আয় আরো বেঁধে বেঁধে থাকি MCQ প্রশ্নোত্তর

 

মাধ্যমিক বাংলা আয় আরো বেঁধে বেঁধে থাকি MCQ প্রশ্নোত্তর মাধ্যমিক বাংলা সাজেশন madhyamik Bangla ai aro bendhe bendhe thaki mcq questions answer madhyamik bangla suggestions



১। " আয় আরো বেঁধে বেঁধে থাকি " কবিতাটির মূল কাব্য গ্রন্থ হল ?

ক) ধুম লেগেছে হৃদকমলে 

খ) জলই পাষাণ হয়ে আছে 

গ) মূর্খ বড়ো সামাজিক নয়

ঘ) মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে

উত্তর: খ) জলই পাষাণ হয়ে আছে


২। " আয় আরো বেঁধে বেঁধে থাকি " কবিতাটির কবি হলেন ?

ক) বিষ্ণু দে

খ) জীবনানন্দ দাশ

গ) শঙ্খ ঘোষ

ঘ) নীরেন্দ্রনাথ চক্রবর্তী

উত্তর: গ) শঙ্খ ঘোষ


৩। কবি শঙ্খ ঘোষের প্রথম প্রকাশিত কাব্য গ্রন্থ টি হল ?

ক) দিনগুলি রাত গুলি 

খ) নিহিত পাতাল ছায়া

গ) মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে

ঘ) বাবরের প্রাথনা

উত্তর: ক) দিনগুলি রাত গুলি 


৪। শঙ্খ ঘোষের ছদ্মনাম নাম কি ছিল ?

ক) কুন্তক 

খ) যাযাবর

গ) মৌমাছি

ঘ) নীললোহিত

উত্তর: ক) কুন্তক 


৫। " কুন্তক " ছদ্মনামে লেখা শঙ্খ ঘোষের রচনা গুলির নাম হল ?

ক) শব্দ নিয়ে খেলা ও কথা নিয়ে খেলা

খ) দিনগুলি রাত গুলি , বাবরের প্রাথনা

গ) ছন্দময় জীবন , ভিন্ন রুচির অধিকার 

ঘ) এই শহরের রাখাল , ছন্দের বারান্দা 

উত্তর: ক) শব্দ নিয়ে খেলা ও কথা নিয়ে খেলা


৬। " আয় আরো বেঁধে বেঁধে থাকি " কথাটি কবিতায় ব্যাবহৃত হয় ?

ক) একবার

খ) দুইবার

গ) তিনবার

ঘ) চারবার

উত্তর: খ) দুইবার


৭। " আয় আরো বেঁধে বেঁধে থাকি " কবিতাটির দ্বিতীয় পঙক্তি ?

ক) আমাদের ডান পাশের ধ্বস

খ) আমাদের বাঁয়ে গিরিখাদ

গ) আমাদের মাথায় বোমারু

ঘ) আমাদের ঘর গেছে উড়ে

উত্তর: খ) আমাদের বাঁয়ে গিরিখাদ


৮। "আমাদের বাঁয়ে গিরিখাদ" " গিরিখাদ" শব্দটির আক্ষরিক অর্থ ?

ক) স্থানচ্যুতি

খ) অদৃশ্য হওয়া

গ) চূড়া

ঘ) পর্বত গহবর

উত্তর: ঘ) পর্বত গহবর


৯।"আমাদের মাথায় ______।" 

ক) বোমারু

খ) গিরিখাদ

গ) চূড়া 

ঘ) পর্বত গহব্বর

উত্তর: ক) বোমারু


১০। কবিতায় উল্লিখিত হিমানীর বাঁধ রয়েছে ?

ক) হাতে হাতে 

খ) পায়ে পায়ে

গ) মাথায় মাথায়

ঘ) শিরায় শিরায়

উত্তর: খ) পায়ে পায়ে


১১। আমাদের কী নেই বলে কবির মত প্রকাশ ?

ক) ভূগোল 

খ) ইতিহাস

গ) বাংলা 

ঘ) জীবন 

উত্তর: ঘ) জীবন 


১২। আমরা ভিখারী কত মাসে বলে কবির মত ?

ক) পাঁচ মাস

খ) ছয় মাস

গ) আট মাস

ঘ) বারো মাস

উত্তর: ঘ) বারো মাস


১৩। কবির মতে তবুও আমরা কোথায় কোথায় ফিরেছি ?

ক) দোরে দোরে

খ) জলে জলে

গ) বন্দরে বন্দরে

ঘ) স্থলে স্থলে

উত্তর: ক) দোরে দোরে


১৪। কবিতায় কবি আরও কীভাবে থাকার কথা বলেছেন ?

ক) বেঁধে বেঁধে

খ) ঘুরে ঘুরে

গ) কেঁদে কেঁদে

ঘ) শুয়ে শুয়ে 


উত্তর: ক) বেঁধে বেঁধে




একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন