আফ্রিকা MCQ প্রশ্নোত্তর

 

মাধ্যমিক বাংলা আফ্রিকা MCQ প্রশ্নোত্তর মাধ্যমিক বাংলা সাজেশন madhyamik Bangla afrika MCQ question answer madhyamik bangla suggestions



১। আফ্রিকা হল একটি  ?


ক) শহর


খ) মহাদেশ 


গ) মহাসাগর


ঘ) উপমহাদেশ 


উত্তর: খ) মহাদেশ



২। স্রষ্টার অসন্তোষ ছিল ?


ক) তাঁর সৃষ্টি প্রতি 


খ) নিজের প্রতি


গ) আফ্রিকার প্রতি


ঘ) পশ্চিমী দুনিয়ার প্রতি


উত্তর: খ) নিজের প্রতি



৩। কবি আদিম যুগের যে বিশেষণ ব্যাবহার করেছেন তা হল ?


ক) উদভ্রান্ত 


খ) চেতনাচিত 


গ) দৃষ্টি অতীত 


ঘ) অপমানিত


উত্তর: ক) উদভ্রান্ত



৪। নতুন সৃষ্টি কে বারবার বিধ্বস্ত করেছিলেন ?


ক) কবি 


খ) স্রষ্টা


গ) ছায়াবৃত


ঘ) দয়াময় দেবতা 


উত্তর: খ) স্রষ্টা



৫। স্রষ্টা নিজের সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করেছিলেন , কারণ ?


ক) বিভীষিকার প্রচণ্ড মহিমা 


খ) সভ্যর বর্বর লোভ


গ) নিজের প্রতি অসন্তোষ


ঘ) আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাত


উত্তর: গ) নিজের প্রতি অসন্তোষ



৬। যে প্রাচী ধরিত্রীর বুক থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল , সে হল ?


ক) দুর্গমের রহস্য 


খ) দৃষ্টি অতীত যাদু


গ) যুগান্তরের কবি 


ঘ) রুদ্র সমুদ্রের বাহু


উত্তর: ঘ) রুদ্র সমুদ্রের বাহু



৭। আফ্রিকার অন্তঃপুরে আলো ছিল ?


ক) কৃপণ


খ) দুর্যোগ


গ) আবিল


ঘ) নগ্ন


উত্তর: ক) কৃপণ



৮। নিভৃত অবকাশে আফ্রিকা সংগ্রহ করছিল ?


ক) দুর্বোধ সংকেত


খ) ভাষাহীন ক্রন্দন


গ) নিলোর্জ্জ অমানুষিকতা


ঘ) দূর্গমের রহস্য


উত্তর: ঘ) দূর্গমের রহস্য



৯। আফ্রিকা চিনেছিল জলস্থল আকাশের ?


ক) দুর্বোধ সংকেত


খ) দূর্গমের রহস্য 


গ) জাদু


ঘ) বিদ্রুপ


উত্তর: ক) দুর্বোধ সংকেত



১০। আফ্রিকা বিদ্রুপ করছিল ?


ক) নতুন সৃষ্টিকে 


খ) শঙ্কাকে


গ) ভীষনকে 


ঘ) আপনাকে


উত্তর: গ) ভীষনকে



১১। আফ্রিকা বিদ্রুপ করছিল ভীষণকে ?


ক) বিভীষিকার প্রচণ্ড মহিমায়


খ) কালো ঘোমটার নীচে


গ) বিরুপের ছদ্মবেশে 


ঘ) তান্ডবের দুন্দুভিনিনাদে


উত্তর: গ) বিরুপের ছদ্মবেশে



১২। কে শঙ্কাকে হার মানাতে চাইছিল ?


ক) কবি 


খ) আফ্রিকা 


গ) রুদ্র সমুদ্রের বাহু


ঘ) দৃষ্টি অতীত জাদু


উত্তর: খ) আফ্রিকা 



১৩। " তান্ডব " শব্দের অর্থ হল ?


ক) অপমান 


খ) তছনছ করা


গ) হইচই করা 


ঘ) উদ্দাম নাচ 


উত্তর: ঘ) উদ্দাম নাচ



১৪।  " আফ্রিকা " কবিতায় কবি " ছায়াবৃতা" সম্বোধন করেছেন ?


ক) আদিম অরণ্য কে


খ) আফ্রিকার কৃষ্ণাঙ্গী কৃত্তদাসীকে 


গ) আফ্রিকা কে


ঘ) অপনিবেশিক শাষণ কে


উত্তর: গ) আফ্রিকা কে



১৫। কালো ঘোমটার নিচে কী পরিচিত ছিল ?


ক) উপেক্ষার আবিল সৃষ্টি


খ) মানুষের শুভ বুদ্ধি


গ) সভ্যের বর্বর লোভ 


ঘ) আফ্রিকার মানব রুপ


উত্তর: ঘ) আফ্রিকার মানব রুপ



১৬। উপেক্ষার দৃষ্টি কেমন ছিল ?


ক) আবিল


খ) তীক্ষ্ণ


গ) বর্বর


ঘ) অন্ধ


উত্তর: ক) আবিল



১৭। ওরা এল ?


ক) লোহার হাতকড়ি নিয়ে


খ) মানুষ ধরার দল নিয়ে 


গ) অরণ্য পথে 


ঘ) সমুদ্র পথে


উত্তর: ক) লোহার হাতকড়ি নিয়ে



১৮। মানুষ ধরার দল গর্বে যার চেয়েও বেশি অন্ধ ছিল ?


ক) কৃপণ আলো


খ) ভাষাহীন ক্রন্দন


গ) সূর্যহারা অরণ্য


ঘ) বিভৎস কাদার পিন্ড


উত্তর: গ) সূর্যহারা অরণ্য



১৯। সভ্যর লোভ কেমন ?


ক) নিলজ্জ


খ) পঙ্কিল


গ) আবিল 


ঘ) বর্বর


উত্তর: ঘ) বর্বর



২০। আফ্রিকার ক্রন্দন কেমন ?


ক) উগ্র


খ) বিভৎস


গ) আবিল


ঘ) ভাষাহীন


উত্তর: ঘ) ভাষাহীন



২১। অরণ্যপথ কেমন ?


ক) সূর্যহারা


খ) অন্ধ


গ) বাস্পাকুল


ঘ) পিচ্ছিল


উত্তর: গ) বাস্পাকুল



২২। অরন্যপথ ধূলি পঙ্কিল হল ?


ক) রক্তে মিশে


খ) অশ্রুতে মিশে


গ) ঘামে ভিজে


ঘ) রক্তের অশ্রুতে মিশে


উত্তর: ঘ) রক্তের অশ্রুতে মিশে



২৩। যারা কাঁটা মারা জুতো পড়েছিল তারা হল ?


ক) দস্যু 


খ) নেকড়ে


গ) মানুষ ধরার দল 


ঘ) পশু


উত্তর: ক) দস্যু 



২৪। বিভৎস কাদার পিন্ড কী দিয়ে গেল ?


ক) ভাষাহীন ক্রন্দন


খ) পঙ্কিল ধূলি


গ) চিরচিহ্ন 


ঘ) অপমান 


উত্তর: গ) চিরচিহ্ন



২৫। যে মন্দিরে পূজার ঘণ্টা বাজছিল , তা অবস্থিত ?


ক) রুদ্র সমুদ্রে


খ) সমুদ্র পারে


গ) সূর্যহারা অরণ্যে


ঘ) মানবীর দ্বারে


উত্তর: খ) সমুদ্র পারে



২৬। পূজার ঘণ্টা কখন বাজছিল ?


ক) সকালে


খ) সন্ধ্যায়


গ) সকালে সন্ধ্যায়


ঘ) মধ্যরাতে 


উত্তর: খ) সন্ধ্যায়



২৭। " ক্ষমা করো " কে ক্ষমা করবে ?


ক) আফ্রিকা 


খ) যুগান্তরের কবি 


গ) সভ্যতা


ঘ) দয়াময় দেবতা 


উত্তর: ক) আফ্রিকা 



একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন