“ চমকে উঠলেন জগদীশবাবু ।” জগদীশবাবুর পরিচয় দাও ? তাঁর চমকে ওঠার কারণ আলোচনা করো প্রশ্নোত্তর


মাধ্যমিক বাংলা madhyamik Bangla চমকে উঠলেন জগদীশবাবু জগদীশবাবুর পরিচয় দাও তাঁর চমকে ওঠার কারণ আলোচনা করো প্রশ্নোত্তর chomoke uthlen jogodishbabu jogodishbabur porichoy dao tar chomoke othar karon alochona koro questions answer




উত্তর: সুবোধ ঘোষের “ বহুরূপী ” গল্পে জগদীশবাবু একটি পাস্বচরিত্র । তিনি শিক্ষিত , মার্জিত ও ভদ্র , সৌম্য শান্ত চেহারার অধিকারী , ধনী হলেও কৃপণ । তাঁর জীবনের দুর্বলতা হল তাঁর অন্ধভক্তি । সুখ শান্তির আশায় সাধু সন্ন্যাসী দেখলেই তাদের তিনি তুষ্ট করার চেষ্টা করতেন । এর জন্য অবশ্য তিনি মাঝে মধ্যেই ঠকেছেন ।


[      ] এক স্নিগ্ধ ও শান্ত জোৎস্নালোকিত উজ্জ্বল সন্ধায় জগদীশবাবু বারান্দার চেয়ারে বসেছিলেন । হটাৎ বারান্দার সিঁড়ির দিকে তাকিয়ে তিনি অবাক হয়ে গিয়েছিলেন । তাঁর চোখের পাতা পড়ছিল না । কারণ সিঁড়ির কাছে এমন একজন দাঁড়িয়েছিলেন যিনি জটায়ুধারী , হাতে কমন্ডুল , চিমটে , মৃগচর্মের আসন সহ গৈরিক বসন পরিহিত কোনো সন্ন্যাসী নয় , তিনি একজন বিরাগী , যাঁর আদুর গা , তাঁর উপরে একটি ধবধবে সাদা উত্তরীয় । পরনে ছোটো বহরের থান । তাঁর মাথার শুকনো চুল গুলো বাতাসে উড়ছে , হাত পা ধূলো মাখা , কাঁধে একটা ঝোলা , যায় মধ্যে একটি মাত্র বই গীতা । জগদীশবাবুর তাঁকে দেখে মনে হয়েছিল তিনি যেন জগতের সীমার ওপার থেকে হেঁটে চলে এসেছেন । তাঁর শীর্ণ শরীর দেখে মনে হচ্ছিল যেন অশরীরী এবং তাঁর চোখ থেকে ঝরে পড়েছিল উদাত্ত শান্ত এক উজ্জ্বল দৃষ্টি ।


একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন