অসুখী একজন MCQ প্রশ্নোত্তর

 

মাধ্যমিক বাংলা অসুখী একজন MCQ প্রশ্নোত্তর মাধ্যমিক বাংলা সাজেশন Madhyamik Bangla osukhi akjon mcq questions answer madhyamik Bangla suggestions


১) " অসুখী একজন " কবিতাটির কবি হলেন 

ক) মানেজ

খ) রোকে ডাল্টন 

গ) পাবলো নেরুদা

ঘ) লেওজেল রুগমা

উত্তর: গ) পাবলো নেরুদা


২। " অসুখী একজন " কবিতাটির তরজমা করেন 

ক) মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়

খ) নবারুণ ভট্টাচার্য

গ) উৎপল কুমার বসু 

ঘ) শুভাশিস ঘোষ

উত্তর: খ) নবারুণ ভট্টাচার্য


৩। পাবলো নেরুদা নোবেল পুরষ্কার পান 

ক) স্প্যানিশ সাহিত্যের রূপকার হিসেবে 

খ) সোভিয়েত স্প্যানিশ সাহিত্যের রূপকার হিসেবে

গ) ইংরেজী স্প্যানিশ সাহিত্যের রূপকার হিসেবে

ঘ) জার্মান স্প্যানিশ সাহিত্যের রূপকার হিসেবে

উত্তর: ক) স্প্যানিশ সাহিত্যের রূপকার হিসেবে 


৪। পাবলো নেরুদা ছিলেন 

ক) চিলিয়ান কবি ও রাজনীতিবিদ

খ) রাশিয়ান কবি ও ভাস্কর্য শিল্পী 

গ) জার্মান কবি ও চিত্রকর

ঘ) ইউরোপিয়ান কবি ও রাজনীতিবিদ


উত্তর: ক) চিলিয়ান কবি ও রাজনীতিবিদ

৫। অপেক্ষায় দাঁড় করিয়ে রাখা হয়েছিল 

ক) দরজায়

খ) ছাদে

গ) বারান্দায়

ঘ) রাস্তায়

উত্তর: ক) দরজায়


৬। পাবলো নেরুদার প্রকৃত নাম হল 

ক) নেফতলি রিকাদো রেইয়েস বাসওআলতো 

খ) রিকাদো বাসওআলতো 

গ) রেয়েন্স বাসওআলতো

ঘ) পল ভেরলেইন নেরুদা

উত্তর: ক) নেফতলি রিকাদো রেইয়েস বাসওআলতো


৭। " সে জানত না " সে হল 

ক) পরাজিত সৈনিক 

খ) কবিতার কথক

গ) কবির ভালোবাসার জন 

ঘ) কবির মা 

উত্তর: গ) কবির ভালোবাসার জন

৮। " অসুখী একজন " কবিতায় একটা কি চলে গেল বলতে কবি কোন জন্তুর উল্লেখ করেছেন 

ক) মানুষ 

খ) কুকুর 

গ) হরিণ 

ঘ) বেড়াল

উত্তর: খ) কুকুর


৯। " অসুখী একজন " কবিতায় কবি কটা সপ্তাহ কেটে যাওয়ার উল্লেখ করেছেন 

ক) একটি 

খ) দুটি 

গ) চারটি 

ঘ) তিনটি 

উত্তর: ক) একটি

১০। " অসুখী একজন " কবিতায় কবি পরিত্যক্ত রাস্তায় কী জন্মানোর কথা বলেছেন 

ক) ঘাস 

খ) তরুলতা 

গ) গাছ

ঘ) শস্য 

উত্তর: ক) ঘাস

১১।  " অসুখী একজন " কবিতায় একটার পর একটা বছর গুলো কীভাবে নেমে এল বলে কবি মনে করেছেন 

ক) পাথরের মতো 

খ) জলের মতো

গ) ফুলের মতো

ঘ) গানের মতো

উত্তর: ক) পাথরের মতো


১২। বৃষ্টি কী ধুয়ে দিয়েছিল 

ক) রাস্তার ধুলো 

খ) রক্তের দাগ 

গ) কথকের পায়ের দাগ 

ঘ) কাঠ কয়লার দাগ 

উত্তর: খ) রক্তের দাগ


১৩। " তারপর যুদ্ধ এল " - " যুদ্ধ এল "র অর্থ 

ক) যুদ্ধ শেষ হল 

খ) যুদ্ধ হবে এমন 

গ) যুদ্ধ শুরু হল 

ঘ) যুদ্ধ চলাকালীন অবস্থায় 

উত্তর: গ) যুদ্ধ শুরু হল


১৪। " রক্তের এক __________মতো"

ক) ধসের 

খ) অক্ষরের

গ) গিরিখাতের 

ঘ) আগ্নেয় পাহাড়ের 

উত্তর: ঘ) আগ্নেয় পাহাড়ের


১৫।  " অসুখী একজন " কবিতায় শিশু আর বাড়িরা 

ক) খুন হল

খ) হারিয়ে গেল 

গ) বেঁচে রইল

ঘ) জেগে রইল

উত্তর: ক) খুন হল


১৬।  " অসুখী একজন " কবিতায় কীসে সমস্ত সমতল ধ্বংস হল 

ক)ভূমিকম্পে

খ) ধসে

গ) আগুনে 

ঘ) বন্যায় 

উত্তর: গ) আগুনে


১৭।  " অসুখী একজন " কবিতায় কে মিষ্টি বাড়ির বারান্দার ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিল 

ক) মেয়েটি 

খ) বন্ধুটি 

গ) কবি 

ঘ) ভাইটি 

উত্তর: গ) কবি


১৮।  " অসুখী একজন "কবিতায় কবির ঝুলন্ত বিছানার ধারের গাছটি ছিল 

ক) গোলাপী

খ) হলুদ 

গ) নীল 

ঘ) সবুজ 

উত্তর: ক) গোলাপী


১৯।  " অসুখী একজন " কবিতায় ছড়ানো করতলের মতো পাতা ছিল 

ক) মশারীর 

খ) চিমনির

গ) বিছানার

ঘ) বসার ঘরের 

উত্তর: ঘ) বসার ঘরের


২০। "সব________হয়ে গেল , জ্বলে গেল আগুনে "

ক) বির্চুন

খ) চূর্ন

গ) শক্ত

ঘ) চুরমার

উত্তর: খ) চূর্ন


২১।  " অসুখী একজন " কবিতায় শহর ধ্বংসের সঙ্গে সঙ্গে রক্তের দাগের রং হয়েছিল 

ক) কালো

খ) হলুদ 

গ) লাল 

ঘ) সবুজ

উত্তর: ক) কালো


২২।  " অসুখী একজন " কবিতায় সেই মেয়েটি যার জন্য অপেক্ষারত সে হল

ক) কবি

খ) ডাকপিয়ন

গ) তুমি

ঘ) তোমরা

উত্তর: ক) কবি


একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন