স্টেট চ্যাম্পিয়নশিপে কোনির বিরুদ্ধে যে চক্রান্ত করা হয়েছিল তাঁর বিবরণ দাও প্রশ্নোত্তর

 

মাধ্যমিক বাংলা স্টেট চ্যাম্পিয়নশিপে কোনির বিরুদ্ধে যে চক্রান্ত করা হয়েছিল তাঁর বিবরণ দাও প্রশ্নোত্তর madhyamik Bangla state championshipe konir biruddhe je chokranto kora hoyechilo tar biborno dao questions answer


উত্তর:- কোনির সাঁতারু জীবনের সুত্রপাত থেকেই তাকে একের পর এক প্রতিবন্ধকতার সঙ্গে লড়তে হয়েছে । একদিকে তার সামাজিক অবস্থান , অন্যদিকে ক্ষিতিশের শিষ্য বলেই ক্ষিতিশের বিরোধী গোষ্ঠী বারবার তাঁকে তাঁর অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে বাঁধা দেয় । স্টেট চ্যাম্পিয়নশিপে কোনির বিরুদ্ধে এক ঘৃণ্য চক্রান্ত করা হয় । 



[      ] ব্রেস্ট স্ট্রোকের ১০০ মিটারে কোনি ও হিয়া একই সঙ্গে ৫০ মিটার থেকে টার্ন নেয় । কিন্তু টাইম কিপার বদু চাটুর্জ্জে লাল ফ্ল্যাগ নেড়ে কোনিকে ডিসকোয়ালিফাই করে দেয় এই অজুহাতে যে , সে টার্ন করেই আন্ডারওয়াটার ডাবল কিক নিয়েছে  । এরপর ফ্রী স্টাইল ইভেন্টে কোনি সাঁতার শেষ করে ফিনিশিং বোর্ড ছোঁয়ার পর অমিয়া এসে হাত ছোঁয়াল । কিন্তু প্রথম হিসেবে অমিয়ার নাম ঘোষিত হল । ক্ষিতিশের প্রতিবাদ গ্রাহ্যই করা হল না । পরবর্তী ২০০ মিটার ব্যাক্তিগত মেডলি ইভেন্টে কোনি বাটারফ্লাইতে হিয়া ও অমিয়ার কাছে পিছিয়ে পড়লেও ব্যাক স্ট্রোকে অমিয়াকে ধরে ফেলে টার্ন নিতেই দেখা গেল যে , যোগেশ্বর ভটচার্জ লাল ফ্ল্যাগ তুলে ধরেছে । এবার ফলটি টার্ন নিয়েছে বলে কোনি কে ডিসকোয়ালিফাই করা হল । অথচ যোগেশ্বর কোনি টার্ন নেবার আগে থেকেই ফ্ল্যাগ তুলে ধরেছিল । এইভাবে স্টেট চ্যাম্পিয়নশিপে তিন তিনবার কোনিকে চক্রান্তের শিকার হতে হয়েছিল । 



একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন