অস্ত্রের বিরুদ্ধে গান MCQ প্রশ্নোত্তর

মাধ্যমিক বাংলা অস্ত্রের বিরুদ্ধে গান MCQ প্রশ্নোত্তর মাধ্যমিক বাংলা সাজেশন madhyamik Bangla astorer birudhe gan mcq questions answer madhyamik Bangla suggestions




১। " অস্ত্রের বিরুদ্ধে গান " কবিতাটির কবি হলেন ?

ক) শঙ্খ ঘোষ

খ) জীবনানন্দ দাশ

গ) জয় গোস্বামী

ঘ) বিষ্ণু দে 

উত্তর: গ) জয় গোস্বামী


২। " অস্ত্রের বিরুদ্ধে গান " কবিতাটির উৎস হল ?

ক) পাখি , হুস 

খ) পাতার পোষাক

গ) ভালোটি বাসিব

ঘ) ভুতুম ভগবান 

উত্তর: খ) পাতার পোষাক


৩। " আমি এখন___________ হাতে পায়ে ।"

ক) লক্ষ

খ) হাজার

গ) শত 

ঘ) একক 

উত্তর: খ) হাজার


৪। কবিতায় বর্ণিত " আমি " হল ?

ক) জনৈক আত্মীয়

খ) রাজা

গ) কবি স্বয়ং

ঘ) সৈনিক

উত্তর: গ) কবি স্বয়ং


৫। "__________আসি উঠে দাঁড়ায় ।"

ক) সামনে 

খ) দুরে

গ) এগিয়ে 

ঘ) পিছনে 

উত্তর: গ) এগিয়ে


৬। " বুলেট " এর অর্থ হল ?

ক) কাঁচের গুলি 

খ) বন্দুকের গুলি

গ) প্লাস্টিকের খেলনা 

ঘ) মানুষের শরীর 

উত্তর: খ) বন্দুকের গুলি


৭। কবি কী নাড়িয়ে বুলেট তারান ?

ক) মাথা 

খ) শরীর 

গ) পা 

ঘ) হাত 

উত্তর: ঘ) হাত


৮। কি প্রতিরোধ করতে কবি গানের বর্ম পরেছেন ?

ক) কথা 

খ) শব্দ

গ) অস্ত্র 

ঘ) ধ্বনি 

উত্তর: গ) অস্ত্র


৯।" গানের বর্ম আজ পরেছি________!"

ক) পায়ে

খ) হাতে

গ) পাখায় 

ঘ) গায়ে 

উত্তর: ঘ) গায়ে


১০।" বর্ম " শব্দের অর্থ ?

ক) কবচ

খ) হার 

গ) পুঁতি 

ঘ) চামর 

উত্তর: ক) কবচ


১১। " গান তো জানি__________ ______!"

ক) একটা - তিনটা 

খ) একটা - চারটা 

গ) একটা - দুটো 

ঘ) একটা - পাঁচটা 

উত্তর: গ) একটা - দুটো


১২। " আঁকড়ে " শব্দ টির অর্থ ?

ক) জড়িয়ে

খ) পারিয়ে

গ) মাড়িয়ে 

ঘ) ছড়িয়ে 

উত্তর: ক) জড়িয়ে


১৩। গানের গায়ে মোছা হয় ?

ক) অস্ত্র 

খ) চোখের জল 

গ) ময়লা 

ঘ) রক্ত 

উত্তর: ঘ) রক্ত


১৪। মাথায় আছে শকুন অথবা ?

ক) কাক 

খ) চিল 

গ) বক 

ঘ) চড়াই 

উত্তর: খ) চিল


১৫। সহস্র উপায়ে গান বাঁধত ?

ক) চিল - শকুন 

খ) শ্যামা 

গ) কোকিল 

ঘ) দোয়েল 

উত্তর: গ) কোকিল


১৬। কোকিল হল ?

ক) বসন্তদূত 

খ) হেমন্তদূত 

গ) শরৎদূত 

ঘ) বর্ষাদূত 

উত্তর: ক) বসন্তদূত


১৭। মাথায় গোঁজা রয়েছে ?

ক) পাহাড়ি ফুল 

খ) ময়ূর পালক 

গ) সোনার চিরুনি 

ঘ) লতাপাতা 

উত্তর: খ) ময়ূর পালক


১৮। " তোমায় নিয়ে বেড়াবে _________।" 

ক) পুতুল 

খ) গান 

গ) কবি 

ঘ) ছোট্ট ছেলে 

উত্তর: খ) গান


১৯। তোমায় নিয়ে গান বেড়াবে ____।

ক) নদীতে পুকুরে 

খ) সাগরে জলাশয়ে 

গ) নদীতে হাটে 

ঘ) নদীতে দেশ গাঁয়ে 

উত্তর: ঘ) নদীতে দেশ গাঁয়ে



একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন