উত্তর: নাট্যকার শচীন্দ্রনাথ সেন গুপ্ত রচিত “ সিরাজদ্দৌলা ” নাট্যাংশটি ঐতিহাসিক প্রেক্ষাপটে লিখিত । বাংলার নবাব সিরাজদ্দৌলার জীবন কাহিনী এবং নবাব তথা বাংলার ট্র্যাজিক পরিনতি এই নাটকের বিষয়বস্তু । উদ্ধৃত উক্তিটির বক্তা সিরাজদ্দৌলা , ফরাসি প্রতিনিধি মসিয়ে লা কে উদ্দেশ্য করে বলেছেন । দীর্ঘকাল ধরেই ইংরেজদের সঙ্গে ফরাসিদের বিবাদ । সেই বিবাদের সুত্রপাত সাগর পারে হলেও , তাঁর সূত্র ধরেই এদেশেও উভয়পক্ষের মধ্যে রেষারেষি ছিল অব্যাহত । ইংরেজরা সিরাজদ্দৌলার অনুমতি ব্রতিতই চন্দননগর আক্রমণ ও অধিকার করে । সেখানকার সব ক টি ফরাসি বাণিজ্য কুঠি অধিগ্রহণের দাবী জানায় । এর সুবিচারের আশায় ফরাসিরা নবাবের শরণাপন্ন হলেও সিরাজদ্দৌলা তাদের সাহায্য করতে পারেননি । এখানে তিনি নিজের সেই অক্ষমতার কথাই বলেছেন ।
[ ] বক্তা নবাব সিরাজদ্দৌলা ফরাসিদের কাছে ক্ষমা চেয়েছেন । কারণ , ফরাসিরা তাঁর সঙ্গে কখনোই দুর্ব্যবহার করেনি । তাই তাদের প্রতি সম্পূর্ন সহানুভূতি থাকলেও এবং তাদের অভিযোগ ন্যায়সংগত হওয়া সত্ত্বেও , তিনি তাদের সাহায্য করতে অপারগ । নিজের অক্ষমতায় এবং নিষ্ক্রিয়তায় আন্তরিকভাবে লজ্জিত সিরাজ ক্ষমাপ্রার্থনা করেছেন ।