সিন্ধুতীরে MCQ প্রশ্নোত্তর

মাধ্যমিক বাংলা সিন্ধুতীরে MCQ প্রশ্নোত্তর মাধ্যমিক বাংলা সাজেশন madhyamik Bangla sindhu tire mcq questions answer madhyamik Bangla suggestions



১। " সিন্ধুতীরে " কাব্যটির রচয়িতা হলেন ?


ক) মালিক মহম্মদ জায়সী


খ) মাগণ ঠাকুর 


গ) সৈয়দ আলাওল


ঘ) থদোমিন্তা


উত্তর: গ) সৈয়দ আলাওল



২। " সিন্ধুতীরে " পদ্দ্যাংশটি যে কাব্য গ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটি হল ?


ক) পদ্মাবতী 


খ) তোহফা 


গ) সতীময়না ও লোরচন্দ্রানী


ঘ) সেকেন্দারনামা


উত্তর: ক) পদ্মাবতী



 ৩। " পদ্মাবতী " কাব্যের যে খন্ড থেকে " সিন্ধুতীরে " কাব্যটির গৃহীত সেটি হল ?

 

ক) পদ্মা সমুদ্র খন্ড


খ) লক্ষ্মী সমুদ্র খন্ড


গ) পদ্মাবতী রত্নসেন খন্ড


ঘ) রত্নসেন বন্ধন খন্ড


উত্তর: ক) পদ্মা সমুদ্র খন্ড



৪। " পদ্মাবতী " কাব্যের মূল গ্রন্থ " পদুমাবৎ " কাব্যের রচয়িতা ?


ক) মালিক মহম্মদ জায়সী


খ) মাগণ ঠাকুর 


গ) সৈয়দ আলাওল


ঘ) থদোমিন্তা


উত্তর: ক) মালিক মহম্মদ জায়সী



৫। সৈয়দ আলাওল যে সময়কার কবি তাহল ?


ক) সপ্তদশ শতক 


খ) ষোড়শ শতক


গ) অষ্টাদশ শতক


ঘ) এয়োদশ শতক


উত্তর: ক) সপ্তদশ শতক



৬। " দিব্যপুরী " শব্দটির অর্থ হল ?


ক) সুন্দর প্রসাদ 


খ) শপথ নিলাম 


গ) সুন্দর বাগান 


ঘ) দৈব মহিমা 


উত্তর: ক) সুন্দর প্রসাদ



৭। " দিব্যপুরী " ছিল ?


ক) পিতৃপুরে


খ) জলের মাঝারে 


গ) সমুদ্র মাঝারে


ঘ) উদ্যোনের মাঝে 


উত্তর: গ) সমুদ্র মাঝারে



৮। " প্রত্যুষ " শব্দের অর্থ হল ?


ক) রাত্রি


খ) দ্বীপ্রহর 


গ) অপরাহ্ন


ঘ) ভোর


উত্তর: ঘ) ভোর



৯। " তুরিত গমনে আসি ।" তুরিত গমনে এল ?


ক) সখীগণ


খ) পদ্মা


গ) আলাওল


ঘ) রত্নসেন 


উত্তর: খ) পদ্মা


১০। " মধ্যে তে যে কন্যা খানি " সে ছিল ?


ক) সংজ্ঞাহীন 


খ) আনন্দিত 


গ) স্নেহ প্রবণ 


ঘ) নিরাশ 


উত্তর: ক) সংজ্ঞাহীন



১১। " বিস্মিত হইল বালা " - ' বালা ' শব্দের অর্থ হল ?


ক) সঙ্গিনী 


খ) সখী 


গ) কন্যা 


ঘ) দুখিনী 


উত্তর: গ) কন্যা



১২। " আছয় " শব্দের গদ্যরুপ হল ?


ক) আশ্রয় 


খ) আছে 


গ) ছয় সংখ্যা 


ঘ) ছন্নছাড়া 


উত্তর: খ) আছে



১৩। অচেতন কন্যাদের সংখ্যা ছিল ?


ক) পাঁচ


খ) ছয় 


গ) চার 


ঘ) তিন 


উত্তর: ক) পাঁচ



১৪। " শ্রীযুক্ত মাগন " হলেন ?


ক) পদ্মার পিতা 


খ) আলাওলের পৃষ্টপোষক


গ) মোহন্ত 


ঘ) ইন্দ্র 


উত্তর: খ) আলাওলের পৃষ্টপোষক



একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন