মাধ্যমিক বাংলা প্রশ্ন ব্যাংক পার্ট ৮

মাধ্যমিক বাংলা প্রশ্ন ব্যাংক পার্ট ৮ বাংলা টেষ্ট পেপার্স Madhyamik Bengali Question Bank Part8 Madhyamik test papers

১। সঠিক উত্তর টি নির্বাচন করো :


১.১। ঠাট্টা তামাশার মধ্যে তপন যে কটি গল্প লিখেছে ?


ক) একটি 


খ) দুটি তিনটি 


গ) তিনটি চারটি 


ঘ) চার পাঁচটি 


১.২। যাঁরা লিচু বাগানে হরিদা পুলিশ সেজে দাঁড়িয়েছিলেন তিনি হলেন ?


ক) কুণাল বাবু


খ) দীনেশ  বাবু


গ) দয়াল বাবু


ঘ) বিনয় বাবু


১.৩। অপূর্ব যে পাত্রে তার আহার সম্পন্ন করল ?


ক) মাটির পাত্রে


খ) পিতলের পাত্রে


গ) লোহার পাত্রে


ঘ) স্টিলের পাত্রের


১.৪। জীবন হারা অসুন্দরে করতে ছেদন আসে ?


ক) নবীন 


খ) চিরসুন্দর 


গ) মহাকাল সারথি 


ঘ) প্রলয় 


১.৫। মেঘনাদের রথ যে বেজে যাচ্ছিল তা হল ?


ক) অশ্বের বেগে


খ) হরিণের বেগে


গ) সিংহের বেগে


ঘ) চিতার বেগে


১.৬। “ চিরচিহ্ন দিয়ে গেল ” চিরচিহ্ন দিয়ে গেল ?


ক) ইতিহাসের পাতায় 


খ) অপমানিত ইতিহাসে 


গ) সাধারণের মনে 


ঘ) ভবিষ্যতের ভাবনায়


১.৭। চিনারা চিরকাল লেখার ক্ষেত্রে যা ব্যাবহার করে আসছে ?


ক) তুলি 


খ) কলম 


গ) লৌহ শলাকা 


ঘ) সজারুর কাঁটা 


১.৮। লেখকের কেনা প্রথম ফাউন্টেন পেনটি ছিল ?


ক) সোয়ান 


খ) শেফার্ড 


গ) পাইলট 


ঘ) পার্কার 


১.৯। প্রীতির সঙ্গে যে ভাষার পদ্ধতি আয়ত্ত করতে হয় ?


ক) মাতৃভাষার পদ্ধতি 


খ) বিদেশিভাষার পদ্ধতি 


গ) হিন্দিভাষার পদ্ধতি 


ঘ) জার্মানভাষার পদ্ধতি 


১.১০। শীত গেলে বসন্ত আসে রেখাঙ্খিত পদটি ?


ক) অনুক্ত কর্তা 


খ) নিরপেক্ষ কর্তা


গ) প্রযোগ্য কর্তা


ঘ) প্রযোজক কর্তা


১.১১। উপনগরী সমাসটি গড়ে উঠেছে ?


ক) সাদৃশ্য অর্থে 


খ) সামিপ্রো অর্থে


গ) বিপসা অর্থে


ঘ) পশ্চাৎ অর্থে


১.১২। কোনটি নিত্য সমাসের দৃষ্টান্ত ?


ক) প্রত্যমা 


খ) গরমিল 


গ) যুগান্তর 


ঘ) খেচর 


১.১৩। বাক্য অর্থ অনুযায়ী পদগুলির সংস্থাপন কে বলে ?


ক) আসত্তি


খ) আকাঙ্ক্ষা 


গ) যোগ্যতা 


ঘ) উদ্দেশ্য 


১.১৪। “ জিনিস পড়ে রইল , আমরা এগিয়ে চললুম ” গঠন অনুসারে এই বাক্যটি যে শ্রেণীর বাক্য ?


ক) সরল বাক্য


খ) জটিল বাক্য


গ) যোগিক বাক্য


ঘ) মিশ্র বাক্য


১.১৫। “ আবার তোরা মানুষ হ ” অর্থগত দিক থেকে বাক্যটি ?


ক) বিস্ময় সূচক বাক্য


খ) প্রাথনা সূচক বাক্য


গ) আবেজ্ঞ সূচক বাক্য


ঘ) নির্দেশক বাক্য 


১.১৬। শিষ্য গুরুর দ্বারা প্রশংসিত হল এখানে যে বাচ্যর ব্যাবহার হয়েছে ?


ক) কতৃবাচ্য 


খ) কর্মবাচ্য


গ) ভাববাচ্য


ঘ) কর্মকতৃবাচ্য


১.১৭। অসুখে অসুখে সে কাহিল হয়ে পড়েছে “ অসুখে অসুখে”র কারক হল ?


ক) অধিকরণ কারক 


খ) অপাদান কারক 


গ) করন কারক


ঘ) নিমিত্ত কারক




২। কমবেশি ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও :


২.১। যে কোনো ৪টি প্রশ্নের উত্তর দাও :


২.১.১। “ এসব কথা বলার দুঃখ আছে ” কোন কথা গুলি বলার দুঃখ আছে ?


২.১.২। “ ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে ” কথাটি কি ছিল ?


২.১.৩। “ এটা আমার প্রাণের অনুরোধ ” বক্তা কোন অনুরোধ কে প্রাণের অনুরোধ বলেছেন ?


২.১.৪। “ ওরা ভয়ে কাঠ হয়ে গেল ” তারা কি কারণে ভয়ে কাঠ হয়ে গিয়েছিল ?


২.১.৫। নদের চাঁদ কে পিসে দিয়ে কোন ট্রেন , কোন দিকে চলে যায় ?



২.২। যে কোনো ৪টি প্রশ্নের উত্তর দাও :


২.২.১। “ সে জানত না ” সে কি জানত না ?


২.২.২। “ ছড়ানো রয়েছে কাছে দূরে ” কি ছড়ানো রয়েছে ?


২.২.৩। “ সমুদ্রপারে সেই মুহূর্তেই ” কি ঘটেছিল ?


২.২.৪। “ হা থিক মোরে ” বক্তা কেন নিজেকে ধিক্কার দিয়েছিল ?


২.২.৫। “ তথা কন্যা থাকে সর্বক্ষণ ” কার কোথায় থাকার কথা বলা হয়েছে ?



২.৩। যে কোনো ৩টি প্রশ্নের উত্তর দাও :


২.৩.১। কুইল কি ?


২.৩.২। “ মুঘল দরবারে একদিন তাঁদের কত না খাতির ” কাদের কথা বলা হয়েছে ?


২.৩.৩। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় অন্যতম প্রধান বাধা কোথায় ?


২.৩.৪। “ এতে রচনা উৎকট হয় ” কখন রচনা উৎকট হয় ?



২.৪। যে কোনো ৮টি প্রশ্নের উত্তর দাও :


২.৪.১। তির্যক বিভক্তি কাকে বলে ?


২.৪.২। “ অভাব ” অর্থে প্রযুক্ত অব্যয়ীভাব সমাসের একটি উদাহরণ দাও ।


২.৪.৩। “ ভাবতেই ওর কষ্ট হল ” বাক্যটিতে কতৃবাচ্য পরিবর্তন কর ।


২.৪.৪। ব্যাসবাক্য কাকে বলে ?


২.৪.৫। কারক বিভক্তি নির্ণয় করো : নিমাইবাবু চুপ করিয়া রহিলেন ।


২.৪.৬। এক সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে ছিলেন । যৌগিক বাক্য পরিণত করো ।


২.৪.৭। কাজলকালো এই সমাসবদ্ধ পদটির ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করো ।


২.৪.৮। না বাচক বাক্যে রূপান্তর করো । “ কথাটা ছড়িয়ে পড়ল ।”


২.৪.৯। একটা বিস্ময় বোধক বাক্যের উদাহরন দাও ।


২.৪.১০। সুমন , এদিকে এসো নিম্নরেখ পদটি কি ধরনের পদ ?



৩। প্রসঙ্গ নির্দেশসহ কমবেশি ৬০টি শব্দে উত্তর দাও :


৩.১। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :


৩.১.১। “ রত্নের মুল্য জহুরীর কাছেই ” উপলব্ধিটি কার ? তার এই উপলব্ধির কারণ কি ?


৩.১.২। “ নারে ভাই , বড়ো মানুষের কান্ডের খবর আমি কেমন করে শুনব ” উক্তিটির বক্তা কে ? বড়ো মানুষের কোন কান্ডের খবর সে শোনেনি ?




৩.২। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :


৩.২.১। “ হায় বিধি বাম মম প্রতি ” বক্তা কে ? তাঁর এমন আক্ষেপের কারণ কী ?


৩.২.২। “ ছিনিয়ে নিয়ে গেল তোমাকে ” তোমাকে বলতে কাকে বোঝানো হয়েছে ? তাকে কে কোথা থেকে ছিনিয়ে নিয়ে গেছে ? 



৪। কমবেশি ১৫০টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :


৪.১। “ পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল ” পলিটিক্যাল সাসপেক্ট কথাটির অর্থ কি ? এরপরে পুলিশ ষ্টেশনে কী পরিস্থিতি তৈরী হল , তা পাঠাংশে অনুসরণের আলোচনা করো ।


৪.২। “ ত্রিশ বছর বয়সে নদীর জন্য নদের চাঁদের এত বেশি মায়া । একটু অস্বাভাবিক ” নদের চাঁদ কোন গল্পের চরিত্র ? নদীর প্রতি ভালোবাসার কারণ কি ?




৫। কমবেশি ১৫০টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :


৫.১। জয় গোস্বামীর “ অস্ত্রের বিরুদ্ধে গান ” কবিতাটির উৎস নির্দেশ করো । এই কবিতায় কবির যুদ্ধ বিরোধী মানসিকতার যে পরিচয় মেলে তা নিজের ভাষায় লেখো ।


৫.২। সিন্ধুতীরে কাব্যংশ অবলম্বনে পদ্মা চরিত্র আলোচনা করো ।



৬। কমবেশি ১৫০টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :


৬.১। “ বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করলেন , ওয়াটারম্যান কে ? তিনি বিমর্ষ কেন ? তাঁর প্রতিজ্ঞার ফল কি হয়েছিল ?


৬.২। “ এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না ” প্রাবন্ধিক কোন দোষের কথা বলেছেন ? এই দোষ গুলি থেকে মুক্তি লাভ কি করে সম্ভব ?



৭। কমবেশি ১২৫টি প্রশ্নের উত্তর দাও :


৭.১। “ তোমাদের কাছে আমি লজ্জিত ” কে কাকে একথা বলেছে ? বক্তার লজ্জিত হওয়ার কারণ কি ?


৭.২। “ আজ কার রক্ত সে চায় । পলাশী , রাক্ষসী পলাশী ” প্রসঙ্গে নির্দেশ করো । বক্তার এরূপ বলার কারণ কি ?



৮। কমবেশি ১৫০টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :


৮.১। দরিদ্র ও বঞ্চনার বিরুদ্ধে কোনির সংগ্রাম ও সাফল্যের পরিচয় দাও ।


৮.২। “ এটা বুকের মধ্যে পুষে রাখুক ” কার কী পুষে রাখার কথা বলা হয়েছে ।


৮.৩। “ খাওয়ার আমার লাভ নেই । ডায়টিং করি ” বক্তা কে ? তাঁর ডায়টিং এর পরিচয় দাও ।



৯। চলিত গদ্যে বঙ্গানুবাদ করো 

We should try to prosper in life . But we should not give up our sense of morality . If we compromise with dishonesty , it would be difficult for us to respect ourselves . So it is important to choose the right away .



১০। কমবেশি ১৫০টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :


১০.১। প্লাস্টিক ব্যাবহার এর বিষয়ে দুই বন্ধুর মধ্যে অবলম্বনে সংবাদপত্রের জন্য একটি প্রতিবেদন রচনা করো ।


১০.২। নিজস্বী তুলতে গিয়ে মৃত্যু এই বিষয় কাল্পনিক সংলাপ রচনা করো ।



১১। কমবেশি ৪০০টি শব্দে যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো :


১১.১। বিজ্ঞানের জয়যাত্রা ।


১১.২। চরিত্র গঠনে খেলাধুলার প্রয়োজনীয়তা 


১১.৩। তোমার জীবনের একটি স্মরণীয় অভিজ্ঞতা ।


১১.৪। বাংলার ঋতুবৈচিত্র্য ।



একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন