“ বহুরূপী ” গল্পে যে হিমালয়বাসী সন্ন্যাসীর প্রসঙ্গ আছে তাঁর চরিত্র বিশ্লেষণ করো প্রশ্নোত্তর

মাধ্যমিক বাংলা madhyamik Bangla বহুরূপী গল্পে যে হিমালয়বাসী সন্ন্যাসীর প্রসঙ্গ আছে তাঁর চরিত্র বিশ্লেষণ করো প্রশ্নোত্তর bohurupi golpe je himalaybasi sonnasir prosongo ache tar choritro bishleshon koro questions answer




উত্তর: ছোটো গল্পকার সুবোধ ঘোষ রচিত “ বহুরূপী ” গল্পে জগদীশবাবুর বাড়িতে আশ্রিত এক হিমালয়বাসী । সন্ন্যাসীর কথা জানা যায় পাড়ার কিছু যুবকের মুখ থেকে । বড়োলোক জগদীশবাবুর সন্ন্যাসী সাত দিন অবস্থান করেন । এই সন্ন্যাসী নাকি হিমালয়ের গুহাতে থাকেন । সারা বছরে একটি হরীতকী ছাড়া তিনি আর কিছু খান না । সন্ন্যাসীর বয়স নাকি হাজার বছরেরও বেশি । নিজের সম্পর্কে তাঁর উচ্চ ধারণা তাঁর ভিতরে এক ধরনের গৃহী সুলভ অহংবোধের জন্ম দিয়েছিল । তাই সাধারণ মানুষকে তাঁর পদধূলি নেওয়ারও অনুমতি তিনি দিতেন না । অথচ যে সন্ন্যাসী সর্বস্বত্যাগী , তিনি কাঠের খড়মে লাগানো সোনার বোল দেখে আপ্লুত হয়ে পা বাড়িয়ে দেন জগদীশবাবুর দিকে । আবার হিমালয়বাসী সন্ন্যাসী জগদীশবাবুর দেওয়া একশো টাকা প্রনামীও তিনি প্রত্যাখ্যান করেননি , বরং মুচকি হাসির মধ্য দিয়ে তা গ্রহণ করে জগদীশবাবুকে বাধিত করেছেন । মোটের উপর , সন্ন্যাসীর আচরণ ও তাঁর সম্পর্কে প্রাপ্ত তথ্যবলীর মধ্যে যে বৈপরীত্য ও অসংগতি খুঁজে পাওয়া যায় , তাঁর নিরিখে এ কথা স্পষ্ট যে তিনি প্রকৃত সন্ন্যাসী ছিলেন না ।

 
একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন