রাডফ্লিক লাইন

গ) ডুরান্ড লাইন

ঘ) সুচার লাইন

১.৯। ভারতের মূল ভুখন্ডের দক্ষিণতম বিন্দু ?

ক) ইন্দিরা কল 

খ) ইন্দিরা পয়েন্ট

গ) কুমারিকা অন্তরীপ

ঘ) কিবিসু 

১.১০। উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় ? 

ক) কালবৈশাখী 

খ) আঁধি

গ) পশ্চিমী ঝঞ্ঝা 

ঘ) লু 

১.১১। ভারতের বৃহত্তম সঙ্গকর ইস্পাত কারখানা গড়ে উঠেছে ?

ক) সালেমে 

খ) জামসেদ পুরে

গ) দুর্গাপুরে

ঘ) ভিলাই - এ

১.১২। ২০১১ সালের আদমসমারী অনুযায়ী ভারতের সর্বাধিক জনঘনত্ব রাজ্যটি হলো ?

ক) কেরল 

খ) বিহার 

গ) পশ্চিমবঙ্গ

ঘ) উত্তরপ্রদেশ 

১.১৩। উদীয়মান শিল্প বলে কোন শিল্পকে ?

ক) কার্পাস বয়ন 

খ) পাট শিল্প

গ) লৌহ ইস্পাত 

ঘ) প্রেটোরসায়ন শিল্পকে 

১.১৪। ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ISRO এর সদর দপ্তর অবস্থিত ?

ক) কর্ণাটকের বেঙ্গালুরু

খ) তামিলনাড়ুর চেন্নাই 

গ) কেরলের থুম্বায়

ঘ) মহারাষ্ট্রের ট্রম্বেতে 





                          বিভাগ - খ 

২.১। নিম্নলিখিত বাক্য গুলি “ শুদ্ধ ” হলে ‘শু’ এবং “অশুদ্ধ” হলে ‘অ’ লেখো ।

        ( যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও )

২.১.১। ভারতের একটি হিমবাহ সৃষ্ট হদ্র হল পুষ্কর ।

২.১.২। অসম ভারতের বৃহত্তম চা উৎপাদক রাজ্য ।

২.১.৩। অ্যারোসল হল বায়ুতে অবস্থিত একটি মেঘ ।

২.১.৪। বেরিং স্রোত একটি উষ্ণ স্রোত ।

২.১.৫। ডাবের খোলা একটি জৈব ভঙ্গুর বজ্য ।

২.১.৬। হিমরেখার উচ্চতা নিম্ন অক্ষাংশে কম হয় ।

২.১.৭। আরোহণ প্রক্রিয়ায় ভূমির হ্রাস পায় ।



২.২। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো :

( যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও )

২.২.১। “4R” এর পুরো অর্থ হল Reduce , Reuse , Recycle এবং ___________।

২.২.২। R.F শব্দের পুরো কথা __________।

২.২.৩। ধানের খোপা পচে নির্গত হয় _________গ্যাস ।

২.২.৪। __________বন্দর কে স্বামী বিবেকানন্দ বিমানবন্দর নামকরণ করা হয়েছে ।

২.২.৫। ____________এ ভারতের কার্পাস গবেষণাগার অবস্থিত ।

২.২.৬। পাঞ্জাবের নবীন পলি গঠিত অঞ্চল কে __________বলে ।

২.২.৭। হামবোল্ড স্রোত __________মহাসাগরেদেখা যায় ।




২.৩। একটি বা দুটি শব্দে উত্তর দাও : 

   ( যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও )

২.৩.১। NASA এর পুরো অর্থ কি ?

২.৩.২। ফ্রান্সের রোন উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুর নাম কি ?

২.৩.৩। ভারতের বৃহত্তম সমভূমির নাম কি ?

২.৩.৪। অসমে কোন কোন নদীর সমন্ধয়ে ব্রহ্মপুত্র তৈরী হয়েছে ?

২.৩.৫। ওজোন গ্যাসের ঘনত্ব মাপক একক কি ?

২.৩.৬। কোন নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে সারা বছর স্বল্প বৃষ্টিপাত হয় ।

২.৩.৭। ভারতের কেন্দ্রীয় ধান গবেষণার কেন্দ্র কোথায় আছে ?

২.৩.৮। “ ভিস হর্ন ” পিরামিড চূড়া কোথায় অবস্থিত ?




২.৪। বামদিকের সাথে ডান দিকের গুলি মিলিয়ে লেখো : 

বামদিক ডানদিক
২.৪.১. পর্বতের পাদদেশীয় হিমবাহ (a) টনেডো
২.৪.২. ক্রান্তীয় ঘুর্ণবাত (b) করমুক্ত বন্দর
২.৪.৩. ভারতের ২৯তম রাজ্য (c) মালাসিপিনা
২.৪.৪. কান্ডালা (d) তেলেঙ্গানা

                          বিভাগ - গ 

৩। নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও : 

( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় )

৩.১। ফিয়ড কি ?

৩.২। সমবর্ষণরেখা কাকে বলে ?

৩.৩। জৈব অভঙ্গুর বজ্য কাকে বলে ?

৩.৪। পর্যায়ন কাকে বলে ?

৩.৫। নিষ্ক্রিয় সেন্সর কি ?

৩.৬। কাম্য জনসংখ্যা কাকে বলে ?



                          বিভাগ - ঘ 

৪। সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) 

৪.১। বায়ুচাপ বলয় গুলি স্থান পরিবর্তন করে কেন ?

৪.২। সমুদ্রস্রোত ও সমুদ্রতরঙ্গের পার্থক্য লেখো ।

৪.৩। উপগ্রহ চিত্র তোলার কি কি পর্যায় আছে ?

৪.৪। ধানচাষ ও ফালিচাষ এর পার্থক্য লেখো ।




                          বিভাগ - ঙ

৫.১। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :

৫.১.১। নদীর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট যে কোনো দুটি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও ।

৫.১.২। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অবস্থান ও জলবায়ুর বৈশিষ্ট্য লেখো ।

৫.১.৩। মুখ্য ও গৌণ জোয়ার কীভাবে ঘটে ?

৫.১.৪। পৃথিবীর বিভিন্ন বায়ুচাপ বলয় গুলির সচিত্র বিবরণ দাও ।


৫.২। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :

৫.২.১। ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের তুলনা করো ।

৫.২.২। ভারতীয় কৃষিতে জলসেচ প্রয়োজন কেন ?

৫.২.৩। ভারতের পশ্চিমে কার্পাসবয়ন শিল্প গড়ে ওঠার কারণ কি ?

৫.২.৪। ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের পাঁচটি কারণ আলোচনা করো ।



                          বিভাগ - চ

৬। প্রশ্নপত্রের সঙ্গে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও ।

৬.১। বিন্দ্য পর্বত ।

৬.২। একটি অন্তবাহিনীর নদী ।

৬.৩। সর্বাধিক বৃষ্টিবহুল অঞ্চল ।

৬.৪। মালাবার উপকূল ।

৬.৫। পূর্ব ভারতের একটি ম্যানগ্রোভ অরন্য ।

৬.৬। ভারতের রুঢ় ।

৬.৭। দ: ভারতের সর্বোচ্চ শৃঙ্গ ।

৬.৮। ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র ।

৬.৯। একটি শুল্কমুক্ত বন্দর ।

৬.১০। পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক বিমানবন্দর ।



একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন