মাধ্যমিক বাংলা প্রশ্ন ব্যাংক পার্ট ৪

মাধ্যমিক বাংলা প্রশ্ন ব্যাংক পার্ট ৪ বাংলা টেষ্ট পেপার্স Madhyamik Bengali Question Bank Part4 Madhyamik test papers

 

১। সঠিক উত্তর টি নির্বাচন করো :

১.১। বাবুটির স্বাস্থ্য গেলে ও শখ কত আনা বজায় আছে ? 

ক) পনেরো আনা 

খ) তেরো আনা

গ) দশ আনা

ঘ) ষোলো আনা

১.২। “ এসো , আমরা কুস্তি লরি ।” কথাটি কার গলা জড়িয়ে ধরে বলা হয়েছিল ? 

ক) ইসাবের 

খ) অমৃতের 

গ) কালিয়ার 

ঘ) পাঠানের 

১.৩। হরিদা কি সেজে সবচেয়ে বেশি পয়সা পেয়েছিলেন ? 

ক) রূপসী বাইজী 

খ) হনুমান 

গ) পুলিশ 

ঘ) বিরাগী 

১.৪। “ বৎস , আগে পুজ ইষ্টদেবে ।” এখানে ইষ্টদেব কে ? 

ক) দেবাদিদেব মহাদেব 

খ) অগ্নিদেব 

গ) বিষ্ণুদেব

ঘ) বরুণদেব 

১.৫। “ তাহতো বিচিত্র টঙ্গি ” হল ?

ক) দড়ি 

খ) ছবি 

গ) প্রাসাদ 

ঘ) ফুল 

১.৬। “ বিদ্রুপ করছিলে ভীষণ কে ” কীভাবে বিদ্রুপ করা হচ্ছিল ?

ক) রক্ত অশ্রুতে মিশে 

খ) বিরুপের ছদ্মবেশে 

গ) উপেক্ষার আবিল দৃষ্টিতে 

ঘ) তান্ডবের দুন্দুভি নিনাদে 

১.৭। “ হিমালয় যেন পৃথিবীর মানদন্ড ” উক্তিটি কার ?

ক) জয়দেবের 

খ) রূপ গোস্বামীর 

গ) কালিদাসের 

ঘ) শ্রীজীব গোস্বামীর

১.৮। লেখক ফিনিসীয় হলে কি দিয়ে কলম বানাতেন ?

ক) গাছের ডাল দিয়ে 

খ) বাঁশের কঞ্চি দিয়ে 

গ) হাড় দিয়ে 

ঘ) ফাঁপা ধাতব পদার্থ দিয়ে 

১.৯। শৈলজানন্দ কার কাছ থেকে ফাউন্টেন পেন সংগ্রহের , নেশা পেয়েছিলেন ? 

ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাছ থেকে 

খ) রবীন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে 

গ) প্রভাত কুমার মুখোপাধ্যায়ের কাছ থেকে 

ঘ) তারকনাথ গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে 

১.১০। শ্যামল অঙ্কিত কে দিয়ে ফুল তোলাছে । নিম্নেরেখ কর্তাটি ?

ক) সহযোগী কর্তা 

খ) সমধাতুজ কর্তা

গ) প্রযোজ্য কর্তা

ঘ) নিরপেক্ষ কর্তা

১.১১। যে সমাসের সমস্ত পূর্ব পদের বিভক্তি লোপ পায় না , তাকে ________সমাস বলে ।

ক) মধ্যপদলোপী সমাস 

খ) অলোপ সমাস

গ) নিত্য সমাস

ঘ) সহার্থক সমাস

১.১২। শহরের রাস্তায় আলো জ্বলে বলেই অন্ধকার বুঝতে পারি না । এটি কোন বাচ্যর উদাহরণ ?

ক) কতৃবাচ্য 

খ) কর্মবাচ্য

গ) ভাববাচ্য 

ঘ) কর্মকতৃবাচ্য

১.১৩। টি , টা হল _______।

ক) অব্যয়

খ) বিভক্তি 

গ) নির্দেশক 

ঘ) এগুলির কোনোটিই নয় 

১.১৪। তপনের চোখ মার্বেল হয়ে গেল । নিম্নেরেখাঙ্খিক পদটি ?

ক) কতৃকারক 

খ) সম্বন্ধ পদ 

গ) নিমিত্ত কারক 

ঘ) করন কারক 

১.১৫। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংকলন খুব বড়ো নয় । এটি কী ধরনের বাক্য ?

ক) নির্দেশক 

খ) অনুজ্ঞা সূচক 

গ) সন্দেহবাচক 

ঘ) বিস্ময়বোধক 

১.১৬। যদিও তিনি দরিদ্র তবুও তিনি সৎ । গঠনগত ভাবে এটি কোন শ্রেণীর বাক্য ?

ক) জটিল বাক্য

খ) যৌগিক বাক্য 

গ) সরল বাক্য 

ঘ) মিশ্র বাক্য 

১.১৭। “ ডাল ভাত ” এই দ্বন্দ্ব সমাস টি কোন প্রকার দ্বন্দ্ব ?

ক) একশেষ দ্বন্দ্ব 

খ) অলোপ দ্বন্দ্ব 

গ) সমার্থক দ্বন্দ্ব 

ঘ) সমাহার দ্বন্দ্ব 



২। কমবেশি ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও :

২.১। যেকোনো ৪টি প্রশ্নের উত্তর দাও :

২.১.১। কীভাবে জগদীশবাবু সন্ন্যাসীর পায়ের ধূলো পেয়েছিলেন ?

২.১.২। গিরিশ মহাপাত্রের পকেট থেকে কি কি পাওয়া গিয়েছিল ?

২.১.৩। অমৃত জামা পাওয়ার জন্য শেষ পর্যন্ত কি করতে রাজি ছিল ?

২.১.৪। তপনের লেখা গল্পটির নাম কি ? 

২.১.৫। স্টেশনের কাছে নদীটি নদের চাঁদের কত বছরের চেনা ?


২.২.। যে কোনো ৪টি প্রশ্নের উত্তর দাও :

২.২.১। কবির সংগীতে কি বেজে উঠেছিল ?

২.২.২। “ তারা আর স্বপ্ন দেখতে পারল না ” তারা কারা ?

২.২.৩। “ আমাদের ইতিহাস নেই ” এর প্রকৃত অর্থ কি ?

২.২.৪। “ নাদিলা কবুরদল ” ‘কবুরদল’ কি ? কেন তারা নাদ করল ?

২.২.৫। ভয়ংকর কীভাবে আসছে ?


২.৩। যে কোনো ৩টি প্রশ্নের উত্তর দাও :

২.৩.১। “ কিন্তু সে সব ফাঁকি মাত্র ” লেখক কোনটাকে ইঙ্গিত করেছেন ?

২.৩.২। “কলম তাদের কাছে আজ অস্পৃশ্য” কলম কাদের কাছে কেন অস্পৃশ্য ?

২.৩.৩। “ তার ফলে তাদের চেষ্টা অধিকতর সফল হয়েছে ” কাদের চেষ্টা কেন সফল হয়েছে ?

২.৩.৪। “ এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত ” কোন কথাটি সকল লেখকের মনে রাখা উচিত ?


২.৪। যে কোনো ৮টি প্রশ্নের উত্তর দাও :

২.৪.১। অ-কারক পদ ক-প্রকার ও কি কি ?

২.৪.২। নিরপেক্ষ কর্তা কাকে বলে ? উদাহরণ দাও ।

২.৪.৩। মহাশয় আসিয়া ভালো করেন নাই । ( ভাববাচ্য রূপান্তর করো )

২.৪.৪। রক্ষকই ভক্ষক । ( জটিল বাক্য পরিণত করো ) 

২.৪.৫। “ কলমে কায়স্থ চিনি , গোঁফেতে রাজপুত ।” গোঁফেতে কারক বিভক্তি নির্ণয় করো ।

২.৪.৬। “ জনক নিমিত বলয় ” ব্যাসবাক্য টি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো ।

২.৪.৭। বাক্য নির্মাণের শর্ত গুলি কি কি ?

২.৪.৮। “ আমাদের পথ নেই কোনো ।” ( অস্ত্যথক বাক্য পরিণত করো ) 

২.৪.৯। মা যখন দেখলেন জামাটা ছিঁড়েছে , উনি ভুরু কুঁচকোলেন কিন্তু মাফ করে দিলেন । গঠনগতভাবে বাক্যটি কোন শ্রেণীর ?

২.৪.১০। অস্ত্র ফেলো , অস্ত্র রাখো পায়ে । সরল বাক্য পরিণত করো ।



৩। প্রসঙ্গ নির্দেশসহ কমবেশি ৬০টি শব্দে উত্তর দাও:

৩.১। যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও :

৩.১.১। “ শুধু এই দুঃখের মুহূর্তে গভীর সংকল্প করে তপন ।” 
দুঃখের মুহূর্তটি কি ? তপন কি সংকল্প করেছিল ? 

৩.১.২। “ অমৃত ও ইসাবের মধ্যে কি মিল ও অমিল ছিল ? 


৩.২। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

৩.২.১। “ হাত নাড়িয়ে বুলেট তারাই ” উধৃতাংশ টি কোন কবিতার অন্তর্গত ? উধৃতাংশটিতে কবি কি বলতে চেয়েছেন ? 

৩.২.২। “ পঞ্চকন্যা পাইলা চেতন ।” পঞ্চকন্যা কে ? তারা কীভাবে চেতনা ফিরে পেয়েছিল ? 



৪। কমবেশি ১৫০টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

৪.১। “ নদীর জন্য নদের চাঁদের এত মায়া একটু বেশি অস্বাভাবিক ” নদীর প্রতি নদের চাঁদের ভালোবাসার পরিচয় দাও । এর পরিণত কি হয়েছিল ? 

৪.২। “ আজ তোমাদের একটা জবর খেলা দেখাব ।” বক্তা কে ? তিনি যে খেলা দেখিয়ে ছিলেন তাঁর বিবরণ দাও ।


৫। কমবেশি ১৫০টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 

৫.১। “ ভাঙাগড়া খেলা যে তাঁর কীসের তবে ডরে ।” ‘ ভাঙ্গাগড়া ’ খেলা বলতে কি বোঝানো হয়েছে ? ভাঙ্গাগড়া খেলার মধ্যে তার ভয় নেই কেন ?

৫.২। “ গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে ” গর্বে কারা অন্ধ ? উদ্বৃত অংশটির মধ্যে দিয়ে কবির অভিপ্রেত বক্তব্যটি বুঝিয়ে লেখো ।


৬। কমবেশি ১৫০টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 

৬.১। “ এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না ।” কোন দোষের কথা বলা হয়েছে ? বৈজ্ঞানিক সাহিত্য কীভাবে সুপ্রতিষ্ঠিত হবে ?

৬.২। “ বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করলেন তার নয় , এর একটা বিহিত তাঁকে করতেই হবে ওয়াটারম্যান কে ? তিনি বিমর্ষ হয়েছিলেন কেন ? তিনি কীভাবে কীসের বিহিত করলেন ?


৭। কমবেশি ১২৫টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

৭.১। “ জানি না আজ কার রক্ত চায় , পলাশী রাক্ষসী ।” কে কোন প্রসঙ্গে উক্তিটি করেছেন ? উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো ।

৭.২। “ সিরাজদ্দৌলা ” নাট্যাংশ অবলম্বনে ঘসেটি বেগমের চরিত্র বর্ণন করো ।


৮। কমবেশি ১৫০টি যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :

৮.১। “ এটা বুকের মধ্যে পুষে রাখ ” এটা বলতে কোন টা ? কেন তা বুকে পুষে রাখার কথা বলা হয়েছে ?

৮.২। “ কোনি ” উপন্যাস অবলম্বনে কোনি চরিত্রটি বিশ্লেষণ করো ।

৮.৩। “ ভিড়ে আজ ফেটে পড়ছে কমলদীঘি ।” কমলদীঘি ভিড়ে ফেটে পড়ার কারণ কি ? সেদিন কমলদীঘির পরিস্থিতির কিরূপ ছিল তার বর্ণনা দাও ।


৯।  চলিত গদ্যে বঙ্গানুবাদ করো :

Illiteracy is a curse in modern world . No nation can progress when majority of citizens are illiterate or do not know how to read and write . One of the major obstacles to the development of rural India is the rate of illiteracy .


১০। কমবেশি ১৫০টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :


১০.১। পূজার চাঁদা আদায়ে জুলুম বাজি নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ রচনা করো ।

১০.২। একটি ভয়াবহ অগ্নিকান্ড নিয়ে একটি প্রতিবেদন রচনা করো ।


১১। কমবেশি ৪০০টি শব্দে যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ লেখো ।

১১.১। অষ্টাদশ এশিয়ান গেমস ও ভারত ।

১১.২। আমাদের ব্যবহারে ও ভাবনায় বিজ্ঞান ।

১১.৩। একটি সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয় ।

১১.৪। কলমের আত্মকথা   ।




একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন