মাধ্যমিক বাংলা প্রশ্ন ব্যাংক পার্ট ৫

মাধ্যমিক বাংলা প্রশ্ন ব্যাংক পার্ট ৫ বাংলা টেষ্ট পেপার্স Madhyamik Bengali Question Bank Part5 Madhyamik test papers

১। সঠিক উত্তর টি নির্বাচন করো :

১.১। “ না না , হরিদা নয় । হতেই পারে না ।” উক্তিটি করছেন ?

ক) ভবতোষ 

খ) সুবোধ 

গ) জগদীশ 

ঘ) অনাদি 

১.২। “ ঠাট্টা তামাশার মধ্যেই তপন গল্প লিখেছে ?

ক) দু একটি 

খ) দুট তিনটি 

গ) তিন চারটি 

ঘ) চারটি পাঁচটি 

১.৩। “ নদীর স্রোত ধারক স্তম্ভে বাধা পেয়ে রচনা করছে ?

ক) কল্লোল 

খ) মহাপ্লাবন 

গ) ফেনিল আবর্ত 

ঘ) জলোচ্ছাস 

১.৪। “ জীবনহারা অসুন্দরে করতে ছেদন ।” আসছে ?

ক) প্রলয় নেশার নৃত্যপাগল 

খ) চিরসুন্দর 

গ) নবীন 

ঘ) ধূমকেতু 

১.৫। “ গান তো জানি একটা দুটো ” সেই গানকে যাঁর সঙ্গে তুলনা করা হয়েছে ?

ক) ইটকাঠের 

খ) খড়কুঠোর

গ) পাথরের 

ঘ) সোনার 

১.৬। “ চিত্রের পোতলি সমা নিপতিত মনোরমা ” এখানে “ চিত্রের পোতলি ” সমা হলেন ?

ক) পদ্মা 

খ) পদ্মাবতী 

গ) নাগমতী 

ঘ) বিজয়া 

১.৭। শব্দের কেবল আভিধানিক অর্থ প্রকাশ করে ?

ক) অভিধা 

খ) লক্ষণা 

গ) ব্যঞ্জনা 

ঘ) কোনোটিই নয় 

১.৮। “ পিতলের চাইতে অ্যালুমিনিয়াম হালকা ” এটি জানা যে ধরনের জ্ঞান বলে প্রাবন্ধিক উল্লেখ করেছেন ?

ক) বিশেষ জ্ঞান

খ) অসামান্য  জ্ঞান

গ) সামান্য জ্ঞান

ঘ) সুগভীর জ্ঞান

১.৯। “ ওদের তহবিলে নাকি নিব রয়েছে ।” কত নিব ?

ক) সাতশো 

খ) সাড়ে সাতশো 

গ) সাড়ে আটশো 

ঘ) দুহাজার 

১.১০। দ্বারা , দিয়া , কতৃক এগুলি হল ?

ক) বিভক্তি 

খ) অনুসর্গ 

গ) প্রত্যয় 

ঘ) উপসর্গ 


১.১১। উদ্দেশ্য কে সম্প্রসারণের জন্য ব্যবহৃত হয় ?

ক) উদ্দেশ্য

খ) অসমাপিকা ক্রিয়া 

গ) পরিচায়ক বিশ্লেষণ 

ঘ) অন্য বিধেয় 

১.১২। ভাবতেই ওর কষ্ট হল > ও ভেবেই কষ্ট পেল । এই বাচ্য পরিবর্তনটি হল ?

ক) কতৃবাচ্য থেকে কর্ম উদাহরণ 

খ) কর্মবাচ্য থেকে কতৃবাচ্যর উদাহরন 

গ) ভাববাচ্য থেকে কর্মবাচ্যর উদাহরণ 

ঘ) ভাববাচ্য থেকে কতৃবাচ্যর উদাহরণ 

১.১৩। যেটি নিত্য সমাসের দৃষ্টান্ত ?

 ক) ক্ষুদ্র জাতি = উপজাতি 

খ) ভাতের অভাব = হাভাত 

গ) মর্মে আহত = মর্মাহত 

ঘ) কেবল একটি = মাত্র 

১.১৪। জটিল বাক্য গঠনে ব্যাবহৃত সর্বনাম হল ?

ক) নির্দেশক 

খ) অনির্দেশক

গ) পারস্পরিক সর্বনাম 

ঘ) সাপেক্ষ সর্বনাম 

১.১৫। সৌমেন মন দিয়ে পড়াশোনা করে । এটি যে জাতীয় বাক্য ?

ক) বিস্ময়সূচক 

খ) শর্তসাপেক্ষ

গ) অনুজ্ঞাবাচক 

ঘ) নির্দেশক 

১.১৬। আমি ভাইকে সাইকেল দিলাম । এই বাক্যের নিম্নরেখ পদ দুটি হল ?

ক) যথাক্রমে মুখ্য কর্মকারক এবং গৌণকর্মকারকের উদাহরণ ।

খ) যথাক্রমে গৌণকর্মকারক এবং মুখ্য কর্মকারকের উদাহরণ ।

গ) দুটিই মুখ্য কর্মকারকের উদাহরণ ।

ঘ) দুটিই গৌণকর্মকারকের উদাহরণ ।


১.১৭। কর্মবাচ্যর কর্তাকে বলে ?

ক) উক্ত কর্তা 

খ) ব্যাতিহার কর্তা 

গ) অনুক্ত কর্তা 

ঘ) উদ্দেশ্য কর্তা 



২। কমবেশি ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও :

২.১। যেকোনো ৪টি প্রশ্নের উত্তর দাও :

২.১.১। “ কিন্তু এই হাসিতে তলওয়ারকর যোগ দিল না ।” কেন যোগ দিল না ?

২.১.২। “ নদের চাঁদ স্তম্ভিত হইয়া গেল ।” নদের চাঁদ স্তম্ভিত হয়ে গেল কেন ?

২.১.৩। “ ভয়ে অমৃতের বুক ঢিপ ঢিপ করছিল ? ।” অমৃতের বুক ঢিপ ঢিপ করছিল কেন ?

২.১.৪। “ তা ঘটেছে , সত্যিই ঘটেছে ” কোন ঘটনার কথা বলা হয়েছে ? 

২.১.৫। “ এটা কি কান্ড করলেন , হরিদা ?” কান্ডটা লেখো ?


২.২। যে কোনো ৪টি প্রশ্নের উত্তর দাও :

২.২.১। “ এল মানুষ ধরার দল ।” তাদের স্বভাব ধর্ম কেমন ছিল ?

২.২.২। “ যাও তুমি ত্বরা করি ।” কেন এই আদেশ ?

২.২.৩। “ গানের বর্ম আজ পড়েছি গায়ে ।” গানের বর্ম পরিধান করে কবি কোন কাজ করতে পারেন ?

২.২.৪। “ আমাদের পথ নেই কোনো ।” একথা মনে হয়েছে কেন ? 

২.২.৫। “ অনুমান করে নিজ চিতে ।” কে , কি অনুমান করেছিল ? 


২.৩। যে কোনো ৩টি প্রশ্নের উত্তর দাও :

২.৩.১। কোন দেশে বৈজ্ঞানিক সন্দভ লেখা সহজ এবং কেন ?

২.৩.২। “ এই ধারণা পুরোপুরি ঠিক নয় ।” কোন ধারনা ?

২.৩.৩। “ হারিয়ে যাওয়া কালি কলম ” এ বর্ণিত সবচেয়ে দামী কলমটির কত দাম ? 

২.৩.৪। “ মুঘল দরবারে একদিন তাঁদের কত না খাতির ” কাদের কথা বলা হয়েছে ?



২.৪। যে কোনো ৮টি প্রশ্নের উত্তর দাও :

২.৪.১। “ ফেলাইলা কনক বলয় দূরে ।” সমাসবদ্ধ পদ খুঁজে ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করো ।

২.৪.২। “ উত্তরীয়ের কোনও বালাই নেই ।” জটিল বাক্যে রূপান্তর করো ।

২.৪.৩। কর্মকতৃবাচ্য বলতে কি বোঝো ?

২.৪.৪। “ বসে আঁকো প্রতিযোগিতা ” , ‘ সব  পেয়েছির দেশ ’ এই বাক্যাংশটি সমাসবদ্ধ পদরুপে প্রযুক্ত হলে কোন সমাস হবে ?

২.৪.৫। “ ঘৃণায় তাকে উপেক্ষা করেছি ” রেখাঙ্কিত পদটি কোন কারকে কোন বিভক্তি ?

২.৪.৬। আবেগসূচক পদ বলতে কি বোঝো ?

২.৪.৭। অকারক পদ বলতে কি বোঝো ?

২.৪.৮। “ যোগ্যতহীন ” বাক্যের একটি উদাহরণ দাও ?

২.৪.৯। তির্যক বিভক্তি কাকে বলে ?

২.৪.১০। অলোপ সমাস কাকে বলে ?


৩। প্রসঙ্গ নির্দেশসহ কমবেশি ৬০টি শব্দে উত্তর দাও :

৩.১। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

৩.১.১। “ নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে ।” কে ? পাগলামির পরিচয় দাও ।

৩.১.২। “ আজ থেকে আপনার ছেলে আমার ।” বক্তা একথা কাকে এবং কেন বলেছিল ?


৩.২। যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও :

৩.২.১। “ জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া ” কাকে মহাবাহু বলা হয়েছে ? তাঁর বিস্ময়ের কারণ কি ? 

৩.২.২। “ অতি মনোহর দেশ ” কোন স্থানকে কেন ‘ মনোহর দেশ ’ বলা হয়েছে ?


৪। কমবেশি ১৫০টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

৪.১। তপনের মনে লেখক হওয়ার বাসনা কীভাবে জাগল ? তাঁর পরিণতি কী হয়েছিল ?

৪.২। “ আমি আজ থেকে মাথায় তুলে নিলাম ।” কে , কি , মাথায় তুলে নিলেন ? বিদেশে হিন্দুস্থানের লোক হবার তাঁর দুটি বিরূপ অভিজ্ঞতা নিজের ভাষায় লেখো ।


৫। কমবেশি ১৫০টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

৫.১। “ এসো যুগান্তরের কবি ......” কোন পরিস্থিতিতে এবং কেন যুগান্তরের কবি কে আহ্বান জানানো হয়েছে তা পাঠ্য কবিতা অবলম্বনে আলোচনা করো ।

৫.২। “ সব চূর্ন হয়ে গেল , জ্বলে গেল আগুনে ।” কোন কবিতার অংশ ? কবিতা অনুসরণে মন্তব্যটির অর্থ বুঝিয়ে দাও ।


৬। কমবেশি ১৫০টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

৬.১। ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত ? প্রাবন্ধিক শ্রীপান্থর প্রথম ফাউন্টেন পেন কেনার অভিজ্ঞতা বর্ণনা করো ।

৬.২। “ আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন । ”  ‘আলংকারিক’ বলতে কি বোঝায় ? আলংকারিকদের আলোচনা লেখো ।


৭। কমবেশি ১২৫টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

৭.১। “ জানি না , আজ কার রক্ত সে চায় । পলাশী , রাক্ষসী পলাশী ।” এই মন্তব্যের মধ্য দিয়ে বক্তার যে মানসিক ভাবনার পরিস্ফুটন ঘটেছে , তা আলোচনা করো ।

৭.২। “ এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো ।” কাকে দরবার ত্যাগ করতে বলা হয়েছে ? তাকে কেন দরবার ত্যাগ করতে বাধ্য করা হয়েছে ? 


৮। কমবেশি ১৫০টি শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :

৮.১। ক্ষীদ্দা কীভাবে কোনির জীবনে প্রেরণা হিসেবে কাজ করেছিল সে সম্পর্কে আলোচনা করো ।

৮.২। “ ক্ষীতিশ কথাটা বলেই মনে মনে ব্যথিত হল ” ক্ষীতিশ কি কথা বলেছিল ? কথাটায় ক্ষীতিশ মনে মনে ব্যথিত হয়েছিল কেন তা আলোচনা করো ।

৮.৩। “ ফাইট কোনি , ফাইট ” উক্তিটি কার জীবনে , কীভাবে মূলমন্ত্র হয়ে উঠেছিল তা ‘কোনি’ উপন্যাস অবলম্বনে সংক্ষেপে নিজের ভাষায় ব্যাখ্যা করো ।



৯। চলিত গদ্যে বঙ্গানুবাদ করো :

During the last twenty years , Ruskin Bond has probably spent more time writing for children than for adults . His most memorable stories Angry River , Blue Umbrella, Dust on the Mountain etc . Ruskin Bond began writing when he was sitll in his teens .


১০। কমবেশি ১৫০টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

১০.১। পথ নিরাপত্তা প্রসঙ্গে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক রচনা করো ।

১০.২। “ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ” তোমার বিদ্যালয়ে উদযাপিত হয়েছে , সে বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো । 



১১। কমবেশি ৪০০টি শব্দে যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা লেখো :

১১.১। মানবজীবনে উৎসবের ভূমিকা ।

১১.২। আধুনিক জীবন ও বিজ্ঞান ।

১১.৩। বইমেলায় একটি সন্ধ্যা ।

১১.৪। পড়াশোনার অবকাশে খেলাধুলার ভূমিকা ।



একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন