“ সিন্ধুতীরে ” কবিতাটির বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করো প্রশ্নোত্তর

মাধ্যমিক বাংলা madhyamik Bangla সিন্ধুতীরে ” কবিতাটির বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করো প্রশ্নোত্তর sindhutire kobitatir bishoybostu songkhepe alochona koro questions answer


উত্তর : মধ্যযুগীয় বাংলা সাহিত্যের মুসলমান কবিদের অন্যতম সৈয়দ আলাওল রচিত “ পদ্মাবতী ” কাব্যের অংশ বিশেষ “ সিন্ধুতীরে ” কবিতাটি শুরু হচ্ছে সিংহল রাজকন্যা পদ্মাবতী ও তার চার সখীর সমুদ্রের জলে পতন ও সমুদ্রবক্ষে অবস্থিত এক নগরীতে এসে পড়া দিয়ে নগরীর বর্ণনাতে তিনি এক রুপ কথার সব পেয়েছির দেশ একেঁছেন , যে দেশে মনোরম সৌন্দর্যের পাশাপাশি দুঃখ ক্লেশের লেশমাত্র নেই , সত্য ধর্ম ও সদাচার যে নগরীর শিরোভূষণ , সেই নগরীতে বাস করেন সমুদ্রনৃপতি কন্যা পদ্মা । পর্বতের পাশে অবস্থিত এক সুন্দর উদ্যানের রচয়িতা তিনি যে উদ্যানে নানাবর্ন ও গন্ধের ফুল ও ফলের সমারোহ । সেখানে আসার পথে পদ্মা সখীদের সঙ্গে এক অপরুপা কন্যাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখতে পান । সেই কন্যার অবস্থা দেখে সমুদ্রকন্যা পদ্মা অনুমান করেন হয়তো স্বর্গের কোনো অপ্সরা তাঁর সখীদের সঙ্গে ইন্দ্রের অভিশাপে স্বর্গভ্রষ্ট হয়েছেন , অথবা কোনো সামুদ্রিক ঝড়ের প্রকোপে তাদের এই অবস্থা । মৃত প্রায় পদ্মাবতী ও তার চার সখী কে রক্ষা করার জন্য সমুদ্রকন্যা পদ্মা নিজের সকল বিদ্যা প্রয়োগ করেন । বহু তন্ত্র , মন্ত্র ও মহৌষধী প্রয়োগের পর অবশেষে তাদের জ্ঞান ফেরে । “ সিন্ধুতীরে ” কবিতার এই হল মূল উপজীব্য ।






একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন