মাধ্যমিক বাংলা প্রশ্ন ব্যাংক পার্ট ৬

মাধ্যমিক বাংলা প্রশ্ন ব্যাংক পার্ট ৬ বাংলা টেষ্ট পেপার্স Madhyamik Bengali Question Bank Part6 Madhyamik test papers

 ১। সঠিক উত্তর টি নির্বাচন করো :

১.১। “ নদীর বিদ্রোহ ” গল্পে প্যাসেঞ্জার ট্রেনটি ?

ক) তিনটে পঁয়তাল্লিশের 

খ) চারটে পঁয়তাল্লিশের

গ) দুটো পঁয়তাল্লিশের

ঘ) পাঁচটা পঁয়তাল্লিশের 

১.২। “ অল্পবিদ্যা ভয়ঙ্করী ” এটি সাহিত্যের কোন বিষয় ?

ক) ধাঁধা 

খ) প্রবাদ 

গ) অলংকার 

ঘ) ছড়া 

১.৩। সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন ?

ক) অন্নদাশঙ্কর রায় 

খ) সুকুমার রায় 

গ) সত্যজিৎ রায় 

ঘ) রামমোহন রায় 

১.৪। “ পান্নালাল প্যাটেল ” কোন ভাষার প্রসিদ্ধ লেখক ?

ক) ওড়িয়া ভাষার 

খ) বাংলা ভাষার

গ) গুজরাতি ভাষার

ঘ) হিন্দি ভাষার

১.৫। “ অসুখী একজন ” কবিতায় কার হেঁটে যাওয়ার কথা বলা হয়েছে ?

ক) একজন সৈনিকের 

খ) গির্জার এক নানের 

গ) একটি কুকুরের

ঘ) একটি মেয়ের 

১.৬। “হাসিবেন মেঘবাহন ” - ‘মেঘবাহন’ কে ?

ক) মহেশ্বর 

খ) ইন্দ্র 

গ) বিষ্ণু 

ঘ) মেঘনাদ 

১.৭। “ অস্ত্র ফেলো , অস্ত্র রাখো ” কোথায় ?

ক) গানের পায়ে 

খ) গানের কোমরে 

গ) গানের হাতে 

ঘ) গানের মাথায় 

১.৮। “ কালীর অক্ষর নাইকো পেটে চন্ডী পড়েন ” কোথায় ?

ক) বাবুঘাটে

খ) কালীঘাটে

গ) গঙ্গার ঘাটে

ঘ) কোলাঘাটে

১.৯। “ কন্যারে ফেলিল যথা ” কন্যার নাম কি ?

ক) ময়নামতী 

খ) চন্দ্রাবতী 

গ) পদ্মাবতী 

ঘ) পদ্মা 

১.১০। তুমি এলে আমি যাব  । এই বাক্যে কর্তাটি হল ?

ক) ব্যতিহার কর্তা

খ) অনুক্ত  কর্তা

গ) নিরপেক্ষ কর্তা

ঘ) প্রযোজক কর্তা

১.১১। “ পড় , সবাই শুনি ” এটি কোন বাচ্যর উদাহরণ ?

ক) কতৃবাচ্য 

খ) ভাববাচ্য

গ) কর্মবাচ্য

ঘ) কর্মকতৃবাচ্য 

১.১২। “ জায়া ও পতি ”র সমস্ত পদটি হল ?

ক) জম্পতি 

খ) দম্পতি 

গ) জায়াপতি

ঘ) পতিজায়া

১.১৩। ক্রিয়া বিভক্তর আর একটি নাম হল ?

ক) শব্দ বিভক্তি 

খ) ধাতু বিভক্তি

গ) অনুসর্গ 

ঘ) নির্দেশক 

১.১৪। “ কি জানি হয়তো কলমটা অফিসে ফেলে এসেছি ।” এটি কী ধরনের বাক্য ?

ক) আবেগ সূচক

খ) সন্দেহ  সূচক

গ) শর্তসাপেক্ষ বাক্য 

ঘ) প্রাথনা সূচক বাক্য 

১.১৫। “ গড়তে জানে সে চিরসুন্দর ” নিম্নরেখ পদটি কোন সমাসের উদাহরণ ?

ক) করন তৎপুরুষ

খ) কর্ম  তৎপুরুষ

গ) ব্যাপ্তি তৎপুরুষ

ঘ) সম্বন্ধ তৎপুরুষ

১.১৬। “ সন্ন্যাসী হেসে চলে গেলেন ” এটি কোন শ্রেণীর বাক্যে ?

ক) সরল বাক্য

খ) যৌগিক  বাক্য

গ) মিশ্র বাক্য

ঘ) জটিল বাক্য

১.১৭। “ কুকুর গুলিকে তাড়িয়ে দাও ” এই বাক্যে নির্দেশক কোনটি ?

ক) কুকুর 

খ) গুলিকে 

গ) তাড়িয়ে 

ঘ) কোনোটিই নয় 


২। কমবেশি ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও :

২.১। যেকোনো ৪টি প্রশ্নের উত্তর দাও :

২.১.১। “ পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে ” অলৌকিক ঘটনাটা কি ?

২.১.২। “ আক্ষেপ করে হরিদা ।” আক্ষেপের কারণ কি ?

২.১.৩। “ মনে হল দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশিয়ে যাই ।” কোন কথা মনে করে অপূর্বের এই মনোবেদনা ?

২.১.৪। “ এতে দুজনের ভয় কেটে গেল ” দুজনের কোন ভয় কেটে গেল ?

২.১.৫। “ চিঠি পকেটেই ছিল ” কোন চিঠির কথা বলা হয়েছে ?



২.২। যে কোনো ৪টি প্রশ্নের উত্তর দাও :

২.২.১। “ অসুখী একজন ” কবিতার অনুবাদকের নাম লেখো ?

২.২.২। “ আমরা ভিখারী বারোমাস ” বারোমাস ভিখারী কেন ?

২.২.৩। “ হা ধিক মোরে ” বক্তা কেন নিজেকে ধিক্কার দিয়েছিলেন ?

২.২.৪। “ শ্রীযুত মাগণগুনী ” ‘মাগণগুনী’ কে ?

২.২.৫। “ কাল বোশেখির ঝড় ” কে ‘ নতুনের কেতন ’ বলার কারণ কি ?


২.৩। যে কোনো ৩টি প্রশ্নের উত্তর দাও :

২.৩.১। “ সমানি সম সিষানী ঘনানী বিরলানি চ ” বাংলা অর্থ উল্লেখ করো ।

২.৩.২। এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে ” উক্তিটি কে , কাকে করেছিলেন ? নেশাটি কি ছিল ?

২.৩.৩। পরিভাষা উদ্দেশ্য কি ?

২.৩.৪। “ বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধাদিতে একটি দোষ নজরে পড়ে ।” কি দোষ নজরে পড়ে ?



২.৪। যে কোনো ৮টি প্রশ্নের উত্তর দাও :

২.৪.১। যোগ্যতাহীন একটি বাক্যের উদাহরন দাও ?

২.৪.২। অনুসর্গের কাজ কি ?

২.৪.৩। সমধাতুজ কর্ম কাকে বলে ? একটি উদাহরন দাও ।

২.৪.৪। নিম্নরেখ পদটির কারক ও বিভক্তি নির্ণয় কর : ও দিদি , আপনার খোঁপায় কলম ?

২.৪.৫। নিম্নরেখ পদটির ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় কর : পরমাত্মা আপনার কল্যাণ করুন ।

২.৪.৬। “ তৎপুরুষ ” কথাটির সাধারণ অর্থ কি ?

২.৪.৭। কিন্তু আমি ছাড়া কারোও হাতে কলম নেই । ইতিবাচক বাক্যে পরিণত করো ।

২.৪.৮। যে লোক আজন্ম ইজার পড়েছে তার পক্ষে হটাৎ ধুতি পরা অভ্যাস করা একটু শক্ত । সরল বাক্যে পরিণত করো ।

২.৪.৯। “ ইসাব বলল ” ভাববাচ্য পরিণত করো ।

২.৪.১০। “ তির্যক বিভক্তি”র উদাহরণ দাও ?


৩। প্রসঙ্গ নির্দেশসহ কমবেশি ৬০টি শব্দে উত্তর দাও :

৩.১। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

৩.১.১। “ যেন নেশায় পড়েছে ” কার কথা বলা হয়েছে ? তাকে কীসের নেশায় পেয়েছে ?

৩.১.২। “ নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে ।” নদের চাঁদের পেশা কি ছিল ? নদীকে ভালোবাসার কারণ কি ছিল লেখো ?



৩.২। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

৩.২.১। “ শঙ্কা চাচ্ছিল হার মানাতে ” কে কীভাবে  শঙ্কাকে হার মানাতে চেয়েছিল ?

৩.২.২। “ মাথায় কত শকুন বা চিল ” বক্তা কে ? ‘ শকুন বা চিল ’ বলতে কি বুঝিয়েছেন ?



৪। কমবেশি ১৫০টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 

৪.১। “ নিজের এই পাগলামিতে যেন আনন্দ উপভোগ করে ” কার পাগলামোর কথা বলা হয়েছে ? উদ্দিষ্ট ব্যাক্তির পাগলামোর পরিচয় দাও ।

৪.২। “ যাঁকে খুঁজছেন তাঁর কালচারের কথাটা একবার ভেবে দেখুন ” কার সম্পর্কে বলা হয়েছে ? বক্তার এই উক্তির মধ্য দিয়ে বক্তার কি মনোভাব প্রকাশ হয়েছে ? এমন মন্তব্যর কারণ লেখো ?


৫। কমবেশি ১৫০টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

৫.১। অস্ত্র ও গান দুই বিপরীতধর্মী দিক এই কবিতায় যেভাবে ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো ।

৫.২। “ পঞ্চকন্যা পাইল চেতন ” কাদের ভূমিকায় , পঞ্চকন্যা কীভাবে চেতনা ফিরে পেল কবিতা অবলম্বনে লেখো ।



৬। কমবেশি ১৫০টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

৬.১। “ কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর ।” বিষয়টি ব্যাখ্যা করো । এমন বলার করন কি বলে তোমার মনে হয় ?

৬.২। “ আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন ” শব্দের ‘ ত্রিবিধ ’ কথাগুলি কি ? সেগুলি সম্বন্ধে প্রাবন্ধিকের বক্তব্য সংক্ষেপে লেখো ।


৭। কমবেশি ১২৫টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

৭.১। “ আছে শুধু প্রতিহিংসা ” কে কার উদ্দেশ্য একথা বলেছেন ? প্রতিহিংসার কারণ কি ? 

৭.২। “ জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলাগামী ” এই উক্তির আলোকে সিরাজের দেশ প্রেমের পরিচয় দাও ।


৮। কমবেশি ১৫০টি শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :

৮.১। “কোনির সাঁতার শুধু জলে নয় , দারিদ্র ও বঞ্চনার বিরুদ্ধে ও ” - ‘কোনি’ রচনা অবলম্বনে মন্তব্যটি বিচার করো ।

৮.২। “ এটা বুকের মধ্যে পুষে রাখুক ” এটা বলতে কোন বিষয়ের কথা বলা হয়েছে ? বিষয়টি পুষে রাখার পরিণতি কী হয়েছিল ?

৮.৩। “ কোনি তুমি আনস্পোর্টিং ” - কার এই উক্তি ? বক্তা কখন একথা বলেছিল ? কোনিকে ‘আনস্পোর্টিং’ বলার কারণ কি ? 


৯। চলিত গদ্যে বঙ্গানুবাদ করো :

It is very difficult to get rid of bad habits . So, we should be very careful that we do not get into bad habits in our boyhood . Idleness is one such bad habit . Every boy and girl should be deligent . They should shun idleness poison . It should be their duty to obey the superiors and carry out their orders .



১০। কমবেশি ১৫০টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

১০.১। পথ নিরাপত্তা প্রসঙ্গে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো ।

১০.২। তোমার বিদ্যালয়ে অনুষ্ঠিত “ শিক্ষক দিবস ” সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো ।



১১। কমবেশি ৪০০টি শব্দে যে কোনো একটি বিষয়ে রচনা লেখো ।

১১.১। বিজ্ঞান ও কুসংস্কার ।

১১.২। তোমার জীবনের একটি স্মরণীয় অভিজ্ঞতা ।

১১.৩। ছাত্রজীবনে খেলাধূলার প্রয়োজনীয়তা ।

১১.৪। পড়াশোনার অবকাশে সাহিত্যপাঠ ।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন