অদল বদল MCQ প্রশ্নোত্তর

মাধ্যমিক বাংলা অদল বদল MCQ প্রশ্নোত্তর মাধ্যমিক বাংলা সাজেশন madhyamik Bangla adol bodol mcq questions answer madhyamik Bangla suggestions



১। " হোলির দিনের পড়ন্ত বিকেল । " হোলি যে ঋতুতে হয় তা হল ?

ক) বসন্ত 

খ) শীত 

গ) শরৎ 

ঘ) হেমন্ত 

উত্তর: ক) বসন্ত


২। পান্নালাল প্যাটেল ছিলেন ?

ক) বাংলা ভাষার লেখক 

খ) হিন্দি ভাষার লেখক 

গ) গুজরাটি ভাষার লেখক 

ঘ) মারাঠি ভাষার লেখক 

উত্তর: গ) গুজরাটি ভাষার লেখক


৩। নীম গাছের নীচে গাঁয়ের একদল ছেলে জড়ো হয়ে যা খেলছিল তাহল ?

ক) ফুটবল 

খ) ধূলো ছোড়াছুড়ি 

গ) দড়ি টানাটানি 

ঘ) ছোঁয়াছুঁয়ি 

উত্তর: খ) ধূলো ছোড়াছুড়ি


৪। " অদল বদল " যে দুই বন্ধুর গল্প তাদের নাম হল ?

ক) অমৃত ও ইরফান 

খ) অমিত ও ইরফান 

গ) অমিত ও ইসাব 

ঘ) অমৃত ও ইসাব 

উত্তর: ঘ) অমৃত ও ইসাব


৫। অমৃত ও ইসাবের কাছে নতুন যে জিনিস টি ছিল তাহল ?

ক) জামা

খ) প্যান্ট 

গ) বল 

ঘ) বই 

উত্তর: ক) জামা


৬। অমৃত ও ইসাবের জামা যে যে দিক থেকে একরকম ছিল ?

ক) রং , ছাপা ও ঝুল 

খ) রং , মাপ , কাপড় 

গ) মাপ , ঝুল ও কাপড় 

ঘ) ছাপা , ঝুল ও কাপড় 

উত্তর: খ) রং , মাপ , কাপড়


৭। অমৃত ও ইসাব পড়ত ?

ক) একই স্কুলে একই ক্লাসে 

খ) একই স্কুলে আলাদা ক্লাসে 

গ) আলাদা স্কুলে একই ক্লাসে 

ঘ) আলাদা স্কুলে আলাদা ক্লাসে 

উত্তর: ক) একই স্কুলে একই ক্লাসে


৮। দুজনের বাবা পেশায় ছিলেন ?

ক) তাঁতি 

খ) কুমোর 

গ) শিক্ষক 

ঘ) চাষী 

উত্তর: ঘ) চাষী


৯। অমৃতের বাড়ীতে ছিলেন ?

ক) শুধু বাবা 

খ) বাবা মা ও তিন ভাই 

গ) বাবা ও মা 

ঘ) বাবা ও ভাই 

উত্তর: খ) বাবা মা ও তিন ভাই


১০। ইসাবের বাড়ীতে ছিলেন ?

ক) শুধু বাবা 

খ) বাবা মা ও তিন ভাই 

গ) বাবা ও মা 

ঘ) বাবা ও ভাই 

উত্তর: ক) শুধু বাবা


১১। দুজনের একরকম পোশাক দেখে অমৃত ও ইসাবকে বলা হয়েছিল ?

ক) গান করতে 

খ) নাচ করতে 

গ) কুস্তি করতে 

ঘ) খেলা করতে 

উত্তর: গ) কুস্তি করতে


১২। "________পাবার জন্য তুমি কি কান্ডটাই না করেছিলে ।

ক) বই 

খ) নতুন জামা 

গ) পুরষ্কার 

ঘ) প্রশংসা 

উত্তর: খ) নতুন জামা


১৩। অমৃত তাঁর বাবা মা কে জ্বালিয়েছিল ?

ক) খেলার জন্য 

খ) পড়াশোনা না করার জন্য 

গ) নতুন জামার জন্য 

ঘ) স্কুলে যাবে না বলে 

উত্তর: গ) নতুন জামার জন্য


১৪।" শোনামাত্র অমৃত ফতোয়া জারি করে দিল " ' ফতোয়া ' শব্দের অর্থ হল ?

ক) প্রতিবাদ 

খ) চিৎকার 

গ) রায় 

ঘ) দাবি 

উত্তর: গ) রায়


১৫। " তাহলে তোমার কপালে কী আছে মনে রেখো " এ খানে কপালে আছে বলতে বলা হয়েছে ?

ক) ভাগ্যরেখা 

খ) প্রহার 

গ) তিলক 

ঘ) প্রশংসা 

উত্তর: খ) প্রহার


১৬। ইসাবের জামা ছিঁড়ে গিয়েছিল কারণ ?

ক) তাকে খেতে কাজ করতে হত 

খ) তাকে একই জামা রোজ পড়তে হত 

গ) সে যত্ন নিতে জানত না 

ঘ) তার জামা পুরোনো হয়ে গিয়েছিল 

উত্তর: ক) তাকে খেতে কাজ করতে হত


১৭। " ও মরিয়া হয়ে বলল " ' ও ' হল ?

ক) অমৃত 

খ) ইসাব

গ) অমৃতের মা 

ঘ) ইসাবের বাবা 

উত্তর: ক) অমৃত


১৮। যে ছেলেটি অমৃত কে কুস্তি লড়তে ডেকেছিল তার নাম ?

ক) ইসাব 

খ) কালিয়া

গ) হাসান 

ঘ) বাহালি 

উত্তর: খ) কালিয়া


১৯। ইসাবের বাবার নাম ছিল ?

ক) হাসান 

খ) বাহালী

গ) কালিয়া 

ঘ) অমৃত 

উত্তর: ক) হাসান


২০। ইসাবের বাবা জাতিতে ছিলেন ?

ক) রাজপুত

খ) শিখ

গ) পাঠান 

ঘ) জাঠ 

উত্তর: গ) পাঠান


একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন