“ চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে ” কাকে একথা বলা হয়েছে ? কীভাবে তার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন মুদ্রিত হল প্রশ্নোত্তর

মাধ্যমিক বাংলা চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে কাকে একথা বলা হয়েছে কীভাবে তার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন মুদ্রিত হল প্রশ্নোত্তর madhyamik Bangla chirochinho diye gelo tomar opomanito itihase kake akotha bola hoyeche kivabe tar opomanito itihase chirochinho questions answer




উত্তর: রবীন্দ্রনাথের ‘ আফ্রিকা ’ কবিতায় উদ্ধত পংক্তিটিতে অপমানিত আফ্রিকাকে এ কথা বলা হয়েছে ।


[       ] রবীন্দ্রনাথ তাঁর “ আফ্রিকা ” কবিতায় “ অপমানিত ইতিহাস ” বলতে সাম্রাজ্যবাদী শাসকদের দ্বারা শোষিত আফ্রিকার বঞ্চনা ও লাঞ্ছনার ইতিহাসকে বুঝিয়েছেন । সৃষ্টির সূচনা থেকেই আফ্রিকা অরণ্যবৃত , তথাকথিত উন্নত সভ্যতার আলো থেকে বহুদূরে নির্বাসিত ছিল । সভ্য ইউরোপীয় সভ্যতার চোখেও আফ্রিকা উপেক্ষিতা ছিল দীর্ঘ দিন । তথাকথিত সভ্য পাশ্চাত্য সভ্যতা আফ্রিকার নিজস্ব জীবন ধারা , ঐতিহ্য , সংস্কৃতি ইত্যাদিকে স্বীকার করত না । কিন্ত ঊনবিংশ শতকে ইউরোপীয়রা আফ্রিকায় উপনিবেশ স্থাপন শুরু করে এবং এই শতকের শেষে প্রায় পুরো আফ্রিকা ইউরোপের বিভিন্ন দেশের উপনিবেশে পরিণত হয় । আফ্রিকার সম্পদের সন্ধান পেতে এই শ্বেতাঙ্গ ঔপনিবেশিক তথা সাম্রাজ্যবাদীর দল শুরু করল মানবিক লাঞ্ছনা । আফ্রিকার কৃষাঙ্গ সরল মানুষ গুলো কে লোহার হাতকড়ি পরিয়ে মানুষ ধরার এই বর্বরেরা তাদের পরিণত করল ক্রীতদাসে । তাদের বর্বরতা ও লোভ আফ্রিকার সূর্যহারা অরণ্যের চেয়ে নিকষ কালো । এই সব অত্যাচারিত মানুষ দের রক্ত ও অশ্রুতে কর্দমাক্ত হয় আফ্রিকার বন পথের ধুলো । সাম্রাজ্যবাদী দস্যুদের কাঁটা মারা জুতোর তলার কাদার পিন্ড আফ্রিকার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন দিয়ে হয়েছে । 


একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন