“ আফ্রিকা ” কবিতা রচনার পটভূমি সম্পর্কে যা জান লেখো প্রশ্নোত্তর

মাধ্যমিক বাংলা আফ্রিকা কবিতা রচনার পটভূমি সম্পর্কে যা জান লেখো প্রশ্নোত্তর madhyamik Bangla africa kobita rochonar potobhumi somporke ja jano lekho questions answer




উত্তর: সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিকতার ঘোর বিরোধী রবীন্দ্রনাথ । ১৯৩৫ সালে ইটালির ফ্যাসিস্ট নেতা মুসোলিনির ইথিওপিয়ায় অনুপ্রবেশ কে ধিক্কার জানান । সেই দম বন্ধ করার হিংসার পরিবেশে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য অনুজ কবি অমিয় চক্রবর্তী রবীন্দ্রনাথ কে কবিতা লিখতে অনুরোধ জানান । সেই অনুরোধে ১৯৩৭ সালের ফেব্রুয়ারিতে রবীন্দ্রনাথ “ আফ্রিকা ” কবিতাটি রচনা করেন । তিনটি স্তবকে রচিত কবিতাটির প্রথম স্তবকে কবি আফ্রিকার সুন্দর অতীত ও তাঁর আদিম স্বাতন্ত্র্য কে তুলে ধরেছেন । দ্বিতীয় স্তবকে রয়েছে সাম্রাজ্যবাদী শক্তির হাতে আফ্রিকার অত্যাচারিত হওয়ার রক্ত ও অশ্রুর কাহিনী । দ্বিতীয় ও তৃতীয় স্তবকের মাঝখানে একটি সংক্ষিপ্ত স্তবকে কবি সাম্রাজ্যবাদী শক্তির  নগ্ন দ্বিচারিতার ছবি তুলে ধরেছেন , যেখানে একদিকে আফ্রিকার অবক্ষয়ের মুলচক্রী হিসেবে প্রতিভাত হয় এই দাস ব্যাবসায়ীর দল , অন্যদিকে তাদের নিজেদের দেশে ধ্বনিত হয় দেবতার আরাধনা , সুন্দরের জয়গান । তৃতীয় বা শেষ স্তবকে ধ্বনিত হয় এই শক্তি ধর দেশ গুলির প্রতিদ্বন্দ্বীতার ও প্রতিহিংসার “ অশুভ ধ্বনি ” যার ফলশ্রুতি দ্বিতীয় বিশ্বযুদ্ধ । সভ্যতা যখন সংকটাপন্ন তখন মানবতার পূজারী কবি ক্ষমার মন্ত্রে আস্থা রেখে অপমানিত আফ্রিকার কাছে নতজানু হয়েছেন । কারণ একমাত্র এইভাবেই বাঁচানো যেত পারে সভ্যতাকে । 

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন