মাধ্যমিক বাংলা প্রশ্নপত্র ২০২২

মাধ্যমিক বাংলা প্রশ্নপত্র ২০২২ madhyamik Bengali questions papers 2022


১। যেকোনো ১৭টি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করো । 

১.১। পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পটির নাম ? 

(ক) ইস্কুলের গল্প 

(খ) একদিন 

(গ) প্রথম দিন 

(ঘ) রাজার কথা 

১.২। গিরিশ মহাপাত্রের বয়স 

(ক) চল্লিশ বিয়াল্লিশ 

(খ) ত্রিশ বত্রিশের অধিক নয় 

(গ) পঞ্চাশ পঞ্চান্ন 

(ঘ) পঞ্চাশের কাছাকাছি 

১.৩। জগদীশবাবু বিরাগীকে প্রণামী দিতে চেয়েছিলেন ? 


(ক) এক হাজার টাকা 

(খ) পাঁচশো টাকা 

(গ) একশো এক টাকা 

(ঘ) একশো টাকা 

১.৪। “কালো ঘোমটার নীচে অপরিচিত ছিল” — কি অপরিচিত ছিল ? 


(ক) তোমার চেতনাতীত রূপ 

(খ) তোমার রহস্যময় রুপ

(গ) তোমার আরন্যক রুপ 

(ঘ) তোমার মানবরূপ 

১.৫। আমাদের ডান পাশে ? 

(ক) টাকা 

(খ) বাঁধ 

(গ) ধ্বস 

(ঘ) পথ 


১.৬। “অট্টরোলের হট্টগোল স্তব্ধ” 

(ক) চরাচর 

(খ) মহাকাল 

(গ) গগনতল 

(ঘ) গিরিশিখর 

১.৭। লেখক শ্রীপান্থের ছেলেবেলায় দেখা দারোগাবাবুর কলম থাকতো ? 


(ক) কলারের ভাঁজে আটা 

(খ) কোমরের বেল্টে আটকানো 

(গ) কাঁধের ছোট্ট পকেটে সাজানো 

(ঘ) পায়ের মোজায় গোঁজা 

১.৮। উনিশ শতকে বত্রিশ হাজার অক্ষর লেখানো যেতো ? 


(ক) পনেরো আনায় 

(খ) বারো আনায় 

(গ) ষোলো আনায় 

(ঘ) দশ আনায় 

১.৯। ‘কঙ্কাবতী’ ও ‘ডমরুধর’ এর স্বনামধন্য লেখকের নাম ? 


(ক) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় 

(খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 

(গ) ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় 

(ঘ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 

১.১০। বিভক্তি শব্দের অর্থ কী ?  


(ক) বিভাজন 

(খ) সংকোচন 

(গ) প্রসারণ 

(ঘ) সংযোজন 

১.১১। কলমে কায়স্থ চিনি — নিম্নরেখ পদটি 

(ক) অপাদান কারক 

(খ) কর্তৃকারক 

(গ) করণকারক

(ঘ) কর্মকারক 

১.১২। মেসি কি খেলাই না খেললো — কি জাতীয় কর্ম ? 

(ক) উহ্য কর্ম 

(খ) সমধাতুজ কর্ম 

(গ) কর্মের বিপ্সা 

(ঘ) উপ বাক্য কর্ম 

১.১৩। আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী — নিম্নরেখ পদটি 


(ক) ক্রিয়াবাচক পদ

(খ) সম্বোধন পদ 

(গ) কর্মকারক

(ঘ) সম্বন্ধপদ 

১.১৪। সমাসের মূল অর্থ ? 


(ক) বর্ণের সাথে বর্ণের মিলন 

(খ) নাম পদের সাথে ক্রিয়া পদের মিলন 

(গ) একাধিক পদের একটি পদে পরিণতি লাভ 

(ঘ) ক্রিয়াপদের সাথে ক্রিয়াপদের মিলন 

১.১৫। বুড়োমানুষের কথাটা শুনো । — নিম্নলিখিত পদটি যে সমাসের উদাহরণ সেটি হল ? 


(ক) বহুব্রীহি সমাস 

(খ) কর্মধারয় সমাস 

(গ) তৎপুরুষ সমাস 

(ঘ) অব্যয়ীভাব 

১.১৬। ‘দশানন’ — এর সমাস হল ? 


(ক) দ্বিগু 

(খ) বহুব্রীহি 

(গ) অব্যয়ীভাব

(ঘ) কর্মধারয়

১.১৭। পূর্বপদের বিভক্তি লুপ্ত হয়ে পর পদের অর্থ প্রাধান্যে পায় যে সমাসে সেটি হল ? 


(ক) বহুব্রীহি সমাস 

(খ) অব্যয়ীভাব সমাস

(গ) তৎপুরুষ সমাস 

(ঘ) নিত্য সমাস




কমবেশি ২০টি শব্দে প্রশ্নগুলোর উত্তর দাও : 


২.১.১। তপন মামার বাড়িতে কেন এসেছিল ? 

২.১.২। “শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন” — সংকল্পটি কি ? 

২.১.৩। “আর যাই হোক, যাঁকে খুঁজছেন তাঁর কালচারের কথাটা একবার ভেবে দেখুন ।” — কার খোঁজ করা হচ্ছিল ? 

২.১.৪। “মাস্টারমশাই একটুও রাগ করেননি । বরং একটু তারিফই করলেন ।” — ‘তারিফ’ করার কারণ কি ? 

২.১.৫। “কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দই নয় ।” — কি ধরনের কাজ হরিদার অপছন্দ ? 



যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও : 

২.২.১। “সেই হোক তোমার সভ্যতার শেষ পুন্যবাণী ।” — ‘সভ্যতার শেষ পুন্যবাণী’ কি কি ?

২.২.২। “আয় আরো বেঁধে বেঁধে থাকি” — কবিতাটির রচয়িতা কে ? 

২.২.৩। “তারপর যুদ্ধ এলো” — যুদ্ধ কেমনভাবে এলো ? 

২.২.৪। “এবার মহানিশার শেষে” — কে আসবে ?

২.২.৫। “এ কলঙ্ক , পিত: ঘুষিবে জগতে ।” — বক্তা কোন কলঙ্কের কথা বলেছেন ?




২.৩। যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও : 

২.৩.১। “এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে ।” কোন নেশার কথা বলা হয়েছে ? 

২.৩.২। “অনেক ধরে ধরে টাইপ রাইটারে লিখে গেছেন মাত্র একজন ।” — কার কথা বলা হয়েছে ? 

২.৩.৩। “কলম তাদের কাছে আজ অস্পৃশ্য ।” — কাদের কাছে অস্পৃশ্য ? 

২.৩.৪। “সোনার দোয়াত কলম যে সত্যই হতো ;” — বক্তা সোনার দোয়াত কলমের কথা কীভাবে জেনেছিলেন ? 



২.৪। যে কোনো আটটি প্রশ্নের উত্তর দাও : 

২.৪.১। সমাস কাকে বলে ? 

২.৪.২। রত্নাকর — শব্দটির ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখো ।

২.৪.৩। ক্ষুদ্র গ্রহ — ব্যাসবাক্যটিকে সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো ।

২.৪.৪। একটি নিত্য সমাসের উদাহরণ দাও ।

২.৪.৫। উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে ? 

২.৪.৬। প্রযোজ্য কর্তার একটি উদাহরণ দাও ।

২.৪.৭। শূণ্য বিভক্তি কাকে বলে ? 

২.৪.৮। সম্বন্ধ পদের বিভক্তি কি কি ? 

২.৪.৯। একটি গৌণ কর্মের উদাহরণ দাও ।

২.৪.১০। নিম্নরেখ পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো : চিঠি পকেটে ছিল ।



৩। প্রসঙ্গ নির্দেশসহ কমবেশি ৬০টি শব্দে উত্তর দাও : 

৩.১। যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও : 


৩.১.১। “পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে” — কোন পত্রিকা , কেন সকলের হাতে হাতে ঘুরছিল ? 

৩.১.২। “তাঁর লাঞ্ছনা এই কালো চামড়ার নীচে কম জ্বলে না” — বক্তা কে ? তাঁর কোন লাঞ্ছনার কথা বলা হয়েছে ? 



৩.২। যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও : 

৩.২.১। “তাঁরা আর স্বপ্ন দেখতে পারল না ।” — ‘তাঁরা’ কারা ? কেন স্বপ্ন দেখতে পারল না ? 

৩.২.২। “কে কবে শুনেছে পুত্র , ভাসে শিলা জলে” — বক্তা কে ? তাঁর একথা বলার কারণ কী ? 


৪। কমবেশি ১৫০ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 

৪.১। “বাবুটির স্বাস্থ্য গেছে , কিন্তু শখ ষোলো আনাই বজায় আছে ।” — বাবুটি কে ? তাঁর স্বাস্থ্য ও শখের পরিচয় দাও ।

৪.২। “অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন ?” — কার কথা বলা হয়েছে ? তিনি কীভাবে ‘খাঁটি সন্ন্যাসীর মতো’ ব্যাবহার করেছিলেন সংক্ষেপে আলোচনা করো ।


৫। কম বেশি ১৫০ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 

৫.১। ‘এল মানুষ ধরার দল’ — কোথায় এল ? ‘মানুষ ধরার দল’ এসে কী করেছিল ? 

৫.২। “তোরা সবাই জয়ধ্বনি কর !” — কবির এই কথা বলার কারণ সংক্ষেপে লেখো ।


৬। কম বেশি ১৫০ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 

৬.১। “আশ্চর্য , সবই আজ অবলুপ্তির পথে ।” — ‘সবই’ র পরিচয় দাও । উল্লিখিত বিষয়টি কীভাবে আজ ‘অবলুপ্তির পথে’ আলোচনা করো ।

৬.২। “তাই কেটে কাগজের মতো সাইজ করে নিয়ে আমরা তাতে ‘হোম টাস্ক’ করতাম ।” — কিসে ‘হোম টাস্ক’ করা হতো ? ‘হোম টাস্ক’ করার সম্পূর্ন বিবরণ দাও ।


৭। কম বেশি ১২৫ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

৭.১। “বাংলার ভাগ্যকাশে আজ দুর্যোগের ঘনঘটা , তার শ্যামল প্রান্তরে আর রক্তের আলপনা” — বক্তা কে ? কোন্ দুর্যোগের কথা বলা হয়েছে ? 

৭.২। “ওকে ওর প্রাসাদে পাঠিয়ে দিন জাহাপনা । ওরে সঙ্গে থাকতে আমার ভয় হয় ।” — বক্তা কে ? তার এরকম ভয় হওয়ার কারণ কী ? 



৮। কম বেশি ১৫০ শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : 

৮.১। “ইচ্ছে থাকলেও ওকে সাঁতার শেখাবার সামর্থ্য আমার নেই ।” কে বলেছিল ? তাঁর পরিচয় সংক্ষেপে আলোচনা করো ।

৮.২। “বিষ্টু ধরের বিরক্তির কারণ হাত পনেরো দূরের একটা লোক ।” — বিষ্টু ধরের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে তার বিরক্তির কারণ উল্লেখ করো । 

৮.৩। চিড়িয়াখানায় কোনিকে নিয়ে বেড়াতে গিয়ে কি ঘটেছিল ? এই ঘটনা থেকে ক্ষিতিশের কি মনে হয়েছিল ? 



৯। চলিত গদ্য বঙ্গানুবাদ করো : 


১০। কম বেশি ১৫০ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 

১০.১। অতিমারির পরিবেশে মাস্ক পরা ও হাত ধোয়ার প্রয়োজনীয়তা বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো ।

১০.২। তোমাদের পাড়ায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল । এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো ।



১১। কমবেশি ৪০০ শব্দের যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো : 

১১.১। বর্তমান জীবনে বিজ্ঞান ।

১১.২। পরিবেশ ও মানুষ ।

১১.৩। তোমার দেখা একটি মেলা ।

১১.৪। একটি নদীর আত্মকথা ।



একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন