“ আমরা কালিও তৈরী করতাম নিজেরাই ” কালি তৈরির পদ্ধতি সম্পর্কে যা জান লেখো প্রশ্নোত্তর

মাধ্যমিক বাংলা madhyamik Bangla আমরা কালিও তৈরী করতাম নিজেরাই কালি তৈরির পদ্ধতি সম্পর্কে যা জান লেখো প্রশ্নোত্তর amra kalio toiri kortam nijerai kali toirir podhotti somporke ja jano lekho questions answer




উত্তর:- কালি কলমের অতীত সম্পর্কে আলোচনা করতে গিয়ে লেখক শ্রীপান্থ বাঁশের কলম তৈরীর কথা বলেছেন । একই সাথে সেই কঞ্চির কলম যে কালিতে ডুবিয়ে লেখা হত সেই কালি কীভাবে তৈরি করা হত তাও বলেছেন । লেখকরা নিজেরাই এক কালি তৈরী করলেও মা , পিসিদের সাহায্যও নিতেন । প্রবন্ধে লেখক কালি তৈরির যে দু রকম পদ্ধতির কথা বলেছেন তাঁর মধ্যে প্রথমটি আয়োজন নির্ভর , সেইসব উপকরণ লেখকদের পক্ষে সংগ্রহ করা কঠিন ছিল । প্রাচীন এই পদ্ধতিতে তিল , ত্রিফলা লোহার পাত্রে ছাগল দুধে ভিজিয়ে রাখতে হত । এই কালি এতটাই টেকসই হত যে লেখার পাতা ছিঁড়লেও কালি উঠত না । 




[       ] লেখকদের কালি তৈরির পদ্ধতি টি ছিল বেশ সহজ । বাড়িতে কাঠের উনুনে যে কড়াইয়ে রান্না হত তার তলায় কালি জমত , সেই কালি লাউপাতা দিয়ে ঘষে তুলে নিয়ে পাথরের বাটিতে রাখা জলে গুলে নেওয়া হত । কেউ কেউ এর মধ্যে হরীতকী ঘষতেন ও পোড়া আটপচাল গুড়িয়ে মেশাতেন । সবশেষে খুন্তিকে লাল করে পুড়িয়ে সেই জলে ডোবালে জল ফুটে উঠত । ঠান্ডা হলে ন্যাকড়ায় ছেঁকে দোয়াতে ভরে নেওয়া হত ঘরে তৈরি এই কালি ।




একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন