“ অসুখী একজন ” কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো প্রশ্নোত্তর

 

মাধ্যমিক বাংলা অসুখী একজন কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো প্রশ্নোত্তর madhyamik Bangla asukhi akjon kobitatir namkoroner sarthokota bichar koro questions answer


উত্তর:- সাহিত্যে নামকরণ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ । নামকরণ থেকে পাঠক পাঠ্য বিষয় সম্পর্কে সম্যক ধারণা লাভ করে । নামকরণ কখনও চরিত্র কেন্দ্রিক , কখনও ঘটনা কেন্দ্রিক , কখনও বা ব্যঞ্জনাধর্মী হয়ে থাকে । “ অসুখী একজন ” কবিতাটির নামকরণ কতটা সার্থক ও যুক্তিযুক্ত সেটাই আমাদের বিচার্য বিষয় ।



[        ] নেরুদার ‘ অসুখী একজন ’ কবিতার কথক তাঁর ভালোবাসার জনকে অপেক্ষমান রেখে বহু দূরে চলে গেলেন । কবির সেই প্রিয়জনের অপেক্ষা অন্তহীন । সে জানেই না যে তাঁর প্রিয়তম আর ফিরে আসবে না । প্রিয়তমের স্মৃতি বুকে নিয়ে অতৃপ্ত প্রিয়া অপেক্ষা করতে থাকে । ক্রমশ সেগুলো ফিকে হতে থাকে । প্রিয়ের দীর্ঘ অদর্শনে তার মাথায় চেপে বসে ভারী পাথরের মতো । এরপর প্রাণঘাতী যুদ্ধে সমতলের দেবালয় , কবির স্বপ্নের বাড়ী , বারান্দা , গাছ , ঝুলন্ত বিছানা সব জ্বলে ছারখার হয়ে গেল । শহর ধ্বংশ হল , চারিদিকে ছড়িয়ে রইলো কাঠ কয়লা , দমরানো লোহা , মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা আর রক্তের কালো দাগ । এত সবের মধ্যেও মেয়েটি তার ভালোবাসার উপর বিশ্বাস রেখে ধৈযের পরীক্ষা দেয় । কিন্তু সেই ভালোবাসার স্বপ্ন অধরাই থেকে যায় মেয়েটির কাছে । তাই ‘ অসুখী একজন ’ ব্যঞ্জনাধর্মী নামকরণটি যথার্থ ও বিশেষ তাৎপর্যবাহী 


একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন