প্রলয়োল্লাস MCQ প্রশ্নোত্তর

মাধ্যমিক বাংলা প্রলয়োল্লাস MCQ প্রশ্নোত্তর মাধ্যমিক বাংলা সাজেশন madhyamik bangla proloyoullash mcq questions answer madhyamik Bangla suggestions

 


১। " প্রলয়োল্লাস " কবিতাটি যে কাব্য গ্রন্থের 

অন্তর্ভুক্ত তাহল ?


ক) অগ্নিবীণা 


খ) সর্বহারা 


গ) ফণীমনসা


ঘ) ঝড় 


উত্তর: ক) অগ্নিবীণা



২। " প্রলয়োল্লাস " কবিতাটির প্রকাশকাল হল ?


ক) ১৯২২ খ্রি:


খ) ১৯২০ খ্রি:


গ) ১৯১৮  খ্রি:


ঘ) ১৯২৪ খ্রি:


উত্তর: ক) ১৯২২ খ্রি:



৩। " তোরা সব______কর"।


ক) বিদ্রোহ


খ) প্রলয় নাচন


গ) জয়ধ্বনি


ঘ) সৃজন - বেদন 


উত্তর: গ) জয়ধ্বনি



৪। কবি " নূতনের কেতন " বলেছেন ?


ক) দ্বাদশ রবির বহ্নিজ্বালা কে 


খ) অট্টরোলের হট্টগোল কে 


গ) বিশ্বমায়ের আসন কে 


ঘ) কালবৈশাখীর ঝড় কে 


উত্তর: ঘ) কালবৈশাখীর ঝড় কে



৫।" প্রলয়োল্লাস " শব্দের অর্থ হল ?


ক) ধংসের আনন্দ


খ) রথঘঘর


গ) ভয়ংকরের চন্ডরুপ 


ঘ) দিগন্তরের কাঁদন


উত্তর: ক) ধংসের আনন্দ



৬। কবি " প্রলয়োল্লাস " কবিতায় আসন্ন প্রলয় সম্পর্কে যে বিশেষণ টি ব্যবহার করেননি সেটি হল ?


ক) অসহায় 


খ) অনাগত 


গ) ভয়ংকর


ঘ) চিরসুন্দর


উত্তর: ক) অসহায়



৭। " ঝামর " শব্দের অর্থ হল ?


ক) আলুথালু 


খ) ঝটকা


গ) কৃষ্ণবর্ন 


ঘ) গভীর 


উত্তর: গ) কৃষ্ণবর্ন



৮। " কৃপাণ " শব্দটির অর্থ হল ?


ক) কিপটে 


খ) তরবারী


গ) ছোড়া


ঘ) ঢাল


উত্তর: গ) ছোড়া



৯। " প্রলয়োল্লাস " কবিতায় ' শিশু চাঁদ ' বলতে বোঝানো হয়েছে ?


ক) ছোটো চাঁদ


খ) সদ্য উদিত চাঁদ


গ) চাঁদের সন্তান 


ঘ) চাঁদের মতো সুন্দর শিশু


উত্তর: খ) সদ্য উদিত চাঁদ



১০। " উল্কা ছুটায় নীল খিলানে " -  " নীল খীলানে " বলতে এখানে বোঝানো হয়েছে ?


ক) গাছ পালাকে


খ) আকাশকে


গ) প্রসাদ কে 


ঘ) মন্দির কে 


উত্তর: খ) আকাশকে



১১। " জীবন হারা অসুন্দর করতে ছেদন " কে আসছে ?


ক) নবীন 


খ) চিরসুন্দর 


গ) মহাকাল - সারথি


ঘ) মুমূর্ষ


উত্তর: ক) নবীন



১২। বধূদের যা তুলে ধরতে বলা হয়েছে তাহল ?


ক) চাবুক 


খ) মশাল


গ) প্রদীপ


ঘ) কৃপাণ


উত্তর: গ) প্রদীপ



১৩। সুন্দর যার বেশে আসছে তাহল ?


ক) কালবৈশাখীর ঝড় 


খ) জ্বালামুখী ধূমকেতু


গ) দ্বাদশ রবি


ঘ) কাল - ভয়ংকর


উত্তর: ঘ) কাল - ভয়ংকর


একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন