অভিষেক MCQ প্রশ্নোত্তর

 

মাধ্যমিক বাংলা অভিষেক MCQ প্রশ্নোত্তর মাধ্যমিক বাংলা সাজেশন madhyamik Bangla abisekh mcq questions answer madhyamik Bangla suggestions


১। মধুসূদনের " অভিষেক " নামাঙ্ক্ষিত পাঠ্য অংশটি কোন কাব্য থেকে নেওয়া ?

ক) হেক্টরবধ কাব্য 

খ) তিলোত্তমাসম্ভব কাব্য 

গ) মেঘনাদবধ কাব্য

ঘ) ব্রজাঙ্গনা কাব্য

উত্তর: গ) মেঘনাদবধ কাব্য


২। " মেঘনাদবধ কাব্য টির " প্রকাশ কাল ?

ক) ১৮৬২

খ) ১৮৬৫

গ) ১৮৬১

ঘ) ১৮৭২

উত্তর: গ) ১৮৬১


৩। মধুসূদন যে ছন্দের জনক সেটি হল ? 

ক) পাদাকুলক ছন্দ

খ) গদ্য ছন্দ

গ) অমিত্রাক্ষর ছন্দ

ঘ) মাত্রাবৃত্ত ছন্দ

উত্তর: গ) অমিত্রাক্ষর ছন্দ


৪। ধাত্রী প্রভাশার ছদ্মবেশে ইন্দ্রজিতের কাছে এসেছিলেন ?

ক) দেবী সরস্বতী

খ) দেবী দুর্গা

গ) দেবী লক্ষ্মী

ঘ) দেবী চন্ডী

উত্তর: গ) দেবী লক্ষ্মী


৫। অম্বুরাশি সুতা , ভগবতী ইন্দিরা সুন্দরী হলেন আসলে ?

ক) দেবী লক্ষ্মী 

খ) দেবী চন্ডী 

গ) দেবী মনসা 

ঘ) দেবী দুর্গা

উত্তর: ক) দেবী লক্ষ্মী


৬। অম্বুরাশি সুতা  মৃত্যু সংবাদ দিলেন ?

ক) রাবণের 

খ) বিভীষনের 

গ) বিরবাহুর

ঘ) রাঘবের

উত্তর: গ) বিরবাহুর


৭। " সসৈন্য সাজেন আজি _______ আপনি ।" 

ক) বধিতে

খ) খেলিতে

গ) মারিতে

ঘ) যুঝিতে

উত্তর: ঘ) যুঝিতে


৮। "_______ সংহারিনু আমি রঘুবরে ; 

ক) নিশা - রণে 

খ) অপরাহ্ন  - রণে

গ) দিবা - রণে

ঘ) মধ্যাহ্ন - রণে 

উত্তর: ক) নিশা - রণে


৯। " বৈরিদল " শব্দের অর্থ ?

ক) বন্ধুদল

খ) মিত্রদল

গ) শত্রুদল

ঘ) ভাতৃদল

উত্তর: গ) শত্রুদল


১০। " এ বারতা , এ অদ্ভুত বারতা ,______। "

ক) জননী

খ) ভগবতী

গ) রাক্ষসী

ঘ) মাত:

উত্তর: ক) জননী


১১। ত্বরা করে আনতে বলা হয়েছে ?

ক) রথ

খ) পালকি

গ) ঘোড়া 

ঘ) হাতি

উত্তর: ক) রথ


১২। " ঘুচাব এ অপবাদ , বধি _______।

ক) অসুরকুলে

খ) দেবকুলে

গ) বানরকুলে

ঘ) রিপুকুলে 

উত্তর: ঘ) রিপুকুলে


১৩। " হৈমবতিসুত " হলেন ?

ক) কার্তিকেয়

খ) গণেশ

গ) অর্জুন 

ঘ) বিভীষণ 

উত্তর: ক) কার্তিকেয়


১৪। " মেঘবর্ন  রথ ; চক্র _______;

ক) রামধনুর ছটা 

খ) বিজলির ছটা

গ) স্বর্ণময় ছড়া 

ঘ) ময়ূর পেখম 

উত্তর: খ) বিজলির ছটা



একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন