নদীর বিদ্রোহ MCQ প্রশ্নোত্তর

 

মাধ্যমিক বাংলা নদীর বিদ্রোহ MCQ প্রশ্নোত্তর মাধ্যমিক বাংলা সাজেশন madhyamik Bangla nodir bidroho mcq questions answer madhyamik Bangla suggestions



১। যে প্যাসেঞ্জার ট্রেনটিকে নদেরচাঁদ রওনা করিয়ে দিয়েছিল তাঁর সময় ছিল ?


ক) চারটে পঁয়তাল্লিশ


খ) পাঁচটা কুড়ি 


গ) চারটে আটচল্লিশ 


ঘ) পাঁচটা আটচল্লিশ 


উত্তর: ক) চারটে পঁয়তাল্লিশ



২। নদেরচাঁদ যাকে ডেকে বলল " আমি চললাম হে , সে হল তাঁর ?


ক) স্ত্রী 


খ) সহকর্মী 


গ) নতুন সহকারী 


ঘ) দারোয়ান 


উত্তর: গ) নতুন সহকারী



৩। স্টেশন থেকে নদীর উপরকার ব্রিজের দুরত্ব হল ?


ক) তিন কিলোমিটার 


খ) পাঁচ মাইল 


গ) পাঁচশো মিটার 


ঘ) এক মাইল 


উত্তর: ঘ) এক মাইল



৪। অবিরত বৃষ্টি হয়েছিল ?


ক) পাঁচ দিন ধরে 


খ) তিনদিন ধরে


গ) দুই দিন ধরে 


ঘ) সাতদিন ধরে 


উত্তর: ক) পাঁচ দিন ধরে 



৫। যখন বৃষ্টি থামল , তখন ?


ক) দুপুর


খ) বিকেল 


গ) রাত্রি 


ঘ) ভোর 


উত্তর: খ) বিকেল



৬। নদেরচাঁদ নদীকে দেখেনি ?


ক) তিনদিন 


খ) পাঁচদিন 


গ) সাতদিন 


ঘ) একদিন 


উত্তর: খ) পাঁচদিন



৭। নদেরচাঁদের ঔৎসুক ছিল ?


ক) ছেলে মানুষের মতো 


খ) বুড়ো মানুষের মতো 


গ) মহিলাদের মতো 


ঘ) পুরুষদের মতো 


উত্তর: ক) ছেলে মানুষের মতো



৮। নদেরচাঁদ বাঁচবে না ?


ক) ব্রিজ থেকে সরে না গেলে 


খ) বউকে না দেখতে পেলে 


গ) নদীকে না দেখলে 


ঘ) নদীর সঙ্গে না খেললে 


উত্তর: গ) নদীকে না দেখলে



৯। দুদিকে জলে ডুবে গিয়েছিল ?


ক) রাস্তা 


খ) বাড়িঘর 


গ) ধানখেত 


ঘ) মাঠঘাট 


উত্তর: ঘ) মাঠঘাট



১০। নদেরচাঁদ হেঁটে যাচ্ছিল ?


ক) রেলের উঁচু বাঁধ দিয়ে 


খ) রেলব্রিজ দিয়ে 


গ) পাকা রাস্তা দিয়ে 


ঘ) নদীর পাড় দিয়ে 


উত্তর: ক) রেলের উঁচু বাঁধ দিয়ে



১১। নদেরচাঁদ ছিল একজন 


ক) ট্রেনের চালক 


খ) লাইটম্যান


গ) স্টেশনমাস্টার


ঘ) মাষ্টারমশাই 


উত্তর: গ) স্টেশনমাস্টার



১২। নদেরচাঁদের বয়স হল ?


ক) বাইশ বছর 


খ) আঠাশ বছর 


গ) ত্রিশ বছর 


ঘ) চল্লিশ বছর 


উত্তর: গ) ত্রিশ বছর



১৩। নদীর প্রতি নিজের পাগলামিতে নদেরচাঁদের ?


ক) ভয় হয় 


খ) দুঃখ হয় 


গ) আনন্দ হয় 


ঘ) গর্ব হয় 


উত্তর: গ) আনন্দ হয়



১৪। নদীকে ভালোবাসার কৈফিয়ত হিসেবে নদেরচাঁদ যে কারণ দেখায় , সেটি হল ?


ক) সে কোনোদিন নদী দেখেনি 


খ) নদীটি খুব সুন্দর 


গ) নদী থেকে সে মাছ ধরে 


ঘ) নদীর ধারে তার জন্ম 


উত্তর: ঘ) নদীর ধারে তার জন্ম



১৫। শৈশব , কৈশোরে ও প্রথম যৌবনে মানুষ ?


ক) ভালোমন্দের হিসেব করে না 


খ) বড়ো ছোটর হিসেব করে না 


গ) সাদা কালোর হিসেব করে না 


ঘ) ন্যায় অন্যায়ের হিসেব করে না 


উত্তর: খ) বড়ো ছোটর হিসেব করে না 



১৬। নদেরচাঁদের সঙ্গে নদীর যে সম্পর্ক ছিল তাকে বলা হয় ?


ক) প্রেম 


খ) সখ্য 


গ) শত্রুতা 


ঘ) প্রতিদ্বনদ্বিতা 


উত্তর: খ) সখ্য



১৭। নদেরচাঁদ স্তম্ভিত হয়ে গেল কারণ ?


ক) নদীর জল শুকিয়ে গেছে 


খ) নদীর বর্ষার জলে পরিপুষ্ট হয়ে গেছে 


গ) নদী যেন খেপে গেছে 


ঘ) নদী অপরূপ রুপ ধারণ করেছে 


উত্তর: গ) নদী যেন খেপে গেছে



১৮। নদীর জল ছিল ?


ক) সচ্ছ 


খ) পরিষ্কার 


গ) ফেনিল 


ঘ) পঙ্কিল 


উত্তর: ঘ) পঙ্কিল



১৯। নদেরচাঁদ স্টেশন মাস্টারের চাকরী করেছে ?


ক) চার বছর 


খ) দুই বছর 


গ) পাঁচ বছর 


ঘ) এক বছর 


উত্তর: ক) চার বছর



২০। নদেরচাঁদ পকেট থেকে যা বের করে স্রোতের মধ্যে ছুঁড়ে দিল তাহল ?


ক) পুরোনো চিঠি 


খ) টাকা 


গ) পয়সা 


ঘ) কাগজের টুকরো 



উত্তর: ক) পুরোনো চিঠি



একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন