মাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র ২০২২

মাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র ২০২২ madhyamik history questions papers 2022



                                বিভাগ : ক

১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : 

১.১। সত্যজিৎ রায় যুক্ত ছিলেন ? 

( ক ) খেলার ইতিহাসে 

( খ ) শহরের ইতিহাসে 

( গ ) নারীর ইতিহাসে 

( ঘ ) শিল্পচর্চার ইতিহাসে 

১.২। রেশম আবিষ্কৃত হয় প্রাচীন ? 

( ক ) ভারতে 

( খ ) রোমে

( গ ) পারস্য

( ঘ ) চীনদেশে 

১.৩। ‘নিষিদ্ধ শহর’ বলা হয় ? 

( ক ) লাসাকে 

( খ ) বেইজিংকে 

( গ ) রোমকে 

( ঘ ) কনস্টাইটিনোপলকে 

১.৪। ‘বঙ্গদর্শন’ সাময়িক পত্রটি ছিল একটি ? 

( ক ) সাপ্তাহিক পত্রিকা 

( খ ) পাক্ষিক পত্রিকা 

( গ ) মাসিক  পত্রিকা

( ঘ ) বাৎসরিক পত্রিকা 

১.৫। ‘নীলদর্পণ’ নাটকটি ছাপা হয়েছিল ? 

( ক ) নদীয়াতে

( খ ) ঢাকায় 

( গ ) শ্রীরামপুরে 

( ঘ ) কলকাতায়

১.৬। রামমোহন রায় এর পরবর্তীকালে ব্রহ্মাসমাজ পরিচালনা করেন ? 

( ক ) অক্ষয়কুমার দত্ত

( খ ) দেবেন্দ্রনাথ ঠাকুর

( গ ) রামচন্দ্র বিদ্যাবাগীশ

( ঘ ) তারাচাঁদ চক্রবর্তী 

১.৭। বাঙালি পরিচালিত প্রথম বাংলা সংবাদপত্রটি হল ? 

( ক ) সমাচার দর্পণ 

( খ ) সম্বাদ প্রভাকর 

( গ ) ব্রাহ্মণ সেবধি 

( ঘ ) বাঙাল গেজেটি

১.৮। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক ছিলেন ? 

( ক ) সৈয়দ আমীর আলী 

( খ ) আব্দুল লতিফ

( গ ) দেলওয়ার হোসেন আহমেদ 

( ঘ ) সৈয়দ আহমেদ 

১.৯।  ঔপনিবেশিক অরণ্যআইনের বিরুদ্ধে সংঘটিত একটি আদিবাসী বিদ্রোহ হল ? 

( ক ) সন্ন্যাসী ফকির বিদ্রোহ 

( খ ) চুয়াড় বিদ্রোহ 

( গ ) কোল বিদ্রোহ 

( ঘ ) রম্পা বিদ্রোহ 

১.১০। ‘সন্ন্যাসী বিদ্রোহ’ কথাটি প্রথম ব্যাবহার করেন ? 

( ক ) ভিনসেন্ট স্মিথ 

( খ ) জেমস মিল 

( গ ) ওয়ারেন হেস্টিংস

( ঘ ) লর্ড কনওয়ালিশ 

১.১১। সবচেয়ে দীর্ঘস্থায়ী কৃষক বিদ্রোহটি হল ?

( ক ) চুয়াড় বিদ্রোহ

( খ ) ফরাজী আন্দোলন 

( গ ) সন্ন্যাসী ফকির বিদ্রোহ 

( ঘ ) সাঁওতাল বিদ্রোহ 

১.১২। মির নিশার আলী নেতৃত্ব দিয়েছিলেন ? 

( ক ) বাংলা ওয়াহাবী আন্দোলনে 

( খ ) ফরাজী আন্দোলনে 

( গ ) সন্ন্যাসী ফকির বিদ্রোহ 

( ঘ ) নীল বিদ্রোহ 

১.১৩। ‘রাষ্ট্রগুরু’ নামে পরিচিত ছিলেন ?

( ক ) রামমোহন রায়

( খ ) রাজনারায়ণ বসু 

( গ ) নবগোপাল মিত্র

( ঘ ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

১.১৪। মহাবিদ্রোহকে ( ১৮৫৭ ) ‘কৃষক বিদ্রোহ’ আখ্যা দিয়েছেন ? 

( ক ) সুরেন্দ্রনাথ সেন 

( খ ) রমেশচন্দ্র মজুমদার

( গ ) শশীভূষণ চৌধুরী 

( ঘ ) বিনায়ক দামোদর সাভারকর 

১.১৫। আনন্দমোহন বসু ছিলেন ভারত সভার _____।

( ক ) প্রতিষ্ঠাতা 

( খ ) সভাপতি 

( গ ) সহ সভাপতি 

( ঘ ) সচিব 

১.১৬। ‘বন্দেমাতরম’ সংগীতটি রচনা করেন ? 

( ক ) রবীন্দ্রনাথ ঠাকুর

( খ ) সত্যেন্দ্রনাথ ঠাকুর 

( গ ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

( ঘ ) স্বামী বিবেকানন্দ

১.১৭। বসু মন্দিরের প্রতিষ্ঠাতা , জগদীশচন্দ্র বসু অধ্যাপক ছিলেন ? 

( ক ) গণিত শাস্ত্রের 

( খ ) রসায়ন শাস্ত্রের

( গ ) পদার্থ বিদ্যার 

( ঘ ) উদ্ভিদ বিদ্যার 

১.১৮। ‘বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ’ প্রতিষ্ঠিত হয়েছিল ? 

( ক ) ১৮৩৩ খ্রিস্টাব্দে 

( খ ) ১৮৫৬ খ্রিস্টাব্দে

( গ ) ১৮৮০ খ্রিস্টাব্দে

( ঘ ) ১৯০৩ খ্রিস্টাব্দে 

১.১৯। ‘জাতীয় শিক্ষা পরিষদ’ ( ১৯০৬ ) এর প্রথম সভাপতি ছিলেন ? 

( ক ) রাসবিহারী ঘোষ 

( খ ) অরবিন্দ ঘোষ 

( গ ) তারকনাথ পালিত 

( ঘ ) সতীশচন্দ্র মুখোপাধ্যায়

১.২০। ‘দিগদর্শন’ এর সম্পাদক ছিলেন ? 

( ক ) উইলিয়াম কেরি 

( খ ) জোশুয়া মার্শম্যান

( গ ) ফেলিক্স কেরি 

( ঘ ) জনক্লার্ক মার্শম্যান




                             বিভাগ - খ 

২। নীচের প্রশ্নগুলির উত্তর দাও ( প্রতিটি উপবিভাগ থেকে অন্তত ১টি করে মোট ১৬টি প্রশ্নের উত্তর দাও ) 


                       উপবিভাগ : ২.১ 

একটি বাক্যের উত্তর দাও : 

২.১.১। কোন বছর ‘সোমপ্রকাশ’ এর প্রকাশনা সাময়িকভাবে স্থগিত রাখা হয় ? 

২.১.২। কলকাতার ঔপনিবেশিক স্থাপত্যগুলির যেকোনো একটি উল্লেখ করো ? 

২.১.৩। রেভা: জেমস লঙ কোন অপরাধে অপরাধী সাব্যস্ত হয়েছিলেন ? 

২.১.৪। ‘বিদ্যাহারবলী’ গ্রন্থটি কে রচনা করেন ? 



                        উপবিভাগ ২.২

ঠিক বা ভূল নির্ণয় করো : 

২.২.১। ভারতে কামান প্রথম ব্যাবহৃত হয় পলাশীর যুদ্ধে ।

২.২.২। ১৯১১ খ্রিস্টাব্দে মোহন বাগান ক্লাব আই . এফ . এ . শিল্ড জয় করেছিল ।

২.২.৩। প্রথম বিধবা বিবাহ করেন শ্রীশচন্দ্র ন্যায়রত্ন ।

২.২.৪। ল্যান্ডহোল্ডার্স সোসাইটির অন্যতম সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর ।



                            উপবিভাগ ২.৩ 

 ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও : 

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
লর্ড রিপন জমিদার সভা
রামমোহন রায় হান্টার কমিশন
দ্বারকানাথ ঠাকুর বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট
তারকনাথ পালিত অ্যাংলো হিন্দু স্কুল



                            উপবিভাগ ২.৪

প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নামাঙ্কিত করো : 

২.৪.১। নীল বিদ্রোহের অন্যতম কেন্দ্র — নদীয়া ।

২.৪.২। কোল বিদ্রোহের এলাকা — ছোটনাগপুর ।

২.৪.৩। মহাবিদ্রোহের ( ১৮৫৭ ) অন্যতম কেন্দ্র — দিল্লি ।

২.৪.৪। মহাবিদ্রোহের ( ১৮৫৭ ) অন্যতম কেন্দ্র — কানপুর । 



                            উপবিভাগ ২.৫

নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো : 

২.৫.১। বিবৃতি : ১৮১৭ খ্রিস্টাব্দে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় ।

ব্যাখ্যা ১ : এই কলেজে শুধুমাত্র হিন্দু ছাত্রদের প্রবেশাধিকার ছিল ।

ব্যাখ্যা ২ : এই কলেজে হিন্দু ও ব্রহ্ম ছাত্রদের প্রবেশাধিকার ছিল । 

ব্যাখ্যা ৩ : এই কলেজে সকল ধর্মের ছাত্রদের প্রবেশাধিকার ছিল । 

২.৫.২। বিবৃতি : ঔপনিবেশিক সরকার উপজাতির জন্য ‘দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি’ নামে একটি পৃথক অঞ্চল গঠন করেছিলেন । 

ব্যাখ্যা ১ : এটি গঠিত হয়েছিল চুয়াড় বিদ্রোহের পর ।

ব্যাখ্যা ২ : এটি গঠিত হয়েছিল কোল বিদ্রোহের পর ।

ব্যাখ্যা ৩ : এটি গঠিত হয়েছিল মুন্ডা বিদ্রোহের পর ।


২.৫.৩। বিবৃতি : ১৯১৭ খ্রিস্টাব্দে জগদীশচন্দ্র বসু বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন । 

ব্যাখ্যা ১ : এটি উদ্ভিদ বিদ্যা গবেষণার উন্নতির জন্য প্রতিষ্ঠিত হয় ।

ব্যাখ্যা ২ : এটি বিজ্ঞান শিক্ষার প্রসারের জন্য প্রতিষ্ঠিত হয় । 

ব্যাখ্যা ৩ : এটি বিজ্ঞান গবেষণার উন্নতির জন্য প্রতিষ্ঠিত হয় ।

২.৫.৪। বিবৃতি : উনিশ শতকের বাংলার প্রকাশকগন তাদের বই বিক্রির জন্য ফেরিওয়ালাদের উপর নির্ভর করতেন ।

ব্যাখ্যা ১ : কারণ , বইয়ের দোকান ছিল অত্যন্ত সীমিত । 

ব্যাখ্যা ২ : কারণ , বই বিক্রি করা কে নিম্নস্তরের পেশা বলে মনে করা হতো । 

ব্যাখ্যা ৩ : কারণ , এটি ছিল সম্ভাব্য ক্রেতাদের কাছে পৌঁছবার সুলভতম ও সহজতম উপায় । 



                           বিভাগ : গ 

৩। দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ( যে কোনো ১১ টি ) : 

৩.১। সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কি ? 

৩.২। ‘সরকারী নথিপত্র’ বলতে কি বোঝায় ? 

৩.৩। স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয় ? 

৩.৪। মধুসূদন গুপ্ত স্মরনীয় কেন ? 

৩.৫। লর্ড হার্ডিঞ্জ এর ‘শিক্ষাবিষয়ক নির্দেশনামা’ গুরুত্বপূর্ন কেন ? 

৩.৬। ‘বাংলার নবজাগরণ’ বলতে কি বোঝায় ? 

৩.৭। ফরাজি আন্দোলন ব্যর্থ হল কেন ? 

৩.৮। তিতুমীর স্মরনীয় কেন ? 

৩.৯। শিক্ষিত বাঙালি সমাজের একটি অংশ কেন মহাবিদ্রোহের ( ১৮৫৭ ) বিরোধিতা করেছিল ? 

৩.১০। ব্যাঙচিত্র আঁকা হয় কেন ? 

৩.১১। নবগোপাল মিত্র কে ছিলেন ? 

৩.১২। উনিশ শতকের বাংলায় জাতীয়তাবাদের বিকাশে বঙ্কিমচন্দ্রের কীরূপ ভূমিকা ছিল ? 

৩.১৩। জাতীয় শিক্ষা পরিষদ কেন প্রতিষ্ঠিত হয় ? 

৩.১৪। ‘বিদ্যাসাগর সাট’ বলতে কি বোঝায় ? 

৩.১৫। বাংলার ছাপাখানার বিকাশে লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কি ? 

৩.১৬। গ্রামীণ শিল্প ও বৃত্তি শিক্ষার প্রসারে রবীন্দ্রনাথ এর অবদান কীরূপ ছিল ? 



                          বিভাগ : ঘ 


৪। সাত বা আটটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও । প্রতিটি উপবিভাগ থেকে অন্তত ২টি করে প্রশ্নসহ মোট ৬টি প্রশ্নের উত্তর দিতে হবে ।



                           উপবিভাগ : ঘ . ১

৪.১। উনিশ শতকে বাংলায় নারীশিক্ষা বিস্তারে রাজা রাধাকান্তদেব কীরূপ ভূমিকা গ্রহণ করেছিলেন ? 

৪.২। লর্ড মেকলে কে কি এদেশে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তক বলা যায় ? 

৪.৩। ঔপনিবেশিক সরকার কি উদ্দেশ্য অরণ্য আইন প্রণয়ন করেছিল ? 

৪.৪। নীল বিদ্রোহের সংবাদপত্রের ভূমিকা বিশ্লেষণ করো ।


                           উপবিভাগ : ঘ . ২

৪.৫। জাতীয়তাবাদ প্রসারে হিন্দুমেলার ভূমিকা বিশ্লেষণ করো ।

৪.৬। ‘গোরা’ উপন্যাসটিতে রবীন্দ্রনাথের যে জাতীয়তাবাদী ভাবধারার পরিচয় পাওয়া যায় তা বিশ্লেষণ করো ।

৪.৭। ছাপাখানা বাংলায় শিক্ষা বিস্তারে কীরূপ পরিবর্তন এনেছিল ? 

৪.৮। বাংলায় ছাপাখানার বিকাশে গঙ্গাকিশোর ভট্টাচার্য ভূমিকা বিশ্লেষণ করো ।



                            বিভাগ : ঙ 

৫। পনেরো বা ষোলটি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 

৫.১। উনিশ শতকের বাংলায় ধর্ম সংস্কার আন্দোলনে রাধাকৃষ্ণদেবের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো ।

৫.২। সন্ন্যাসী – ফকির বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য কি ছিল ? এই বিদ্রোহ ব্যর্থ হলো কেন ? 

৫.৩। হ্যালহেডের ‘এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাংগুয়েজ’ গ্রন্থটি গুরুত্বপূর্ন কেন ? বাংলা ছাপাখানার বিকাশে চার্লস উইলকিল এর ভূমিকা বিশ্লেষণ করো ।




একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন