উত্তর: সুবোধ ঘোষের “ বহুরূপী ” গল্পে জগদীশবাবু একটি পাস্বচরিত্র । তিনি শিক্ষিত , মার্জিত ও ভদ্র , সৌম্য শান্ত চেহারার অধিকারী , ধনী হলেও কৃপণ । তাঁর জীবনের দুর্বলতা হল তাঁর অন্ধভক্তি । সুখ শান্তির আশায় সাধু সন্ন্যাসী দেখলেই তাদের তিনি তুষ্ট করার চেষ্টা করতেন । এর জন্য অবশ্য তিনি মাঝে মধ্যেই ঠকেছেন ।
[ ] এক স্নিগ্ধ ও শান্ত জোৎস্নালোকিত উজ্জ্বল সন্ধায় জগদীশবাবু বারান্দার চেয়ারে বসেছিলেন । হটাৎ বারান্দার সিঁড়ির দিকে তাকিয়ে তিনি অবাক হয়ে গিয়েছিলেন । তাঁর চোখের পাতা পড়ছিল না । কারণ সিঁড়ির কাছে এমন একজন দাঁড়িয়েছিলেন যিনি জটায়ুধারী , হাতে কমন্ডুল , চিমটে , মৃগচর্মের আসন সহ গৈরিক বসন পরিহিত কোনো সন্ন্যাসী নয় , তিনি একজন বিরাগী , যাঁর আদুর গা , তাঁর উপরে একটি ধবধবে সাদা উত্তরীয় । পরনে ছোটো বহরের থান । তাঁর মাথার শুকনো চুল গুলো বাতাসে উড়ছে , হাত পা ধূলো মাখা , কাঁধে একটা ঝোলা , যায় মধ্যে একটি মাত্র বই গীতা । জগদীশবাবুর তাঁকে দেখে মনে হয়েছিল তিনি যেন জগতের সীমার ওপার থেকে হেঁটে চলে এসেছেন । তাঁর শীর্ণ শরীর দেখে মনে হচ্ছিল যেন অশরীরী এবং তাঁর চোখ থেকে ঝরে পড়েছিল উদাত্ত শান্ত এক উজ্জ্বল দৃষ্টি ।