কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও প্রশ্নোত্তর

 

মাধ্যমিক বাংলা কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও প্রশ্নোত্তর মাধ্যমিক বাংলা সাজেশন madhyamik Bangla konir paribarik jiboner porichoy dao questions answer madhyamik Bangla suggestions


উত্তর: “ কোনি ” উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র ‘ কোনি ’ ওরফে কনকচাঁপা পাল । সাত ভাইবোন ও মা সহ শ্যাম পুকুর বস্তির এদোগলিতে বাস করে । বাবা যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে কিছুদিন আগেই মারা গেছে । মেজো ভাইও মারা গেছে । সেজো ভাই পিসিমার বাড়ীতে থাকে । কোনির পরও দুবোন ও এক ভাই আছে । পরিবারে বড়ো হিসেবে সংসারের দায়িত্ব কোনির দাদা কমলের ওপর । ভালো সাঁতারু হবার স্বপ্ন ছিল তাঁর  , কিন্তু সে আশা অচিরেই হারিয়ে গেছে । বাবার মৃত্যুর পর সে এ খন মোটর গ্যারেজের দেড়শো টাকা মাইনে কর্মচারী । সম্প্রতি সংসারের প্রয়োজনে এক ভাইকে কমল পনেরো টাকা মাইনেতে চায়ের দোকানে কাজে লাগিয়েছে । সংসারিক অভাব সামাল দেওয়ার জন্য কোনিকেও সুতো কার খানায় ষাট টাকা মাইনেতে কাজে লাগাবার কথা ওঠে । বারুণী উৎসবের উৎসর্গীকৃত আম সংগ্রহের জন্য কোনিদের সংগ্রাম আসলে তাঁদের প্রকৃত জীবন সংগ্রামকেই তুলে ধরেছে । পরবর্তীতে ক্ষিতিশ কোনির সব দায়িত্ব সহ সাঁতার শেখাবার ভার নেন এবং তাঁর মা কেও একটা কাজ জোগাড় করে দেন ।


একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন