জ্ঞানচক্ষু MCQ প্রশ্নোত্তর

 

মাধ্যমিক বাংলা গল্প জ্ঞানচক্ষু MCQ প্রশ্নোত্তর মাধ্যমিক বাংলা সাজেশন madhyamik Bangla golpo gaanchokhu mcq questions answer madhyamik bangla suggestions


১| জ্ঞানচক্ষু গল্পটি কার লেখা ?


ক) মহাশ্বেতা দেবী 

খ) রোকেয়া বেগম 

গ) আশাপূর্ণা দেবী 

ঘ) সেলিনা হোসেন 

উত্তর:- গ) আশাপূর্ণা দেবী 


২। " কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল ।" কথাটা হল ?

ক) তপনের মামা একজন লেখক

খ) তপনের লেখা ছাপা হয়েছে 

গ) তপনের মেসো একজন লেখক 

ঘ) সবাই তপনের গল্প শুনে হেসেছে 

উত্তর:- গ) তপনের মেসো একজন লেখক 


৩। " চোখ মার্বেল হয়ে যাওয়া ।" এর অর্থ হল ?

ক) চোখ পাকানো 

খ) চোখ গোল গোল হয়ে যাওয়া 

গ) অবাক হয়ে যাওয়া 

ঘ) রেগে যাওয়া 

উত্তর:- গ) অবাক হয়ে যাওয়া 


৪। তপনের নতুন মেসো মশাই ছিলেন একজন ?

ক) অভিনেতা

খ) চিত্র পরিচালক

গ) খেলোয়াড়

ঘ) লেখক

উত্তর:- ঘ) লেখক


৫। তপনের মেসো মশাই হলেন তাঁর ?

ক) বড়ো মাসির স্বামী 

খ) মেজো মাসির স্বামী 

গ) সেজো মাসির স্বামী 

ঘ) ছোটো মাসির স্বামী 

উত্তর:- ঘ) ছোটো মাসির স্বামী 


৬। তপন কখনও এত কাছ থেকে ?

ক) জলজ্যান্ত ভূত দেখেনি 

খ) সমুদ্র দেখেনি

গ) জলজ্যান্ত লেখক দেখেনি 

ঘ) ক্রিকেট ম্যাচ দেখেনি

উত্তর:- গ) জলজ্যান্ত লেখক দেখেনি 


৭। তপনের নতুন মেসো মশাই খবরের কাগজ নিয়ে গল্প আর তর্ক করেন ?

ক) ছোটো মামাদের মতোই 

খ) মা মাসিদের মতোই 

গ) কাগজের সম্পাদকের মতোই

ঘ) সাংবাদিকদের মতোই

উত্তর:- ক) ছোটো মামাদের মতোই 



৮। নতুন মেসো কে দেখে তপনের ?

ক) জ্ঞান চক্ষু খুলে গেল 

খ) দম বন্ধ হয়ে এল

গ) আনন্দ হল 

ঘ) গলা বুজে এল


উত্তর:- ক) জ্ঞান চক্ষু খুলে গেল 


৯। তপনের অবাক হওয়ার কারণ ছিল ?

ক) সে কখনও মেসোমশাই কে দেখেনি 

খ) সে কখনও লেখক কে দেখেনি 

গ) সে নিজে গল্প লিখে ফেলেছিল 

ঘ) তাঁর গল্প ছাপা হয়েছিল 


উত্তর:- গ) সে নিজে গল্প লিখে ফেলেছিল 


১০। তপন মূলত মামার বাড়ি এসেছে ?

ক) গরমের ছুটি উপলক্ষে

খ) পুজোর ছুটি উপলক্ষে

গ) বিয়েবাড়ি উপলক্ষে

ঘ) সন্ধ্যাতারার প্রকাশ উপলক্ষে


উত্তর:- ক) গরমের ছুটি উপলক্ষে


১১। তপনের মেসোমশাই পেশাগত দিক থেকে যা ছিলেন ?

ক) রাজনীতিবিদ

খ) চিকিৎসক

গ) সম্পাদক

ঘ) অধ্যাপক

উত্তর:- ঘ) অধ্যাপক


১২। তপন প্রথম কি লিখেছিল ?

ক) গল্প

খ) উপন্যাস

গ) কবিতা 

ঘ) প্রবন্ধ


উত্তর:- ক) গল্প


১৩। তপনের লেখা গল্প ছোটো মেসোর হাতে পৌঁছে দেয় ?

ক) তপন নিজেই 

খ) তপনের মা 

গ) তপনের ছোটো মামা

ঘ) তপনের ছোটো মাসি


উত্তর:- ঘ) তপনের ছোটো মাসি


১৪। মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয় ?

ক) তপন

খ) মা 

গ) ছোটো মামা

ঘ) ছোটো মেসো 


উত্তর:- ক) তপন


১৫। যে পত্রিকায় তপনের গল্প ছাপিয়ে দেওয়ার কথা হয়েছিল সেই পত্রিকার নাম ?

ক) শুকতারা 

খ) নক্ষত্র

গ) ধ্রুব তারা 

ঘ) সন্ধ্যা তারা 

উত্তর:- ঘ) সন্ধ্যা তারা 


১৬। মেসো চলে গেলে তপন বসে বসে দিন গোনে ?

ক) কৃতার্থ

খ) উদ্বিগ্ন হয়ে

গ) আতঙ্কিত হয়ে

ঘ) আনন্দিত হয়ে


উত্তর:- ক) কৃতার্থ


১৭। ছোটোবেলা থেকেই তপন গল্প শুনেছে ?

ক) একটা আধটা 

খ) রাশি রাশি

গ) বাবার মুখে 

ঘ) ঠাকুমার মুখে 


উত্তর:- খ) রাশি রাশি


১৮। এখণ তপন গল্প পড়ছে ?

ক) রাশি রাশি 

খ) ঝুড়ি ঝুড়ি 

গ) বস্তা বস্তা 

ঘ) হাতে গোনা

উত্তর:- গ) বস্তা বস্তা 



১৯। তপন আসতে আসতে উঠে গেল ?

ক) চিলেকোঠায় 

খ) দোতলার সিড়িতে 

গ) তিনতলার সিড়িতে

ঘ) ছাদে


উত্তর:- গ) তিনতলার সিড়িতে


২০। ছোটোমাসি তপনের থেকে বড়ো ছিল ?

ক) পাঁচ বছরের

খ) সাত বছরের

গ) আট বছরের

ঘ) দশ বছরের


উত্তর:- গ) আট বছরের


২১। বিয়ের পর ছোটোমাসি হয়ে গেছে ?

ক) একটু মুরুব্বি মুরুব্বি 

খ) একটু মোটা

গ) একটু গম্ভীর 

ঘ) একটু রোগা 


উত্তর:- ক) একটু মুরুব্বি মুরুব্বি 


২২। " যেন নেশায় পেয়েছে " তপন কে কীসের নেশায় পেয়েছে ?

ক)  ক্রিকেট খেলার 

খ) গল্প লেখার

গ) গান শোনার 

ঘ) টিভি দেখার 



উত্তর:- খ) গল্প লেখার


২৩। " এমন সময় ঘটল সেই ঘটনা " ঘটনাটি হল ?

ক) ছোটো মাসির বিয়ে

খ) তপনের গল্প লেখা 

গ) মেসোকে গল্প পড়ানো 

ঘ) তপনের গল্প ছাপা হওয়া


উত্তর:- ঘ) তপনের গল্প ছাপা হওয়া
 

২৪। তপনের সম্পূর্ন নাম কি ?

ক) টপণকান্তি রায় 

খ) তপনকুমার রায় 

গ) তপনকুমার সেন 

ঘ) তপন রায় 


উত্তর:- খ) তপনকুমার রায় 


২৫। তপনের লেখা গল্পের নাম ছিল ?

ক) প্রথম দিন 

খ) প্রথম পরীক্ষা

গ) শেষ দিন 

ঘ) শেষ রাত 


উত্তর:- ক) প্রথম দিন 


২৬। " আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম ।" উক্তিটির বক্তা ?

ক) ছোটো মাসি

খ) তপনের বন্ধুরা 

গ) মেজো কাকু 

ঘ) মেসো


উত্তর:- গ) মেজো কাকু


২৭। তপনের বাড়িতে বেড়াতে এসে ছোটো মাসি খায়  ?

ক) মাংস ভাত 

খ) চা বিস্কুট

গ) ডিমভাজা আর চা 

ঘ) ডিমভাজা আর কফি 



উত্তর:- গ) ডিমভাজা আর চা 


২৮। " তপন আর পড়তে পারে না " কারণ ?

ক) তাঁর ঘুম পেয়েছিল 

খ) তাঁর কষ্ট হচ্ছিল 

গ) তাঁর রাগ হচ্ছিল 

ঘ) তাঁর বিরক্ত লাগছিল 


উত্তর:- খ) তাঁর কষ্ট হচ্ছিল 





একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন