মাধ্যমিক বাংলা প্রশ্ন ব্যাংক পার্ট ১

মাধ্যমিক বাংলা প্রশ্ন ব্যাংক পার্ট ১ বাংলা টেষ্ট পেপার্স Madhyamik Bengali Question Bank Part1 Madhyamik test papers

 ১| সঠিক উত্তরটি নির্বাচন করো 

১.১। “ আমাকে বেঁধে রাখো ” বক্তা হল ?


ক) ইসাব 


খ) অমৃত 


গ) কালিয়া 


ঘ) পাঠান 


১.২। “ আপনাকেই হয়তো আর একদিন তার প্রায়শ্চিত্ত করতে হবে ” কাকে প্রায়শ্চিত্ত করতে হবে ? 


ক) নিমাই বাবুকে 


খ) অপূর্বকে 


গ) সব্যসাচী 


ঘ) রামদাসকে


১.৩। “ একদিন চকের বাসস্ট্যান্ডের কাছে ঠিক দুপুরবেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল ” যাকে কেন্দ্র করে সে হল ?


ক) উন্মাদ পাগল 


খ) রূপসী বাইজি 


গ) বিরাগী সন্ন্যাসী 


ঘ) ছদ্মবেশী পুলিশ 


১.৪। “ হৈমবতি সুত ” হলেন ?


ক) অর্জুন 


খ) লক্ষণ 


গ) কার্তিকেয় 


ঘ) মেঘনাদ 


১.৫। “ আলাওল কোন রাজসভার কবি ছিল ?


ক) কৃষ্ণনগরের 


খ) গৌড়ের


গ) আরাকানের 


ঘ) বর্ধমানের 


১.৬। কালো ঘণ্টাখানেকের নীচে কি অপরিচিত ছিল ?


ক) আদিম রুপ 


খ) মানব রুপ 


গ) হিংস্ররুপ 


ঘ) অমানবিক রুপ 


১.৭। ফাউন্টেন পেন সংগ্রহ করতেন ?


ক) রবীন্দ্রনাথ 


খ) শৈলজানন্দ 


গ) জীবনানন্দ 


ঘ) সত্যজিৎ রায় 


১.৮। ছোটোবেলায় রাজশেখর বসুকে যাঁরা বাংলা জ্যামিতি বই পড়ছে হয়েছে তিনি হলেন ?


ক) রামমোহন রায় 


খ) ব্রজমোহন মল্লিক 


গ) কেশবচন্দ্র নাগ


ঘ) ব্রক্কমোহন মল্লিক 


১.৯। “ international ”শব্দটি যে পরিভাষা আলোচ্য প্রবন্ধে দেওয়া আছে তাহল ?


ক) সার্বজাতিক 


খ) সর্বজনীন 


গ) আন্তর্জাতিক 


ঘ) আন্ত:দেশীয় 


১.১০। অনুসর্গ কি জাতীয় পদ ?


ক) অব্যয়জাতীয় 


খ) বিশেষ্যজাতীয়


গ) সর্বনাম 


ঘ) ক্রিয়াপদ 


১.১১। “ তপনের মাথায় ঢোকে না ” নিম্নরেখ পদটি হল ?


ক) সম্বন্ধ পদ 


খ) সম্বোধন পদ 


গ) কতৃককারক  


ঘ) কর্মকারক 


১.১২। উপমেয়বাচক পদের সঙ্গে উপমানবাচক পদের অভেদ কল্পনা করা হলে , তাকে বলে ?


ক) মধ্যপদলোপি কর্মধারয় 


খ) রূপক কর্মধারয়


গ) উপমান কর্মধারয়


ঘ) উপমিত কর্মধারয়


১.১৩। নদের চাঁদ নদীর বর্ষণ পুষ্ট মূর্তি কল্পনা করিবার চেষ্টা করিতে লাগিল ? নিম্নরেখ পদটি কোন পদটি কোন সমাসের উদাহরণ ?


ক) অব্যয়ীভাব 


খ) কর্মতৎপুরুষ


গ) করন তৎপুরুষ 


ঘ) কর্মধারয় 


১.১৪। কালিয়া তো ওকে ছাড়লোই না , বরং ছুঁড়ে মাটিতে ফেলে দিল । বাক্যটি কোন শ্রেণীর ?


ক) সরল বাক্য


খ) জটিল বাক্য


গ) যৌগিক বাক্য


ঘ) মিশ্র বাক্য


১.১৫। “ মন দিয়ে পড়াশোনা করো , অবশ্যই ভালো ফল পাবে ” এটি কি ধরনের বাক্য ?


ক) নির্দেশক বাক্য


খ) শর্তসাপেক্ষ বাক্য


গ) অনুজ্ঞাসূচক বাক্য 


ঘ) আবেগসূচক বাক্য 


১.১৬। ক্রিয়া প্রাধান্য পায় কোন বাচ্য ?


ক) কর্মবাচ্য 


খ) কতৃবাচ্য


গ) ভাববাচ্য 


ঘ) কর্ম কতৃবাচ্য 


১.১৭। “ শাঁখ বেজে উঠল চারদিকে ” এটি কোন বাচ্যর উদাহরণ ?


ক) কতৃবাচ্য


খ) ভাববাচ্য


গ) কর্ম কতৃবাচ্য 


ঘ) কর্মবাচ্য



২। কমবেশি ২০ টি শব্দে প্রশ্ন গুলির উত্তর দাও 


২.১। যে কোনো ৪ টি প্রশ্নের উত্তর দাও ।


২.১.১। “ ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে ” এখানে কোন কথার কথা বলা হয়েছে ?


২.১.২। “ আজ তাঁর মনে হইল কি প্রয়োজন ছিল ব্রিজের ” ? এরূপ মনে হওয়ার কারণ কী ?


২.১.৩। ভামো যাত্রাপথে ট্রেনে অপূর্ব বিরক্ত হয়েছিল কেন ?


২.১.৪। “ হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল ” বুদ্ধিটি কি ছিল ?


২.১.৫। “ চমকে উঠলেন জগদীশবাবু ” জগদীশবাবু চমকে ওঠার কারণ কি ?



২.২। যে কোনো ৪ টি প্রশ্নের উত্তর দাও ।


২..২.১। শান্তহলুদ দেবতারা কত বছর ধ্যানে ডুবে ছিল ?


২.২.২। “ ক্ষমা করো ” এই ক্ষমা প্রাথনার মাধ্যমে কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে ?


২.২.৩। “ আমাদের পথ নেই আর ” তাহলে আমাদের করণীয় কি ?


২.২.৪। “ হাত নাড়িয়ে বুলেট তাড়াই ” কথাটির অর্থ কি ?


২.২.৫। “ সিন্ধুতীরে রহিছে মাঞ্জস ” কে , এই মাঞ্জস দেখেছিল ?



২.৩। যে কোনো ৩ টি প্রশ্নের উত্তর দাও ।


২.৩.১। ফিনিসিয়রা কি দিয়ে কলম বানাতেন ?


২.৩.২। “ সমানি সম শির্ষানি ঘনানী বিরলানি চ ” বাংলায় এর তরজমা টি লেখো ?


২.৩.৩। “ গুটি কতক ইংরেজী পারিভাষিক শব্দ হয়তো তারা শিখেছে ।” শব্দ গুলি কী কী ?


২.৩.৪। “ বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে ততি ভালো ।” কি কম থাকার কথা বলা হয়েছে ?



২.৪। যে কোনো ৮ টি প্রশ্নের উত্তর দাও ।


২.৪.১। প্রযোজক কর্তা কাকে বলে ?


২.৪.২। ছিরিলা কুসুম দাম রোষে মহাবলী মেঘনাদ । নিম্নরেখ পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো ।


২.৪.৩। বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে ?


২.৪.৪। “ তুমি ও সে ” ব্যাসবাক্যটি সমাসবদ্ধ পদ করে সমাসের নাম লেখো ।


২.৪.৫। একটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ দাও ।


২.৪.৬। বিধেয় সম্প্রসারক বলতে কি বোঝায় ? 


২.৪.৭। পথে কুড়িয়ে পেলাম । কর্মবাচ্য পরিবর্তন করো ।


২.৪.৮। আসছে এবার অনাগত । জটিল বাক্য পরিণত করো ।


২.৪.৯। নিত্য সমাস কাকে বলে ? উদাহরণ সহযোগে সংজ্ঞা দাও ।


২.৪.১০। সম্বোধন পদ কারক নয় কেন ?


৩। প্রসঙ্গ নির্দেশসহ কমবেশি ৬০টি শব্দের উত্তর দাও ।



৩.১ যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও ।



৩.১.১। “ হিরিদার উনুনের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে ” হিরিদা কে ? উক্তিটির মধ্যে দিয়ে লেখক পরোক্ষে কী বোঝাতে চেয়েছেন ?


৩.১.২। “ নদীতে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদেরচাঁদ দিতে পারে ” নদের চাঁদের পেশা কি ছিল ? নদীকে ভালোবাসার কি কৈফিয়ত নদেরচাঁদ দিয়েছিল ?



৩.২। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও ।


৩.২.১। “ ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর ” ‘ সে ’ কে ? ভেঙে আবার গড়ার বিষয়টি বুঝিয়ে দাও ।


৩.২.২। “ হাসিবে মেঘবাহণ ” মেঘবাহন কে ? সে হাসবে কেন ? 



৪। কমবেশি ১৫০ টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও ।



৪.১। “ যাঁকে ” খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন । কে কাকে একথা বলেছেন ? লোকটির কালচারের পরিচয় দাও ।


৪.২। জগদীশবাবুর বাড়ি হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তা বর্ননা করো ।



৫। কমবেশি ১৫০ শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও ।



৫.১। “ এল ওরা লোহর হাতকরি নিয়ে ” ওরা কারা ? ওদের নগ্ন রূপের পরিচয় দাও ।


৫.২। “ তারপর যুদ্ধ এল ” - ‘ তারপর ’ বলতে কি বোঝানো হয়েছে ? যুদ্ধ কীভাবে ঘটল ? যুদ্ধ এলে কি কি ঘটল ?



৬। কমবেশি ১৫০ টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও ।



৬.১। “ এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না ।” কোন দোষের কথা বলা হয়েছে ? কিভাবে এই দোষ থেকে মুক্ত হওয়া যাবে ?


৬.২। “ কম্পিউটার তাদের জাদুঘরে পাঠাবে বলে যেন প্রতিজ্ঞা করছে ।” তাদের বলতে কাদের কথা বলা হয়েছে ? তাদের ঐতিহ্যের প্রতি লেখক শ্রদ্ধাশীল কেন ?



৭। কমবেশি ১২৫ টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও ।



৭.১। “ বাংলার ভাগ্যকাশে আজ দুর্যোগের ঘনঘটা ” , ‘ দূর্যোগের ঘনঘটা ’ বিষয়ে নাট্যাংশ অবলম্বনে লেখো । তাদের কাছ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য নবাব কাদের কাছে নতজানু হয়েছেন ? 


৭.২। “ হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা ।” এই বক্তব্যের মাধ্যমে বক্তার দেশপ্রেমের যে পরিচয় পাওয়া যায় তা নাট্যাংশ অবলম্বনে লেখো ।



৮। কমবেশি ১৫০ টি শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও ।



৮.১। “ মানুষের ক্ষমতার সীমা নেই রে , ওরা পাগল বলছে বলুক ।” ক্ষীদ্দার এই বক্তব্য কোনির জীবনের ক্ষেত্রে কতখানি সত্য হয়ে উঠেছিল , তা আলোচনা করো ।


৮.২। “ এটা বুকের মধ্যে পুষে রাখুক ।” বুকের মধ্যে কি পুষে রাখার কথা এখানে বলা হয়েছে ? এরকম ভাবনার কারণ সম্বন্ধে লেখো ।


৮.৩। “ ক্ষিদ্দা এবার আমরা কি খাব ?” এটি কার উক্তি ? এই উক্তির আলোকে বক্তার চরিত্রের অসহায়তা কীভাবে উঠে এসেছে তা লেখো ।

৯। চলিত গদ্য বঙ্গানুবাদ করো ।
 Discipline is of great importantance in in students life . Students should be taught to realise that the observance of discipline is a sacred duty of theirs . They should respect their superiors . They should cultivate the habit of puntuality and good manners .

১০। কমবেশি ১৫০ টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও ।

১০.১। “ পথ নিরাপত্তা বিষয়ে সচেতনতা ” এই নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো ।

১০.২। মোবাইলের অতিরিক্ত ব্যবহারে বিপন্ন প্রকৃতি এই বিষয় অবলম্বনে একটি ।

১১। কমবেশি ৪০০ টি শব্দে যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা লেখো ।

১১.১। বিশ্ব উষ্ণায়ন ও পৃথিবীর ভবিষৎ 

১১.২। চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা 

১১.৩। একটি প্রাচীন বট গাছের আত্মকাহিনী  

১১.৪। আধুনিক জীবন ও বিজ্ঞান 

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন