পথের দাবী MCQ প্রশ্নোত্তর

 

মাধ্যমিক বাংলা পথের দাবী MCQ প্রশ্নোত্তর মাধ্যমিক বাংলা সাজেশন madhyamik Bangla pother dabi mcq questions answer madhyamik Bangla suggestions



১। পুলিশ স্টেশনে যারা মোট ঘাট নিয়ে বসেছিল , তারা জাতিতে ছিল ? 


ক) বর্মী


খ) ইংরেজ


গ) বাঙালি


ঘ) হিন্দিভাসী


উত্তর: গ) বাঙালি



২। পুলিশ স্টেশনে মোট ঘাট নিয়ে বসে থাকা বাঙালীর সংখ্যা হল ? 


ক) আট জন


খ) ছয় জন


গ) সাত জন


ঘ) পাঁচ জন


উত্তর: খ) ছয় জন



৩। জগদীশ বাবু পুলিশ স্টেশনে বসে থাকা বাঙালীদের যেসব জিনিস খুলে দেখছিলেন , তাহল ?


ক) টিনের তোরঙ্গ 


খ) ছোটো বড়ো পুঁটলি 


গ) টিনের তোরঙ্গ ও বিছানা পত্র


ঘ) টিনের তোরঙ্গ ও ছোটো বড়ো পুঁটলি 


উত্তর: ঘ) টিনের তোরঙ্গ ও ছোটো বড়ো পুঁটলি



৪। জগদীশ বাবু পেশায় ছিলেন ? 


ক) তেলের কারখানার মিস্ত্রি


খ) পুলিশ


গ) ডাক্তার


ঘ) পিয়াদা 


উত্তর: খ) পুলিশ



৫। পুলিশ যাঁর খোঁজে তল্লাশী করছিল , তিনি ছিলেন একজন ?  


ক) দেশদ্রোহী


খ) রাজদ্রোহী


গ) খুনি


ঘ) অপরাধী


উত্তর: খ) রাজদ্রোহী



৬। পুলিশ স্টেশনে বসে থাকা বাঙালীরা কাজ করতেন ?


ক) বর্মা অয়েল কোম্পানিতে 


খ) বর্মা পুলিশে


গ) ভামো শহরে


ঘ) ম্যানডালে


উত্তর: ক) বর্মা অয়েল কোম্পানিতে



৭। পলিটিক্যাল সাসপেক্টর নাম ছিল ? 


ক) গিরিশ মহাপাত্র


খ) নিমাইবাবু


গ) সব্যসাচি মল্লিক


ঘ) রামদাস তলওয়ারকর


উত্তর: গ) সব্যসাচি মল্লিক



৮। গিরিশ মহাপাত্রের বয়স হল ? 


ক) পঞ্চাস - বাহান্ন বছর


খ) কুড়ি  - পঁচিশ বছর


গ) ত্রিশ  -  বত্রিশ বছর


ঘ) ষাট  - সত্তর বছর


উত্তর: গ) ত্রিশ  -  বত্রিশ বছর



৯।  গিরিশ মহাপাত্রের চেহারা ও পোশাক পরিচ্ছদ ছিল ?


ক) পরিপাটি ও সাফসুতরো


খ) নোংরা ও বিরক্তিকর


গ) সাদাসিধে 


ঘ) অদ্ভুত ও হাস্যকর


উত্তর: ঘ) অদ্ভুত ও হাস্যকর



১০। গিরিশ মহাপাত্রের চুলে যে গন্ধ ছিল তার কারণ ছিল ?


ক) লেবুর তেল 


খ) গঞ্জিকা


গ) প্রসাধনী


ঘ) বহুদিন স্নান না করা 


উত্তর: ক) লেবুর তেল



১১। " দয়ার সাগর ! পরকে সেজে দি , নিজে খাইনে ।" বক্তা হলেন ?


ক) নিমাইবাবু


খ) জগদীশবাবু 


গ) অপূর্ব


ঘ) গিরিশ মহাপাত্র 


উত্তর: ক) নিমাইবাবু



১২। " বুড়ো মানুষের কথাটা শুনো ।" বুড়ো মানুষটি হলেন ?


ক) জগদীশবাবু 


খ) গিরিশ মহাপাত্র


গ) অপূর্ব


ঘ) নিমাইবাবু 


উত্তর: ঘ) নিমাইবাবু


১৩। তেওয়ারী বর্মা নাচ দেখতে যে স্থানে গিয়েছিল তার নাম ?


ক) ফয়া 


খ) শোএবো


গ) মিকথিলা 


ঘ) এনাজ্ঞাং


উত্তর: ক) ফয়া



১৪। সব্যসাচী মল্লিক পেশায় ছিলেন ? 


ক) শিক্ষক 


খ) ডাক্তার 


গ) পুলিশ


ঘ) কেরানী।


উত্তর: খ) ডাক্তার



১৫। গিরিশ মহাপাত্রের জামার রং ছিল ?


ক) গেরুয়া


খ) নীল


গ) রামধনু


ঘ) সাদা 


উত্তর: গ) রামধনু



১৬। " এমনি তাদের অভ্যাস হয়ে গেছে ।" যা অভ্যাস হওয়ার কথা বলা হয়েছে তা হল ?


ক) সময়মতো খাওয়া 


খ) পুলিশের মার খাওয়া


গ) অপমানিত হওয়া 


ঘ) বিশৃঙ্খলা


উত্তর: গ) অপমানিত হওয়া



১৭। " তোমার চিন্তা নেই ঠাকুর ।" ' ঠাকুর ' বলতে যাকে বোঝানো হয়েছে তার নাম ?


ক) তেওয়ারি 


খ) তলওয়ারকর


গ) নিমাইবাবু


ঘ) গিরিশ মহাপাত্র


উত্তর: ক) তেওয়ারি


একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন