উত্তর:- কোনির সাঁতারু জীবনের সুত্রপাত থেকেই তাকে একের পর এক প্রতিবন্ধকতার সঙ্গে লড়তে হয়েছে । একদিকে তার সামাজিক অবস্থান , অন্যদিকে ক্ষিতিশের শিষ্য বলেই ক্ষিতিশের বিরোধী গোষ্ঠী বারবার তাঁকে তাঁর অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে বাঁধা দেয় । স্টেট চ্যাম্পিয়নশিপে কোনির বিরুদ্ধে এক ঘৃণ্য চক্রান্ত করা হয় ।
[ ] ব্রেস্ট স্ট্রোকের ১০০ মিটারে কোনি ও হিয়া একই সঙ্গে ৫০ মিটার থেকে টার্ন নেয় । কিন্তু টাইম কিপার বদু চাটুর্জ্জে লাল ফ্ল্যাগ নেড়ে কোনিকে ডিসকোয়ালিফাই করে দেয় এই অজুহাতে যে , সে টার্ন করেই আন্ডারওয়াটার ডাবল কিক নিয়েছে । এরপর ফ্রী স্টাইল ইভেন্টে কোনি সাঁতার শেষ করে ফিনিশিং বোর্ড ছোঁয়ার পর অমিয়া এসে হাত ছোঁয়াল । কিন্তু প্রথম হিসেবে অমিয়ার নাম ঘোষিত হল । ক্ষিতিশের প্রতিবাদ গ্রাহ্যই করা হল না । পরবর্তী ২০০ মিটার ব্যাক্তিগত মেডলি ইভেন্টে কোনি বাটারফ্লাইতে হিয়া ও অমিয়ার কাছে পিছিয়ে পড়লেও ব্যাক স্ট্রোকে অমিয়াকে ধরে ফেলে টার্ন নিতেই দেখা গেল যে , যোগেশ্বর ভটচার্জ লাল ফ্ল্যাগ তুলে ধরেছে । এবার ফলটি টার্ন নিয়েছে বলে কোনি কে ডিসকোয়ালিফাই করা হল । অথচ যোগেশ্বর কোনি টার্ন নেবার আগে থেকেই ফ্ল্যাগ তুলে ধরেছিল । এইভাবে স্টেট চ্যাম্পিয়নশিপে তিন তিনবার কোনিকে চক্রান্তের শিকার হতে হয়েছিল ।