মাধ্যমিক বাংলা প্রশ্ন ব্যাংক পার্ট ২

মাধ্যমিক বাংলা প্রশ্ন ব্যাংক পার্ট ২ বাংলা টেষ্ট পেপার্স Madhyamik Bengali Question Bank Part2 Madhyamik test papers

 ১। সঠিক উত্তর টি নির্বাচন করুন :

১.১। তপনের নতুন মেসোমশাই ছিলেন একজন ?

(ক) অভিনেতা 

(খ) খেলোয়াড়
 
(গ) চিত্র পরিচালক 

(ঘ) লেখক 


১.২। অমৃতের বয়স ?

ক) এগারো বছর 

খ) দশ বছর

গ) বারো বছর

ঘ) পনেরো বছর 

১.৩। “ আমি বাবু ধর্মভীরু মানুষ ” ধর্মভীরু মানুষটি হলেন ?

ক) তেওয়ারী 

খ) অপূর্ব 

গ) গিরিশ মহাপাত্র 

ঘ) জগদীশবাবু 

১.৪। ইন্দ্রজিতের কাছে ছদ্মবেশে এসেছিলেন ?

ক) দানবসুতা

খ) অম্বারাশি সুতা 

গ) জনকসুতা

ঘ) পাঞ্চালসুতা

১.৫। “ অসুখী একজন ” কবিতাটির অনুবাদক হলেন ?

ক) জীবনানন্দ দাশ 

খ) শক্তি চট্টোপধ্যায়

গ) নবারুণ ভট্টাচার্য

ঘ) উৎপলকুমার বসু 

১.৬। প্রলয় উল্কা ছোটায় ?

ক) লাল খিলানে

খ) সবুজ খিলানে

গ) নীল খিলানে

ঘ) জগৎ মাঝে 

১.৭। “ কুইক ” হল ?

ক) খাগের কলম 

খ) পালকের কলম 

গ) খাগড়ার কলম 

ঘ) কঞ্চির কলম

১.৮। “ হিমালয় যেন পৃথিবীর মানদন্ড ” উক্তিটি করেছেন ?

ক) অশ্বঘোষ 

খ) ভবভূতি 

গ) কালীদাস 

ঘ) বানভট্ট

১.৯। ছোট বেলায় রাজশেখর বসু কে যাঁর বাংলা জামিতি পড়তে হয়েছিল , তাঁর নাম ?

ক) বজ্রমোহন মল্লিক 

খ) হরিমোহন রায়

গ) কেশবচন্দ্র নাগ 

ঘ) ব্রথম্মমোহন মল্লিক 

১.১০। যে সমাসে বিভক্তি লোপ পায় না , তাকে বলে ?

ক) দ্বন্দ্ব সমাস 

খ) কর্মধারয় সমাস 

গ) আলোপ সমাস 

ঘ) বহুব্রিহি সমাস 

১.১১। বিস্ময় - আনন্দ - দুঃখ - বিষাদ ইত্যাদি কোন শ্রেণীর বাক্যের অন্তর্গত ?

ক) শর্তসাপেক্ষ বাক্য 

খ) আবেগসূচক বাক্য 

গ) অনুজ্ঞাসূচক বাক্য 

ঘ) নির্দেশক বাক্য 

১.১২। কর্তৃবাচ্যর কর্মবাচ্য হয়ে যায় ?

ক) উক্ত কর্তা 

খ) অনুক্ত কর্তা

গ) উহ্য কর্তা 

ঘ) অক্ষুন্ন কর্তা 

১.১৩। উপমান ও উপমেয়ের অভেদ কল্পনার যে সমাসের বৈশিষ্ট্য তাঁর নাম ?

ক) উপমান কর্মধারয়

খ) উপমিত কর্মধারয়

গ) রূপক কর্মধারয়

ঘ) সাধারণ কর্মধারয় সমাস 

১.১৪। আমি ডাক্তারবাবুকে টাকা মিটিয়ে দিলাম - এই বাক্যের নিম্নরেখ পদ দুটি যথাক্রমে ?

ক) মুখ্য কর্ম ও গৌণ কর্ম

খ) মুখ্য কর্ম ও মুখ্য কর্ম

গ) গৌণ কর্ম ও গৌণ কর্ম

ঘ) গৌণ কর্ম ও মুখ্য কর্ম 

১.১৫। অ কারক হল ?

ক) দুই প্রকার 

খ) তিন প্রকার

গ) চার প্রকার

ঘ) পাঁচ প্রকার

১.১৬। আমি পড়তে যাব - গঠনগত দিক থেকে বাক্যটি ?

ক) সরল বাক্য 

খ) জটিল বাক্য

গ) যৌগিক বাক্য

ঘ) মিশ্র বাক্য

১.১৭। ওকে যেতে দাও - এই বাক্যটির ভাববাচ্য হল ?

ক) ওকে যেতে দিতে বলছি 

খ) ওকে যেতে দেওয়া হোক 

গ) ওরা যাওয়া উচিৎ 

ঘ) ও যাবে 



২। কমবেশি ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও :


২.১। যে কোনো ৪টি প্রশ্নের উত্তর দাও :

২.১.১। “ অদৃষ্ট কখনও হরিদার এই ভুল ক্ষমা করবে না ।” হরিদার কোন ভুলের কথা বলা হয়েছে ? 

২.১.২। “ পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ও ঘটে ?” কোন ঘটনাকে “ অলৌকিক ” বলা হয়েছে ?

২.১.৩। “ বলতে গেলে ছেলে দুটোর সবই একরকম , তফাত শুধু এই যে ” তফাতটা কি ?

২.১.৪। “ বুড়ো মানুষের কথাটা শুনো ।” বুড়ো মানুষ টি কি বলেছিলেন ?

২.১.৫। “ নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে ।” নদীর বিদ্রোহের কারণ কি ছিল ?


২.২। যে কোনো ৪টি প্রশ্নের উত্তর দাও :

২.২.১। “ অভিষেক করিলা কুমারে ।” রাবণ কোন পরিস্থিতিতে কুমার কে অভিষিক্ত করলেন ?

২.২.২। “ আয় আরো বেঁধে বেঁধে থাকি ।” এ কথা বলার কারণ কি ?

২.২.৩। “ ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা ।” কোথা থেকে ছিনিয়ে নিয়ে গেল ?

২.২.৪। “ কালবোশেখির ঝড় ” কে “নূতনের কেতন” বলেছেন কেন ?

২.২.৫। “ অসুখী একজন ” কবিতায় কারা খুন হয়েছিল ?


২.৩। যে কোনো ৩টি প্রশ্নের উত্তর দাও :


২.৩.১। “ বাংলায় একটা কথা চালু ছিল ।” কথাটি কি ?

২.৩.২। কলিকাতা বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত পরিভাষা সমিতিতে কারা ছিলেন ?

২.৩.৩। “ বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে ততই ভালো ।” কীসের কথা বলা হয়েছে ?

২.৩.৪। “ক-অক্ষর গো মাংস ” প্রবাদটির অর্থ কি ?


২.৪। যে কোনো ৮টি প্রশ্নের উত্তর দাও :

২.৪.১। অনুসর্গ ও বিভক্তির দুটি পার্থক্য লেখো ।

২.৪.২। আকাশে ছাগল চড়ছে । এখানে বাক্য নির্মাণের কোন শর্ত লঙ্ঘিত হয়েছে ?

২.৪.৩। মহান ব্যক্তি চিরকাল শ্রদ্ধা পেয়ে থাকেন । বাক্যটির উদ্দেশ্য ও বিধেয় নির্দেশ করো ।

২.৪.৪। আমার দ্বারা রামায়ণ গঠিত হয়েছে । কোন বাচ্যর উদাহরণ ?

২.৪.৫। ছেলেটির পড়তে বসা হল । কতৃবাচ্য উদাহরণ করো ? 

২.৪.৬। কোন সমাসে সমস্যমান পদ গুলির অর্থ প্রাধান্যে না পেয়ে অন্য কোনো ব্যক্তি বা বস্তুর অর্থ প্রধান হয় ?

২.৪.৭। একলমে লেখা হয় না । নিম্নরেখ পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো ।

২.৪.৮। উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে ?

২.৪.৯। পা থেকে মাথা পর্যন্ত - ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো ।

২.৪.১০। সদা সত্য কথা বলিবে । বাক্যটি নেতিবাচক বাক্যে রূপান্তরিত করো ।

২.৪.১১। “ অন্তর মম বিকশিত কর ” বাক্যটি অর্থগত ভাবে কি ধরনের বাক্য ।


৩। প্রসঙ্গ নির্দেশসহ কমবেশি ৬০টি শব্দে উত্তর দাও :

৩.১। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

৩.১.১। “ এই নদীর মতো এত বড়ো ছিল না ।” কোন নদীর কথা বলা হয়েছে ? সেই নদী কেমন ছিল ?

৩.১.২। “ শুরু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন ।” কোন দুঃখের মুহূর্তের কথা বলা হয়েছে ? সেই মুহূর্তে তপন কি সংকল্প করে ?


৩.২।  যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

৩.২.১। “ দিব্যপুরী সমুদ্র মাঝার ” কোন পুরী কে ‘দিব্যপুরী’ বলা হয়েছে ? তাকে ‘ দিব্য ’ বলার কারণ কি ?

৩.২.২। “ নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে ।”  ‘ যাদের ’ বলতে কাদের কথা বলা হয়েছে ? তাদের নখ ‘ নেকড়ের চেয়ে তীক্ষ্ণ ’ বলার কারণ কি ?


৪। কম বেশি ১৫০ টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

৪.১। “ বহুরূপী ” গল্প অবলম্বনে হরিদা চরিত্রটির পরিচয় দাও ।

৪.২। “ নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে ।” কার পাগলামির কথা বলা হয়েছে ? গল্প অনুসরণে উদ্দিষ্ট ব্যাক্তির পাগলামির পরিচয় দাও ।


৫। কম বেশি ১৫০টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

৫.১। “ তোরা সব জয়ধ্বনি কর ।”  ‘তোরা ’ বলতে কাদের বোঝানো হয়েছে ? তারা কেন জয়ধ্বনি করবে ? 

৫.২। “ অস্ত্রের বিরুদ্ধে গান ” কবিতায় কবি অস্ত্র ফেলতে বলেছেন কেন ? অস্ত্র পায়ে রাখার তাৎপর্য কি ? 


৬। কম বেশি ১৫০টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

৬.১। “ আমাদের ছিল সহজ কালি তৈরী পদ্ধতি ।” লেখকরা কীভাবে সহজে কালি তৈরী করতেন নিজের ভাষায় বর্ণনা করো । 

৬.২।  “ বাংলার বৈজ্ঞানিক প্রবন্ধাদিতে আর একটি দোষ প্রায় নজর পড়ে ।” কোন দোষের কথা বলা হয়েছে ? এই দোষ থেকে মুক্তির উপায় কি ?


৭। কম বেশি ১২৫টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

৭.১। “ তোমাদের কাছে আমি লজ্জিত ।” কে কাদের কাছে লজ্জিত ? লজ্জা পাওয়ার কারণটি উল্লেখ করো । 

৭.২। “ বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না ।” কার কাছে কার এই অনুরোধ ? এই অনুরোধের কারণ কি ? 


৮। কম বেশি ১৫০টি শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :

৮.১। কোনিকে সাঁতারে চ্যাম্পিয়ন করানোর জন্য ক্ষিতিশ সিংহ কোনির যে কঠোর অনুশীলনে ব্যাবস্থা করেছিলেন তাঁর পরিচয় দাও ।

৮.২। “ তোর আসল লজ্জা জলে , আসল লজ্জা আসল গর্বও জলে ।” কোন প্রসঙ্গে কার এই মন্তব্য ? মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো ।

৮.৩। “ এটা বুকের মধ্যে পুষে রাখুক ।” কী পুষে রাখার কথা বলা হয়েছে ? সেটা পুষে রাখার প্রয়োজনীয়তা কি ? 


৯। চলিত গদ্য বঙ্গানুবাদ করো : 
 Work is another name of life . Idle persons have no palce on earth . Wastage of time means wastage of life . If you want to be happy . you have to do your duties regularly .

১০। কম বেশি ১৫০টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

১০.১। বিদ্যালয়ে মধ্যাহ্ন আহার ( Mid Day Meal ) এর গুনাগুন বিষয়ে দুই বন্ধুর কাল্পনিক সংলাপ রচনা করো ।

১০.২। তোমার অঞ্চলে জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে । এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো ।

১১। কম বেশি ৪০০টি শব্দে যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা লেখো :

১১.১। চরিত্র গঠনে খেলাধুলার গুরুত্ব ।

১১.২। মনীষীদের জীবনী পাঠের উপযোগিতা ।

১১.৩। শিক্ষাবিস্তারে গণমাধ্যম গুলির ভূমিকা ।

১১.৪। কন্যাশ্রী প্রকল্প ।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন