মাধ্যমিক বাংলা প্রশ্ন ব্যাংক পার্ট ৭

মাধ্যমিক বাংলা প্রশ্ন ব্যাংক পার্ট ৭ বাংলা টেষ্ট পেপার্স Madhyamik Bengali Question Bank Part7 Madhyamik test papers

১। সঠিক উত্তর টি নির্বাচন করো :


১.১।  “ আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম ।” উক্তিটির বক্তা ?


ক) ছোট মাসি 


খ) তপনের বন্ধুরা 


গ) মেজো কাকু 


ঘ) মেসো 


১.২। লিচুবাগানে নকল পুলিশ স্কুলের যে ক-টি ছেলেকে ধরেছিলেন , তাঁর সংখ্যা হল ?


ক) চার 


খ) পাঁচ 


গ) ছয় 


ঘ) আট 


১.৩। তেওয়ারি বর্মা নাচ দেখতে যে স্থানে গিয়েছিল , তাঁর নাম ?


ক) এনাঞ্জ 


খ) ফয়া 


গ) মিকথিলা 


ঘ) ভামো 


১.৪। অদল বদলের গল্প গ্রামের বাড়ি বাড়ি ঘুরে যাঁর কানে গেল , তিনি হলেন ?


ক) গ্রামরক্ষী


খ) গ্রামোন্নয়ন মন্ত্রী


গ) গ্রামপ্রধান 


ঘ) গ্রামবাসী 


১.৫। নদের চাঁদ স্টেশন মাস্টারের চাকরি করছে ?


ক) চার বছর


খ) দুই  বছর 


গ) পাঁচ বছর


ঘ) এক বছর 


১.৬। “ তারপর যুদ্ধ এলো ” 


ক) পাহাড়ের আগুনের মতো 


খ) রক্তের সমুদ্রের মতো 


গ) আগ্নেয় পাহাড়ের মতো 


ঘ) রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো 


১.৭। “ আমাদের পথ নেই আর ।” পথ শব্দটি কবিতায় ব্যাবহৃত হয়েছে ?


ক) দুইবার 


খ) একবার 


গ) চারবার


ঘ) তিনবার


১.৮। কবি যুগান্তরের কবি কে কোথায় দাঁড়াতে বলেছেন ?


ক) আদিম অরণ্য 


খ) মানহারা মানবীর দ্বারে 


গ) দিনের অন্তিমকালে


ঘ) সমুদ্রতীরে


১.৯। “ অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন ।” তিনি হলেন ?


ক) সত্যজিৎ রায় 


খ) অন্নদাশংকর রায় 


গ) রাজশেখর বসু 


ঘ) সুবোধ ঘোষ 


১.১০। খুব ঘুম ঘুমিয়েছি এই বাক্যের কর্ম টি হল ?


ক) মুখ্য কর্ম 


খ) বিধেয় কর্ম 


গ) সমধাতুজ কর্ম


ঘ) বাক্যাংশ কর্ম 


১.১১। পূর্বপদ ও পরপদ উভয় পদের অর্থই প্রধান্য বিস্তার করে যে সমাসে , তাকে বলে ?


ক) কর্মধারয় সমাস


খ) দ্বন্দ্ব সমাস 


গ) নিত্য সমাস 


ঘ) তৎপুরুষ সমাস 


১.১২। অনুসর্গ হল এক ধরনের ?


ক) বিশেষ্য পদ


খ) অব্যয়  পদ


গ) বিশেষণ পদ 


ঘ) সর্বনাম পদ


১.১৩। নয় মিল = অমিল - এটি যে সমাসের উদাহরণ তা হল ? 


ক) তৎপুরুষ 


খ) বহুব্রীহি 


গ) দ্বন্দ্ব 


ঘ) কর্মধারায় 


১.১৪। “ বাবুটির স্বাস্থ্য গেছে , কিন্তু শখ ষোলো আনাই বজায় আছে ” বাক্যটি হল ?


ক) সরল বাক্য


খ) যৌগিক বাক্য


গ) জটিল বাক্য


ঘ) কর্মকতৃবাচ্য 


১.১৫। “ তোমার আসা হোক ।” যে বাচ্যর উদাহরণ ?


ক) ভাববাচ্য 


খ) কর্মবাচ্য 


গ) কতৃবাচ্য


ঘ) কর্মকতৃবাচ্য 


১.১৬। “ সানাই বাজে ” এটি কোন বাচ্যর উদাহরণ ?


ক) কতৃবাচ্যর 


খ) কর্মবাচ্যর 


গ) কতৃবাচ্য


ঘ) কর্মকতৃবাচ্যর 


১.১৭।  “ গতকাল তোমার বাড়িতে যাব ” বাক্য যা নেই তাহলো ?


ক) আসত্তি


খ) আকাঙ্ক্ষা 


গ) যোগ্যতা 


ঘ) কর্তা 




২। কমবেশি ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও :


২.১। যে কোনো ৪টি প্রশ্নের উত্তর দাও :


২.১.১। “ বাবা তোর পেটে পেটে এত ” কে , কোন প্রসঙ্গে একথা বলেছেন ?


২.১.২। “ রামদাস হাসিয়া কহিল ” রামদাস হেসে কি বলেছিল ?


২.১.৩। “ আমার অপরাধ হয়েছে ” কোন অপরাধের কথা বলা হয়েছে ?


২.১.৪। “ ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠল ” আনন্দের কারণ কি ছিল ?


২.১.৫। “ তাহাকে বিশ্বাস নাই ” কাকে , কেন বিশ্বাস নাই ?




২.২। যে কোনো ৪টি প্রশ্নের উত্তর দাও :


২.২.১। “ পৃথিবী হয়তো গেছে মরে ” এমন ধারণার কারণ কি ?


২.২.২। “ অসুখী একজন ” কবিতার অনুবাদককে কে ?


২.২.৩। “ ছিনিয়ে নিয়ে গেল তোমাকে , আফ্রিকা ” আফ্রিকা কে ছিনিয়ে নিল ?


২.২.৪। “ শ্রীযুক্ত মাগণ গুণী ” মাগন কে ?


২.২.৫। “ অস্ত্র ও গান ” শব্দ দুটি কবিতায় মোট কতবার করে আছে ?




২.৩। যে কোনো ৩টি প্রশ্নের উত্তর দাও :


২.৩.১। রোম সাম্রাজ্য ব্রঞ্চের শলাকার নাম কি ?


২.৩.২। একসময় লেখা শুকনো হতো কি দিয়ে ?


২.৩.৩। “ গুটিকতক ইংরেজী পড়িভাষিক শব্দ হয়তো তারা শিখেছে ” শব্দ গুলি কি কি ?


২.৩.৪। অভিধা কাকে বলে ?




২.৪। যে কোনো ৮টি প্রশ্নের উত্তর দাও :


২.৪.১। অনুসর্গ ও বিভক্তির মধ্যে একটি পার্থক্য লেখো ।


২.৪.২। “ অপাদান ” কারকের একটি উদাহরণ দাও ।


২.৪.৩। একটি উদাহরনসহ একশেষ দ্বন্দ্ব সমাসের মধ্যে একটি পার্থক্য লেখো ।


২.৪.৪। রূপক কর্মধারয় ও উপমান কর্মধারয় সমাসের মধ্যে একটি পার্থক্য লেখো ।


২.৪.৫। যৌগিক বাক্যের একটি উদাহরণ দাও ।


২.৪.৬। “ নীলকণ্ঠ ” পদের ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখো ।


২.৪.৭। “ আমাদের ডান পাশে ধস ” জটিল বাক্যে রূপান্তর করো ।


২.৪.৮। দ্বীকর্মক ক্রিয়া কাকে বলে ? উদাহরন দাও ।


২.৪.৯। “ সেই মেয়েটির মৃত্যু হলো না ” - হ্যাঁবাচক বাক্যে রূপান্তর করো ।


২.৪.১০। লুপ্তকর্তা বাচক একটি ভাববাচ্যর উদাহরণ দাও ।




৩। প্রসঙ্গ নির্দেশসহ কমবেশি ৬০টি শব্দে উত্তর দাও :


৩.১। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :


৩.১.১। “ তাতে যে ঢং নষ্ট হয়ে যায় ।” ঢং বলতে এখানে কি বোঝানো হয়েছে ? কীসে ঢং নষ্ট হয়ে যাবে ?


৩.১.২। “ বোধ হয় , এই প্রশ্নের জবাব দিবার জন্যই .....” কোন প্রশ্ন ? এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য কি হয়েছিল ? 



৩.২। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :


৩.২.১। “ নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে ” - ‘ যাদের ’ বলতে কাদের কথা বলা হয়েছে ? তাদের নখ নেকড়ের চেয়ে তীক্ষ্ণ বলার কারণ কি ?


৩.২.২। “ ধ্বংস দেখে ভয় কেন তোর ?” ধ্বংস কে ভয় না পাওয়ার কারণটি বুঝিয়ে দাও ।




৪। কমবেশি ১৫০টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :


৪.১। “ পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল ” - ‘ পথের দাবী ’ পাঠাংশে সব্যসাচী মল্লিক সম্পর্কে কি জানা যায় ? তাঁকে জিজ্ঞাসাবাদের সময় কি পরিস্থিতি তৈরী হয় ? 


৪.২। “ নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে ।” নদীর বিদ্রোহের কারণ কি ছিল ? ‘ 

সে ’ কীভাবে তা বুঝতে পেরেছিল ?



৫। কমবেশি ১৫০ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :


৫.১। “ সভ্যর বর্বর লোভ / নগ্ন করল আপন নিলজ্জ অমানুষতা ।” সভ্যর লোভ কে বর্বর বলা হয়েছে কেন ? তারা কীভাবে নিলর্জ্জ অমানুষতার পরিচয় দিয়েছিল ?


৫.২। “ অস্ত্র রাখো গানের দুটি পায়ে....” অস্ত্র কীসের প্রতীক ? কবি অস্ত্রধারীদের যে পরামর্শ দিয়েছেন তা কবিতা অনুসরণে লেখো ।




৬। কমবেশি ১৫০টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :


৬.১। “ মুঘল দরবারে একদিন তাঁদের কত না খাতির , কত না সম্মান ।” তাঁদের বলতে কাদের কথা বলা হয়েছে ? তাঁদের খাতির ও সম্মানের পরিচয় দাও ।


৬.২। “ বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধদিতে আর একটি দোষ প্রায় নজরে পড়ে ।” কোন দোষের কথা বলা হয়েছে ? এই দোষ মুক্তির উপায় কি ?



৭। কমবেশি ১২৫টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :


৭.১। “ আপনাদের কাছে এই ভিক্ষা যে , আমাকে শুধু এই আশ্বাস দিন ” কাদের কাছে বক্তা “ ভিক্ষা ” চান ? তিনি কি আশ্বাস প্রত্যাশা করেন ?


৭.২। “ মনে হয় , ওর নিশ্বাসে বিষ , ওর দৃষ্টিতে আগুন , ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প ।” “ ওর” বলতে কাকে বোঝানো হয়েছে ? বক্তার উদ্দিষ্টের প্রতি এমন মন্তব্যের কারণ আলোচনা করো ।



৮। কমবেশি ১৫০ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :


৮.১। দারিদ্র্য আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই , তা সংক্ষেপে বর্ণনা করো ।


৮.২। “ এভাবে মেডেল জেতায় কোনো আনন্দ নেই ” বক্তা কে ? তাঁর এমন কথা বলার কারণ ব্যাখ্যা করো ।


৮.৩। “ আজ বারুণী ” বারুণী কি ? বারুণীর দিনে গঙ্গার ঘাটের দৃশ্য বর্ণনা করো ।


 


৯। চলিত গদ্যে বঙ্গানুবাদ করো :


 Sister Nivedita , Known as Margaret Eligabeth Noble in earlier life . was born in Ireland 1867 . After finishing her educations , she settled down in England in the teaching profession . During this period , she happened to meet Swami Vivekananda at a London home . Greatly attracted by his teachings , She accepted him as her Master and followed him to india for dedicating her self to the uplift of Indian women .



১০। কমবেশি ১৫০ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :


১০.১। বিদ্যালয়ের সাপ্তাহিক সাহিত্য সভা বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো ।


১০.২। তোমার বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো ।



১১। কমবেশি ৪০০ শব্দে যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো :


১১.১। একটি ভ্রমণের অভিজ্ঞতা ।


১১.২। বইমেলা ।


১১.৩। চরিত্র গঠনে খেলার উপযোগিতা ।


১১.৪। দৈনন্দিন জীবনে জল ।


একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন