উত্তর:- “ আজ ” বলতে সেই দিনটির কথা বলা হয়েছে যেদিন তপনের মাসি ও মেসো “ সন্ধ্যাতারা ” পত্রিকার একটি সংস্করণ নিয়ে তাদের বাড়িতে আসেন যাতে তপনের প্রথম গল্প প্রকাশিত হয় ।
[ ] শিশু কোমল সামান্য আঘাত পেলেই তারা ভীষণভাবে মুষড়ে পড়ে । এক্ষেত্রেও তাই ঘটেছে । ছোট্ট তপনের লেখক সম্পর্কে সব কৌতূহলের শেষ হয়ে নতুন নতুন মেসো কে দেখে । অনুপ্রাণিত তপন গল্প লেখে । সেই গল্প মাসির পীড়াপীড়িতে মেসোর হাত ধরে “ সন্ধ্যাতারা ” পত্রিকায় ছাপা হয় । স্বাভাবিক কারণে তপন উৎফুল্ল হয়ে উঠে । নানান বিরূপতা সত্ত্বেও সে গর্ব অনুভব করে । কিন্তু তাঁর গর্ব মাটিতে মিশে যায় গল্পটি পড়ার সময় । সে দেখে প্রকাশিত গল্পে তাঁর লেখার লেশমাত্র নেই । কারণ গল্পটা যে সামান্য কারেকশনের বদলে পুরোটাই পালটে গিয়েছিল । এতে তপনের লেখক সত্তা অপমানিত হয় । তার চোখে জল এসে যায় । এই কারণে দিনটিকে তার সবচেয়ে দুঃখের মনে হয় ।