ইসাবের বাবার চরিত্রটি আলোচনা করো প্রশ্নোত্তর

 

মাধ্যমিক বাংলা madhyamik Bangla ইসাবের বাবার চরিত্রটি আলোচনা করো প্রশ্নোত্তর isaber babar choritroti alochona koro questions answer



উত্তর : পান্নালাল প্যাটেলের ” অদল বদল ” গল্পে ইসাবের বাবা হাসান পাঠান বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ।


স্নেহশীল : ইসাবের বাবা একজন দরিদ্র চাষি । কারণে অকারণে মহাজনের কাছে হাত পাততে হয় তাঁকে । অভাব তাঁর নিত্যসঙ্গী হলেও হোলি উৎসব উপলক্ষে পুত্র ইসাব কে নতুন জামা তৈরী করে দেওয়ার মধ্যে এক স্নেহশীল পিতা হিসেবে তাঁকে দেখা যায় । বিপত্নীক হাসান নিজেকে সর্বদা ঠিক রাখতে না পেরে মাঝে মাঝে ছেলেকে মেরেওছেন , তবে তা অন্তর থেকে নয় । অভাবের সংসারে ছেলেকে তিনি খেতে কাজও করিয়েছেন ।



সংবেদনশীল : ইসবের বাবার সংবেদনশীল মনের পরিচয় পাওয়া যায় ছোট্ট অমৃতের কথা ( কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছ ) শোনার পর । তিনি এ কথা শোনার পর উপলব্ধি করেন যে মা হারা ছেলের বাবাকে মা বাবার দ্বৈত ভূমিকা পালন করতে হয় ।


আবেগপ্রবন ও শিশুসুলভ : তিনি আবেগে আপ্লুত হয়ে অমৃতের মায়ের কাছে অমৃত কে চেয়ে বসেন হাসান । তার মন এতটাই পুলকিত হয়েছিল যে অমৃতের কথা তিনি সকলকে বলতে থাকেন । তাঁর মধ্যে একটা শিশুসুলভ আবেগ লক্ষ করা যায় ।



[       ]  ছোট্ট অমৃতের কাছ থেকে ভালোবাসা ও উদারতার শিক্ষা নিয়ে নিজেকে বদলে ফেলে তিনি নিজেও এক মহৎ চরিত্র হয়ে ওঠেন ।




একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন