GH বা STH এর কাজ কী ? বামনত্ব রােগের কারণ ও লক্ষণগুলি লেখাে ।

মাধ্যমিক দশম টেন জীবন বিজ্ঞান madhyamik class 10 x life Sciences questions answers প্রশ্নোত্তর GH বা STH এর কাজ কী বামনত্ব রােগের কারণ ও লক্ষণগুলি লেখাে gh ba sth ar kaj ki bamontto roger karon o lokkhonguli lekho


উত্তর : মানবদেহে সােমাটোট্রপিক হরমােনের কাজগুলি এখানে আলােচনা করা হল । (১) সােমাটোট্রপিক হরমােন মানবদেহের স্বাভাবিক বৃদ্ধি নিয়ন্ত্রণ করে । এটি দেহের বিভিন্ন অস্থি ও তরুণাস্থি গঠনের মাধ্যমে দেহের সার্বিক বৃদ্ধি ঘটায় । (২) এ ছাড়া এই হরমােন পেশিকলা , যকৃৎ ও বৃক্কের বৃদ্ধির সহায়ক । (৩) প্রােটিন, কার্বোহাইড্রেট ও স্নেহপদার্থ বিপাকে এই হরমােনের উল্লেখযােগ্য ভূমিকা আছে । (৪) শৈশব ও যৌবনের প্রারম্ভে এই হরমােন অতিমাত্রায় ক্ষরিত হলে অতিকায়ত্ব বা জাইগ্যানটিজম রােগ হয় । (৫) প্রাপ্তবয়স্কদের দেহে এই হরমােন অতিমাত্রায় ক্ষরিত হলে অ্যাক্রোমেগালি রােগ হয় । এই রােগে রােগীর দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে না । মুখমণ্ডল , আঙুল প্রভৃতি অংশের বৃদ্ধি ঘটে । এর ফলে মুখমণ্ডল আকারে বড় হয় । (৬) শৈশব ও বাল্যকালে এই হরমােন অল্প পরিমাণে ক্ষরিত হলে দৈহিক বৃদ্ধি ব্যাহত হয় । একে ডােয়াফিজম বা বামনত্ব বলে । 


বামনত্ব রােগের কারণ : অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে তথা শৈশবে ও বাল্যকালে প্রয়ােজনের তুলনায় কম STH বা GH এর ক্ষরণে বামনত্ব বা ডােয়াফিজম রােগ দেখা যায় । 

বামনত্ব রােগের লক্ষণ : বামনত্ব রােগের লক্ষণ বা উপসর্গগুলি হল , এই রােগে — (১) দেহের স্বাভাবিক সামগ্ৰকি বৃদ্ধি প্রধানত অস্থি ও পেশির বৃদ্ধি ব্যাহত হয় । (২) পরিণত অবস্থায় দেহের উচ্চতা 3ft বা ৪5cm এর কাছাকাছি পৌঁছােয় । (৩) দেহের বিভিন্ন আন্তরযন্ত্রের বৃদ্ধি তুলনামূলকভাবে হ্রাস পায় । (৪) শুক্রাশয় ও ডিম্বাশয়ের বৃদ্ধি ও স্বাভাবিক কার্যকারিতা ব্যাহত হয় । (৫) গৌণ বা আনুষঙ্গিক যৌন লক্ষণের বহিঃপ্রকাশ বিলম্বিত হয় । 



একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন