হাড়িয়ে যাওয়া কালি কলম MCQ প্রশ্নোত্তর

 

মাধ্যমিক বাংলা হাড়িয়ে যাওয়া কালি কলম MCQ প্রশ্নোত্তর মাধ্যমিক বাংলা সাজেশন madhyamik Bangla hariye jaoya kali kolom mcq questions answer madhyamik bangla suggestions



১। " শ্রীপান্থ " ছদ্মনামে লিখেছেন ?


ক) সুনীল গঙ্গোপাধ্যায়


খ) বলাইচাঁদ মুখোাধ্যায়


গ) সমরেশ বসু 


ঘ) নিখিল সরকার


উত্তর: ঘ) নিখিল সরকার




২। লেখক যে অফিসে কাজ করতেন সেটি হল ?


ক) সরকারী অফিস


খ) পত্রিকা অফিস


গ) সওদাগরি অফিস 


ঘ) বেসরকারি অফিস


উত্তর: খ) পত্রিকা অফিস



৩। লেখকের অফিসে সবাই ?


ক) ফাঁকিবাজ 


খ) লেখক


গ) ইঞ্জিনিয়ার


ঘ) গম্ভীর


উত্তর: খ) লেখক



৪। লেখকের হাতে ছাড়া আর কারও হাতে কী নেই ?


ক) ঘড়ি


খ) সময়


গ) কাজ 


ঘ) কলম


উত্তর: ঘ) কলম



৫। লেখক ছাড়া তাঁর অফিসের আর সকলের সামনেই রয়েছে ?


ক) কম্পিউটার


খ) ক্যালকুলেটর


গ) টাইপরাইটার


ঘ) টেলিফোন


উত্তর: ক) কম্পিউটার



৬। লেখকের লেখাকে ভালোবেসে ছাপার জন্য তৈরী করে দেন ?


ক) তাঁর বন্ধু


খ) তাঁর অধন্তন কর্মচারী


গ) তাঁর সহকর্মীরা


ঘ) তাঁর সহকারী


উত্তর: গ) তাঁর সহকর্মীরা



৭। একদিন কোনো কারণে অফিসে কী নিয়ে যেতে ভুলে গেলে বিপদ ?


ক) চাবি


খ) কলম


গ) চশমা 


ঘ) ঘড়ি


উত্তর: খ) কলম



৮। বাংলা প্রবাদটি হল , কালি নেই , কলম নেই , বলে আমি ?


ক) কলমচি


খ) মুনশি


গ) লেখক 


ঘ) মন


উত্তর: খ) মুনশি



৯। লেখক ছোটোবেলায় থাকতেন ?


ক) গ্রামে


খ) শহরে


গ) মফসসলে


ঘ) বিদেশে


উত্তর: ক) গ্রামে



১০। লেখক জন্মেছেন এই প্রবন্ধ রচনার ?


ক) বিশ - পঁচিশ বছর আগে


খ) তিরিশ বছর আগে


গ) পঞ্চাশ - ষাট বছর আগে


ঘ) পঁচাত্তর বছর আগে


উত্তর: গ) পঞ্চাশ - ষাট বছর আগে



১১। লেখকরা ছোটোবেলায় কলম তৈরী করতেন ?


ক) পাখির পালক দিয়ে


খ) নালখাগড়া দিয়ে


গ) হাড় দিয়ে 


ঘ) রোগা বাঁশের কঞ্চি দিয়ে 


উত্তর: ঘ) রোগা বাঁশের কঞ্চি দিয়ে



১২। লেখকরা হোম - টাস্ক করতেন ?


ক) শুকনো তালপাতায় 


খ) কলাপাতায়


গ) পদ্মপাতায় 


ঘ) শালপাতায় 


উত্তর: খ) কলাপাতায়



১৩। অক্ষরজ্ঞানহীনকে লোকে বলে ?


ক) অন্ধের কিবা দিন কিবা রাত


খ) ক ' অক্ষর গোমাংস


গ) কুয়োর ব্যাঙ


ঘ) চোখ থাকতেও অন্ধ


উত্তর: খ) ক ' অক্ষর গোমাংস



১৪। ছোটোবেলার কালী তৈরী করতে লেখকদের সাহায্য করতেন ?


ক) মা - পিসি - দিদিরা


খ) বাবা - কাকা - দাদারা


গ) স্কুলের মাস্টারমশাইরা 


ঘ) বন্ধুবান্ধবরা


উত্তর: ক) মা - পিসি - দিদিরা



১৫। ত্রিফলা বলতে যে তিনটি ফলকে বোঝায় সেগুলি হল ?


ক) হরীতকী , সুপারিশ  , এলাচ


খ) হরীতকী , সুপারিশ  , আমলকী


গ) বহেড়া , হরীতকী , আমলকী


ঘ) বহেড়া , সুপারিশ , আমলকী


উত্তর: গ) বহেড়া , হরীতকী , আমলকী



১৬। ছোটোবেলায় লেখকদের বাড়ীতে রান্না হত ?


ক) গ্যাসে


খ) স্টোভে


গ) সৌর কুকারে 


ঘ) কাঠের উনুনে


উত্তর: ঘ) কাঠের উনুনে



১৭। কাঠের উনুনে রান্নার ফলে কড়াইয়ের তলায় জমত ?


ক) কালী


খ) তেল


গ) কাঠের গুঁড়ো 


ঘ) ছাই


উত্তর: ক) কালী



১৮। কড়াইয়ের তলার কালী ঘষে তোলা হত ?


ক) শিউলি পাতা দিয়ে


খ) কচু পাতা দিয়ে


গ) লাউ পাতা দিয়ে


ঘ) কুমড়ো পাতা দিয়ে 


উত্তর: গ) লাউ পাতা দিয়ে



১৯। লেখক প্রাচীণ মিশরে জন্মালে কী দিয়ে লিখতেন ?


ক) বাঁশের কঞ্চি


খ) নলখাগরাড় কলম


গ) হাতের কলম


ঘ) পালক


উত্তর: খ) নলখাগরাড় কলম



২০। লেখক প্রাচীন ফিনিসিয় হলে লেখার জন্য ব্যবহার করতেন ?


ক) পালক


খ) স্টাইলাস


গ) হাড়


ঘ) নলখাগরাড়


উত্তর: ক) পালক



২১। চীনারা চিরকাল লিখে আসছে ?


ক) তুলিতে


খ) খাগড়ার কলমে


গ) ব্রঞ্চরের শলাকাতে 


ঘ) কুইলে


উত্তর: ক) তুলিতে



২২। খাগের কলম একমাত্র দেখা যায় ?


ক) নববর্ষের সময়


খ) হাতেখড়ির সময়


গ) সরস্বতী পূজার সময়


ঘ) পরীক্ষার সময়


উত্তর: গ) সরস্বতী পূজার সময়



২৩। সরস্বতী পূজোর সময় কাঁচের দোয়াতে কালির বদলে থাকে ?


ক) জল


খ) দুধ


গ) রং


ঘ) মধু


উত্তর: খ) দুধ



২৪। লেখকের মতে  , তিনিই হলেন দার্শনিক , যিনি  ?


ক) দর্শনের অধ্যাপক


খ) কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন


গ) চোখে চশমা এটে বই পড়েন 


ঘ) ভাবের জগতে থাকেন


উত্তর: খ) কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন



২৫। লেখক ছেলেবেলায় কাকে পায়ের মোজায় কলম রাখতে দেখেছিলেন ?


ক) মন্ত্রীমশাইকে


খ) দারোগাবাবুকে 


গ) মাস্টারমশাইকে 


ঘ) পন্ডিতমশাইকে 


উত্তর: খ) দারোগাবাবুকে



২৬। কালির অক্ষর নাইকো পেটে , চন্ডী পড়েন ?


ক) কালীঘাটে


খ) বাবুঘাটে


গ) গঙ্গাঘাটে


ঘ) খেয়াঘাটে


উত্তর: ক) কালীঘাটে



২৭। দেশে সবাই সাক্ষর না হলেও কলম এখন ?


ক) অস্পৃশ্য


খ) সর্বজনীন


গ) দুর্লভ


ঘ) মহাঘ


উত্তর: খ) সর্বজনীন



২৮। আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল ?


ক) ঝরনা কলম


খ) রিজাভার পেন


গ) ওয়াটারম্যান 


ঘ) শেফাড


উত্তর: খ) রিজাভার পেন



একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন