মাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র ২০১৮

মাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র ২০১৮ Madhyamik history question paper 2018 Madhyamik history answer

                           বিভাগ - ক

১। সঠিক উত্তরটি নির্বাচন করো : 

১.১। “ জীবনের ঝরাপাতা ” গ্রন্থটি হল একটি ?

খ) উপন্যাস 

খ) কাব্যগ্রন্থ 

গ) জীবনীগ্রন্থ 

ঘ) আত্মজীবনী

১.২। “ সোমপ্রকাশ ” ছিল একটি ?

ক) দৈনিক পত্রিকা 

খ) সাপ্তাহিক পত্রিকা

গ) পাক্ষিক পত্রিকা

ঘ) মাসিক পত্রিকা

১.৩। “ নীলদর্পণ ” নাটকের ইংরেজী অনুবাদের প্রকাশক ছিলেন ?

ক) কালীপ্রসন্ন সিংহ 

খ) মাইকেল মধুসূদন দত্ত 

গ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়

ঘ) রেভা: জেমস লঙ 

১.৪। সতীদাহ প্রথা রদ হয় ?

ক) ১৮২৮ খ্রি:

খ) ১৮২৯ খ্রি:

গ) ১৮৩০ খ্রি:

ঘ) ১৮৫৬ খ্রি:

১.৫। সর্বধর্ম সমন্ধয়ের আদর্শ প্রচার করেছিলেন ?

ক) বিজয়কৃষ্ণ গোস্বামী

খ) স্বামী বিবেকানন্দ 

গ) শ্রীরামকৃষ্ণ 

ঘ) কেশবচন্দ্র সেন

১.৬। কোল বিদ্রোহ ( ১৮৩১ - ৩২ ) অনুষ্ঠিত হয়েছিল ?

ক) মেদিনী পুরে

খ) ঝাড়গ্রামে 

গ) ছোটনাগ পুরে

ঘ) রাঁচিতে 

১.৭। ভারতে প্রথম অরন্য আইন পাশ হয় ?

ক) ১৮৫৯ খ্রি:

খ) ১৮৬০ খ্রি:

গ) ১৮৬৫ খ্রি:

ঘ) ১৮৭৮ খ্রি:

১.৮। ১৮৫৭ খ্রি: বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলেছেন ? 

ক) রমেশচন্দ্র মজুমদার 

খ) সুরেন্দ্রনাথ সেন 

গ) বিনায়ক দামোদর সাভারকার

ঘ) দাদাভাই নৌরজী

১.৯। ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে ?

ক) ১৮৫৭ খ্রি:

খ) ১৮৫৮ খ্রি:

গ) ১৯১৯ খ্রি:

ঘ) ১৯৪৭ খ্রি:

১.১০। ভারতসভার প্রথম সভাপতি ছিলেন ?

ক) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

খ) আনন্দমোহন বসু

গ) রেভা: কৃষ্ণমোহন বন্দোপাধ্যায়

ঘ) শিবনাথ শাস্ত্রী 

১.১১। বাংলা ভাষায় প্রথম ছাপা বই হল ?

ক) বর্নপরিচয়

খ) এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গয়েজ

গ) মঙ্গল সমাচার মতিয়ের 

ঘ) অন্নদা মঙ্গল 

১.১২। “ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্স ” এর যে বিজ্ঞানী নোবেল পুরষ্কার পেয়েছিলেন ? 

ক) জগদীশচন্দ্র বসু

খ) সি . ভি . রামন 

গ) প্রফুল্লচন্দ্র রায়

ঘ) সত্যেন্দ্রনাথ বসু 

১.১৩। বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্থ হয়েছিল ?

ক) বাংলার কৃষক শ্রেণী 

খ) মধ্যবিত্ত শ্রেণী

গ) জমিদার শ্রেণী 

ঘ) ছাত্র সমাজ 

১.১৪। বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন ? 

ক) বিহারে 

খ) যুক্ত প্রদেশে

গ) রাজস্থানে 

ঘ) মহারাষ্ট্রে

১.১৫। রম্পা উপজাতীয় বিদ্রোহ সংঘটিত হয় ?

ক) মালাবার অঞ্চলে

খ) কঙ্কন উপকূলে 

গ) উড়িষ্যায় 

ঘ) গোদাবরী উপত্যকায়

১.১৬। “ নারী কর্ম মন্দির ” প্রতিষ্ঠা করেছিলেন ?

ক) ঊর্মিলা দেবী 

খ) বাসন্তী দেবী 

গ) কল্পনা দত্ত 

ঘ) লীলা রায় ( নাগ )

১.১৭। সূর্যসেন প্রতিষ্ঠিত বিপ্লবীদের নাম ছিল ?

ক) অনুশীলন সমিতি

খ) গদর দল 

গ) ইন্ডিয়ান রিপাবলিক্যান আর্মি 

ঘ) বেঙ্গল ভলান্টিয়াস

১.১৮। দলিতদের “ হরিজন ” আখ্যা দিয়েছিলেন ?

ক) জ্যোতিবা ফুলে 

খ) নারায়ণ গুরু 

গ) গান্ধীজী 

ঘ) ড:আম্বেদকর

১.১৯। স্বতন্ত ভাষাভিত্তিক অন্ধপ্রদেশ গঠিত হয় ?

ক) ১৯৪৭ খ্রি:

খ) ১৯৫০ খ্রি:

গ) ১৯৫৩ খ্রি:

ঘ) ১৯৫৫ খ্রি:

১.২০। গোয়া ভারতভুক্ত হয় ? 

ক) ১৯৪৭ খ্রি:

খ) ১৯৫৬ খ্রি:

গ) ১৯৬১ খ্রি:

ঘ) ১৯৭১ খ্রি:



                          বিভাগ - খ 

যে কোনো ষোলোটি প্রশ্নের উত্তর ( প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দাও দিতে হবে ) 

    উপবিভাগ : ২:১ ( একটি বাক্যে উত্তর দাও )

            

২.১.১। “ ভারতমাতা ” চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার পটভূমিকায় অঙ্কিত ?

২.১.২। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস ( ১৯২০ ) কোথায় প্রতিষ্ঠিত হয় ?

২.১.৩। ফরোয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয় ? 

২.১.৪। মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ?


    উপবিভাগ : ২:২ ( ঠিক বা ভুল নির্ণয় করো )



২.২.১। মধ্যবিত্ত শিক্ষিত বাঙালী কে নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন উদয়শংকর ।

২.২.২। ভারত সভা ইলবাট বিলের বিরোধিতা করেছিল ? 

২.২.৩। ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম ।

২.২.৪। বাংলায় লাইনো টাইপ প্রবর্তন করেন বিদ্যাসাগর ।


                      উপবিভাগ : ২:৩

“ ক ” স্তম্ভের সঙ্গে “ খ ” স্তম্ভ মেলাও : 

“ ক ” স্তম্ভ “ খ ” স্তম্ভ
২.৩.১. জওহরলাল নেহেরু (a) অসহযোগ আন্দোলনয়
২.৩.২. বীরেন্দ্রনাথ শাসমল (b) পুনা চুক্তি ( ১৯৩২ )
২.৩.৩. কালীপ্রসন্ন সিংহ (c) “ লেটারস ফ্রম এ ফাদার টু হিজ ডটার ”
২.৩.৪. ড: আম্বেদকর (d) হুতোম প্যাঁচার নকশা


                      উপবিভাগ : ২:৪ 

প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নাম লেখো : 

২.৪.১। চুয়াড় বিদ্রোহের এলাকা ।

২.৪.২। মুন্ডা বিদ্রোহের এলাকা ।

২.৪.৩। মহাবিদ্রোহের ( ১৮৫৭ ) কেন্দ্র ঝাঁসি ।

২.৪.৪। দেশীয় রাজ্য জুনাগড় ।


                      উপবিভাগ : ২:৫

নিম্নলিখিত বিবৃতি গুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো : 

২.৫.১। বিবৃতি : উনিশ শতকে বাংলার নব জাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত ।

ব্যাখ্যা (১) : কারণ শুধুমাত্র গ্রাম বাংলায় নবজাগরণ হয়েছিল ।

ব্যাখ্যা (২) : কারণ এই নবজাগরণ সীমিত ছিল শুধুমাত্র সাহিত্যের ক্ষেত্রে ।

ব্যাখ্যা (৩) : কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল । 


২.৫.২। বিবৃতি : ১৮৭২ খ্রি: ইংরেজ সরকার “ তিন আইন ” পাশ করে ।

ব্যাখ্যা (১) : এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল হিন্দু , মুসলমানের , খ্রিস্টান সমাজ কে ঐক্যবদ্ধ করা ।

ব্যাখ্যা (২) : এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল জনগণের অর্থনৈতিক , সামাজিক , সাংস্কৃতিক উন্নতি সাধন করা ।

ব্যাখ্যা (৩) : এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল বাল্যবিবাহ , ও বহুবিবাহ নিষিদ্ধ করা এবং বিধবা বিবাহ আইনসিদ্ধ করা ।

২.৫.৩। বিবৃতি : রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শিক্ষা ব্যাবস্থা পছন্দ করতেন না ।

ব্যাখ্যা (১) : কারণ , এই শিক্ষাব্যাবস্থা ছিল ব্যয়সাপেক্ষ ।

ব্যাখ্যা (২) : কারণ , এই শিক্ষাব্যাবস্থার মাধ্যমে ছিল মাতৃভাষা ।

ব্যাখ্যা (৩) : কারণ , এই শিক্ষাব্যাবস্থা শিক্ষাথীদের মনের বিকাশ ঘটাত না ।

২.৫.৪। বিবৃতি : সরলাদেবী চৌধুরানীলক্ষ্মীর ভান্ডার প্রতিষ্ঠা করেছিলেন । 

ব্যাখ্যা (১) : বিদেশী পণ্য বিক্রির জন্য ।

ব্যাখ্যা (২) : আন্দোলনকারী মহিলাদের সাহায্যের জন্য ।

ব্যাখ্যা (৩) : স্বদেশী পণ্য বিক্রির জন্য ।



                            বিভাগ - গ 


৩। দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ( যে কোনো ১১ টি ) : 

৩.১। পরিবেশের ইতিহাসের গুরুত্ব কি ?

৩.২। স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে কীভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদানরূপে ব্যাবহার করা হয় ?

৩.৩। “ মেকলে মিনিট ” কি ?

৩.৪। সমাজ সংস্কারে নব্যব্যাঙদের ভূমিকা কি ছিল ?

৩.৫। দুদু মিঞা স্মরণীয় কেন ?

৩.৬। নীল বিদ্রোহে হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কীরূপ ছিল ?

৩.৭। “ মহারানীর ঘোষণাপত্রে”র ( ১৮৫৮ ) মূল উদ্দেশ্য কি ছিল ?

৩.৮। ব্যাঙচিত্র কেন আঁকা হয় ?

৩.৯। বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কি ছিল ?

৩.১০। বাংলার মুদ্রণের ইতিহাসে বটতলা প্রকাশনার গুরুত্ব কি ?

৩.১১। “ একা ” আন্দোলন শুরু হয় কেন ?

৩.১২। বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন কেন শুরু হয় ?

৩.১৩। অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয় ?

৩.১৪। দীপালী সংঘ কেন প্রতিষ্ঠিত হয় ?

৩.১৫। কি পরিস্থিতিতে কাশ্মীরের রাজা হরি সিং ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করেন ?

৩.১৬। রাজ্য পুনগঠন কমিশন ( ১৯৫৩ ) কেন গঠিত হয়েছিল ?



                            বিভাগ - ঘ 

৪। সাত বা আটটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও । ( প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দাও ) 

                    উপবিভাগ : ঘ .১

৪.১। “ হুতোম প্যাঁচার নকশা ” গ্রন্থে উনিশ শতকের বাংলার কীরূপ সমাজ চিত্র পাওয়া যায় ?

৪.২। এদেশের চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে কলিকাতা মেডিক্যাল কলেজের কীরূপ ভূমিকা ছিল ?


                    উপবিভাগ : ঘ .২

৪.৩। কি উদ্দেশ্য ঔপনিবেশিক সরকার অরন্য আইন প্রণয়ন করেন ?

৪.৪। ১৮৫৭ এর মহাবিদ্রোহকে কি সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায় ?



                    উপবিভাগ : ঘ .৩

৪.৫। বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গাকিশোর ভট্টাচার্যের কীরূপ অবদান ছিল ? 

৪.৬। শ্রীরামপুর মিশন প্রেস কীভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হল ?


                    উপবিভাগ : ঘ .৪

৪.৭। সংক্ষিপ্ত টিকা লেখো : দেশ বিভাগ ( ১৯৪৭ ) জনিত উদ্বাস্তু সমস্যা । 

৪.৮। হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়েছিল ?


                             বিভাগ - ঙ

৫। পনেরো ষোলোটি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 

৫.১। উনিশ শতকের বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্মসমাজগুলির কীরূপ ভূমিকা ছিল ?

৫.২। মানুষ , প্রকৃতি ও শিক্ষার সম্বন্ধয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও ।

৫.৩। বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো ।





একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন