তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন । “ আজ ” বলতে কোন দিনের কথা বলা হয়েছে ? তপনের এমন মনে হওয়ার কারণ কী ? প্রশ্নোত্তর

 

মাধ্যমিক বাংলা তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন আজ বলতে কোন দিনের কথা বলা হয়েছে তপনের এমন মনে হওয়ার কারণ কী প্রশ্নোত্তর madhyamik Bangla toponer mone hoi aaj jeno tar jiboner sobcheye dukher din aaj bolte kon diner kotha bola hoyeche toponer amon mone hoyar karon ki questions answer



উত্তর:- “ আজ ” বলতে সেই দিনটির কথা বলা হয়েছে যেদিন তপনের মাসি ও মেসো “ সন্ধ্যাতারা ” পত্রিকার একটি সংস্করণ নিয়ে তাদের বাড়িতে আসেন যাতে তপনের প্রথম গল্প প্রকাশিত হয় । 



[       ] শিশু কোমল সামান্য আঘাত পেলেই তারা ভীষণভাবে মুষড়ে পড়ে । এক্ষেত্রেও তাই ঘটেছে । ছোট্ট তপনের লেখক সম্পর্কে সব কৌতূহলের শেষ হয়ে নতুন নতুন মেসো কে দেখে । অনুপ্রাণিত তপন গল্প লেখে । সেই গল্প মাসির পীড়াপীড়িতে মেসোর হাত ধরে “ সন্ধ্যাতারা ” পত্রিকায় ছাপা হয় । স্বাভাবিক কারণে তপন উৎফুল্ল হয়ে উঠে । নানান বিরূপতা সত্ত্বেও সে গর্ব অনুভব করে । কিন্তু তাঁর গর্ব মাটিতে মিশে যায় গল্পটি পড়ার সময় । সে দেখে প্রকাশিত গল্পে তাঁর লেখার লেশমাত্র নেই । কারণ গল্পটা যে সামান্য কারেকশনের বদলে পুরোটাই পালটে গিয়েছিল । এতে তপনের লেখক সত্তা অপমানিত হয় । তার চোখে জল এসে যায় । এই কারণে দিনটিকে তার সবচেয়ে দুঃখের মনে হয় ।




একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন