“ সিরাজদ্দৌলা ” নাটকে লুৎফা চরিত্রটি আলোচনা করো প্রশ্নোত্তর

মাধ্যমিক বাংলা madhyamik Bangla সিরাজদ্দৌলা নাটকে লুৎফা চরিত্রটি আলোচনা করো প্রশ্নোত্তর sirajdoulla natoke lutfa choritro ti alochona koro questions answer


উত্তর : আমাদের পাঠ্য শচীচন্দ্রনাথ সেন গুপ্তের “ সিরাজদ্দৌলা ” নাট্যাংশে যে দুটি নারী চরিত্র আছে তাদের মধ্যে অন্যতম হলেন সিরাজপত্নী লুৎফা । নাট্যাংশে লুৎফা কে আমরা প্রথম দেখতে পাই ঘসেটি বেগমের সাথে নবাবের মতিঝিলের অধিকার নিয়ে যখন বাদানুবাদ চলছিল তখন । ঘসেটির কথায় শওকতের মতো নবাব কে কেউ যেদিন হত্যা করবেন সেদিনই তিনি শাস্তি পাবেন । স্বামীর বিরুদ্ধে এই অভিসম্পাত শুনে লুৎফা অনুরোধের সুরে ঘসেটিকে এমন কথা বলতে বারন করেন । ঘসেটির ভৎসনা সত্ত্বেও লুৎফা তাঁর উদ্দেশ্য একটা কটু কথাও উচ্চারণ করেননি , এটি তাঁর বিনয় । স্বামীর প্রতি লুৎফা একনিষ্ট , তাই স্বামীর বিপদের বিষয়ে সে উদবিগ্না । বিভিন্ন সময়ে তিনি স্বামীর পাশে থেকে বাঁচাতে নবাব কে মতিঝিল ফিরিয়ে দেবার কথা বলেছেন । স্বল্প রাজত্ব কালে নানান সমস্যায় দীর্ণ সিরাজ কে বিশ্রামের পরামর্শ দিয়ে যোগ্য সঙ্গিনীর পরিচয় দিয়েছেন । লুৎফা হলেন সেই নারী যিনি ট্র্যাজিক নায়কের পাশে থেকে তাকে ভালোবাসা , সেবা , সাহস , ও আস্থা জুগিয়েছেন যাতে হতাশ সমস্যাদীর্ণ নবাবের যন্ত্রণার ক্ষতে কিছুটা হলেও প্রলেপ পড়েছে । 




একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন