বহুরূপী MCQ প্রশ্নোত্তর

 

মাধ্যমিক বাংলা বহুরূপী MCQ প্রশ্নোত্তর মাধ্যমিক বাংলা সাজেশন madhyamik bangla bohurupi mcq questions answer madhyamik Bangla suggestions


১। হরিদা ছিলেন পেশায় একজন ?


ক) চায়ের দোকানদার


খ) বহুরূপী


গ) বাইজি


ঘ) পুলিশ


উত্তর: খ) বহুরূপী



২। যাঁর বাড়িতে সন্ন্যাসী এসেছিলেন , তাঁর নাম ?


ক) হরিবাবু


খ) ভবতোষবাবু


গ) অনাদিবাবু


ঘ) জগদীশবাবু 


উত্তর: ঘ) জগদীশবাবু



৩। সন্ন্যাসী জগদীশবাবুর বাড়ীতে ছিলেন ?


ক) সাতদিন


খ) সাত সপ্তাহ


গ) সাত মাস


ঘ) সাত বছর


উত্তর: ক) সাতদিন



৪। সন্ন্যাসী থাকেন ? 


ক) হিমালয়ের চূড়াতে 


খ) হিমালয়ের গুহাতে 


গ) মরুভূমিতে


ঘ) বনভূমিতে


উত্তর: খ) হিমালয়ের গুহাতে



৫। সন্ন্যাসীর বয়স ?


ক) একশো বছর


খ) হাজার  বছর


গ) হাজার বছরের বেশি


ঘ) একশো বছরের বেশি


উত্তর: গ) হাজার বছরের বেশি



৬। জগদীশবাবু একজোড়া কাঠের খরমে যা লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন , তা হল ?


ক) সোনার বোল


খ) সোনার মল


গ) সোনার আংটি


ঘ) সোনার ঘুঙুর


উত্তর: ক) সোনার বোল



৭। সন্ন্যাসী কে বিদায় দেবার সময় জগদীশ বাবু তাকে জোড় করে দিয়েছিলেন ?


ক) একটা দশ টাকার নোট


খ) একটা পঞ্চাশ টাকার নোট


গ) একটা কুড়ি টাকার নোট


ঘ) একটা একশো টাকার নোট 


উত্তর: ঘ) একটা একশো টাকার নোট



৮) হরিদার ঘরে আড্ডা দিত ?


ক) পাঁচ জন


খ) চার জন 


গ) তিন জন 


ঘ) ছয় জন 


উত্তর: খ) চার জন



৯। লেখক ও তাঁর বন্ধুরা কোন কোন সময়ে আড্ডা দিতেন ?


ক) রাত্রে


খ) সকাল দুপুরে 


গ) সকাল সন্ধ্যে


ঘ) রাত দিন


উত্তর: গ) সকাল সন্ধ্যে



১০। হরীদার ছোট্ট ঘরটির অবস্থান ?


ক) শহরের সবচেয়ে সরু গলির ভিতরে


খ) চকের বাস স্ট্যান্ডের কাছে 


গ) দয়ালবাবুর লিচু বাগানে


ঘ) জগদীশবাবুর বাড়ির বাগানে 


উত্তর: ক) শহরের সবচেয়ে সরু গলির ভিতরে



১১। হরিদার জীবন জুড়ে ছিল ?


ক) ভয়ানক আপত্তি


খ) নাটকীয় বৈচিত্র্য


গ) বিচিত্র ছদ্মবেশ 


ঘ) করুন আবেদন 


উত্তর: খ) নাটকীয় বৈচিত্র্য



১২। মাঝে মাঝে সত্যিই হরিদা যা করতেন , তাহল ?


ক) রোজগার


খ) বিরাগ 


গ) উপোস


ঘ) সন্দেহ


উত্তর: গ) উপোস



১৩। যারা বহুরূপী সাজে হরিদা কে চিনতে পারে তারা বকশিশ দেয় ?


ক) এক আনা


খ) এক পয়সা 


গ) এক টাকা 


ঘ) এক আনা - দু আনা


উত্তর: ঘ) এক আনা - দু আনা



১৪। চকের বাস স্ট্যান্ডে আতঙ্কের হল্লা বেজে ওঠার কারণ ছিল ?


ক) একজন বাইজি 


খ) একটি উন্মাদ পাগল


গ) একজন সন্ন্যাসী


ঘ) একজন কাপালিক 


উত্তর: খ) একটি উন্মাদ পাগল



১৫। পাগলটা যা হাতে তুলে নিয়ে বাসের যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছিল তাহল ?


ক) একটা পাথর


খ) একটা থান ইট


গ) একটা লাঠি


ঘ) একটা ঢিল


উত্তর: খ) একটা থান ইট



১৬। বাসের ড্রাইভারের নাম ছিল ?


ক) ভবতোষ


খ) অনাদি


গ) কাশীনাথ


ঘ) জগদীশ


উত্তর: গ) কাশীনাথ



১৭। " খুব হয়েছে হরি , এইবার সরে পরো । অন্যদিকে যাও ।" একথা বলেছে ? 


ক) ভবতোষ


খ) অনাদি


গ) কাশীনাথ


ঘ) জনৈক বাসযাত্রী


উত্তর: গ) কাশীনাথ



১৮। বাইজির ছদ্ম বেশে হরিদার রোজগার হয়েছিল ?


ক) আট টাকা দশ আনা 


খ) আট টাকা তিন আনা 


গ) দশ টাকা আট আনা


ঘ) তিন টাকা আট আনা


উত্তর: ক) আট টাকা দশ আনা



১৯। দয়ালবাবুর লিচুবাগানের ভিতরে হরিদা দাড়িয়েছিল ? 


ক) ফিরিঙ্গী কেরামিন সাহেব সেজে 


খ) পুলিশ সেজে 


গ) স্কুলের মাস্টার মশাই সেজে


ঘ) বাউল সেজে 


উত্তর: খ) পুলিশ সেজে



২০। লিচু বাগানে নকল পুলিশ স্কুলের যে কটি ছেলেকে ধরেছিলেন তাঁর সংখ্যা হল ? 


ক) পাঁচ 


খ) ছয়


গ) চার


ঘ) আট


উত্তর: গ) চার



২১। নকল পুলিশ কে ঘুষ দিয়েছিলেন ? 


ক) জগদীশ বাবু 


খ) হরিদা 


গ) ড্রাইভার কাশীনাথ 


ঘ) স্কুলের মাস্টার মশাই


উত্তর: ঘ) স্কুলের মাস্টার মশাই



২২। জগদীশ বাবু কেমন স্বভাবের মানুষ ছিলেন ?  


ক) উদার


খ) কৃপণ


গ) কপট


ঘ) বিকৃত


উত্তর: খ) কৃপণ 



২৩। বিরাগীরুপি হরিদার গাঁয়ে ছিল কেবলমাত্র একটি ? 


ক) জামা


খ) পাঞ্জাবী


গ) শাল


ঘ) উত্তরীয়


উত্তর: ঘ) উত্তরীয়



২৪। বিরাগীর ঝোলার ভিতর যে বইটি ছিল , সেটি হল ? 


ক) গীতা


খ) কোরান


গ) মহাভারত


ঘ) উপনিষদ


উত্তর: ক) গীতা



২৫। জগদীশ বাবুর সম্পত্তির পরিমাণ ছিল ? 


ক) বারো লক্ষ টাকার


খ) কুড়ি লক্ষ টাকার


গ) আঠারো লক্ষ টাকার


ঘ) এগারো লক্ষ টাকার


উত্তর: ঘ) এগারো লক্ষ টাকার



২৬। বিরাগী আসলে ছিলেন ? 


ক) হরিদা


খ) জগদীশ বাবু


গ) সন্ন্যাসী


ঘ) পাগল


উত্তর: ক) হরিদা


একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন