“ আমার এই অক্ষমতার জন্যে তোমার আমাকে ক্ষমা করো ।” বক্তা কাদের কাছে কোন অক্ষমতা প্রকাশ করেছেন প্রশ্নোত্তর

 

মাধ্যমিক বাংলা madhyamik Bangla আমার এই অক্ষমতার জন্যে তোমার আমাকে ক্ষমা করো বক্তা কাদের কাছে কোন অক্ষমতা প্রকাশ করেছেন প্রশ্নোত্তর amar ai okhomotar jonno tomar amake khoma koro bokta kader kache kon okhomota prokash korechen questions answer


উত্তর: নাট্যকার শচীন্দ্রনাথ সেন গুপ্ত রচিত “ সিরাজদ্দৌলা ” নাট্যাংশটি ঐতিহাসিক প্রেক্ষাপটে লিখিত । বাংলার নবাব সিরাজদ্দৌলার জীবন কাহিনী এবং নবাব তথা বাংলার ট্র্যাজিক পরিনতি এই নাটকের বিষয়বস্তু । উদ্ধৃত উক্তিটির বক্তা সিরাজদ্দৌলা , ফরাসি প্রতিনিধি মসিয়ে লা কে উদ্দেশ্য করে বলেছেন । দীর্ঘকাল ধরেই ইংরেজদের সঙ্গে ফরাসিদের বিবাদ । সেই বিবাদের সুত্রপাত সাগর পারে হলেও , তাঁর সূত্র ধরেই এদেশেও উভয়পক্ষের মধ্যে রেষারেষি ছিল অব্যাহত । ইংরেজরা সিরাজদ্দৌলার অনুমতি ব্রতিতই চন্দননগর আক্রমণ ও অধিকার করে । সেখানকার সব ক টি ফরাসি বাণিজ্য কুঠি অধিগ্রহণের দাবী জানায় । এর সুবিচারের আশায় ফরাসিরা নবাবের শরণাপন্ন হলেও সিরাজদ্দৌলা তাদের সাহায্য করতে পারেননি । এখানে তিনি নিজের সেই অক্ষমতার কথাই বলেছেন । 



[        ] বক্তা নবাব সিরাজদ্দৌলা ফরাসিদের কাছে ক্ষমা চেয়েছেন । কারণ , ফরাসিরা তাঁর সঙ্গে কখনোই দুর্ব্যবহার করেনি । তাই তাদের প্রতি সম্পূর্ন সহানুভূতি থাকলেও এবং তাদের অভিযোগ ন্যায়সংগত হওয়া সত্ত্বেও , তিনি তাদের সাহায্য করতে অপারগ । নিজের অক্ষমতায় এবং নিষ্ক্রিয়তায় আন্তরিকভাবে লজ্জিত সিরাজ ক্ষমাপ্রার্থনা করেছেন ।



একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন