মাধ্যমিক বাংলা প্রশ্নপত্র ২০১৮

মাধ্যমিক বাংলা প্রশ্নপত্র ২০১৮ Madhyamik Bengali Questions Paper 2018 Madhyamik Bengali answer

                          বাংলা 
                   প্রশ্নপত্র ২০১৮

১। সঠিক উত্তর টি নির্বাচন করো : 

১.১। সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান ? 

ক) একদিন 

খ) দুদিন 

গ) চারদিন 

ঘ) পাঁচদিন 

১.২। তপনের মেসোমশাই কোন পত্রিকার সম্পাদক কে চিনতেন ?  

ক) শুকতারা 

খ) আনন্দমেলা 

গ) সন্ধ্যাতারা 

ঘ) দেশ 

১.৩। “ দয়ার সাগর ! পরকে সেজে দি , নিজে খাইনে ” বক্তা হলেন ? 

ক) জগদীশবাবু 

খ) নিমাইবাবু 

গ) অপূর্ব 

ঘ) গিরিশ মহাপাত্র 

১.৪। “ সমুদ্রনৃপতি সুতা ” কে ?  

ক) লক্ষ্মী 

খ) পদ্মা 

গ) উমা 

ঘ) বারুণী

১.৫। “ আয় আরো বেঁধে বেঁধে থাকি ” কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থের অন্তর্গত ? 

ক)  “ নিহিত পাতাল ছায়া ” 

খ)  “ পাঁজরে দাঁড়ের শব্দ ” 

গ)  “ দিনগুলি রাতগুলি ” 

ঘ)  “ জলই পাষাণ হয়ে আছে ” 

১.৬। “ সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ন্যবাণী ” - ‘ সভ্যতার শেষ পূর্ন্যবাণী ’ ? 

ক) বিদ্বেষ ত্যাগ করো 

খ) ক্ষমা করো 

গ) ভালোবাসা 

ঘ) মঙ্গল করো 

১.৭। “ Sensitized Paper ” এর অনুবাদ কি লিখলে ঠিক হয় বলে প্রাবন্ধিক মনে করেছেন ?  

ক) স্পর্শকাতর কাগজ 

খ) সুবেদী কাগজ

গ) সুগ্রাহী কাগজ

ঘ)  ব্যাথপ্রবন কাগজ

১.৮। চার খন্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন ?

ক) সাত টাকা

খ) আট টাকা

গ) ন টাকা

ঘ) দশ টাকা

১.৯। “ শ্রীপান্থ ” ছদ্মনামে লিখেছেন ?  

ক) অন্নদাশংকর রায় 

খ) বলাইচাঁদ মুখোপাধ্যায়

গ) সুনীল গঙ্গোপাধ্যায় 

ঘ) নিখিল সরকার 

১.১০। রাজায় রাজায় যুদ্ধ হয় - এই বাক্যের কর্তাটি হল ? 

ক) প্রযোজ্য কর্তা 

খ) সহযোগী কর্তা

গ) ব্যতিহার কর্তা

ঘ) সমধাতুজ কর্তা

১.১১। পরপদটি প্রধান হয় যে সমাসে সেটি ? 

ক) অব্যয়ীভাব 

খ) তৎপুরুষ 

গ) দ্বিগু 

ঘ) বহুব্রিহি 

১.১২। রামদাস আর কোনো প্রশ্ন করিল না - নিম্নরেখ পদটি যে সমাসের উদাহরণ সেটি হল ?

ক) তৎপুরুষ 

খ) অব্যয়ীভাব 

গ) কর্মধারয়

ঘ) দ্বিগু 

১.১৩। “ তোরা সব জয়ধ্বনি কর ” এটি কোন বাচ্য উদাহরণ 

ক) কতৃবাচ্য

খ) কর্মবাচ্য

গ) ভাববাচ্য

ঘ) কর্মকতৃবাচ্য

১.১৪। হায় , তোমার এমন দশা কে করলো । এটি কি ধরনের বাক্য ?  

ক) অনুজ্ঞাসূচক বাক্য  

খ) বিস্ময়সূচক বাক্য

গ) নির্দেশক বাক্য

ঘ) প্রশ্নবোধক বাক্য 

১.১৫। বয়স ত্রিশ বত্রিশের অধিক নয় , কিন্তু ভারী রোগো দেখাইল । এটি কোন শ্রেণীর বাক্য ?

ক) সরল বাক্য

খ) জটিল বাক্য

গ) মিশ্র বাক্য 

ঘ) যৌগিক বাক্য 

১.১৬। মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা - নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ ? 

ক) কতৃকারক 

খ) করন কারক

গ) অপাদান কারক 

ঘ) অধিকরন কারক 

১.১৭। রবীন্দ্রনাথ ঠাকুর “ গীতাঞ্জলী ” লিখে নোবেল পুরষ্কার পান - এই বাক্যের নিম্নরেখ  অংশটি হল ? 

ক) উদ্দেশ্য 

খ) উদ্দেশ্যের সম্প্রসারক 

গ) বিধেয় 

ঘ) বিধেয়ের সম্প্রসারক 

২। কমবেশি ২০ টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও :  

২.১। যে কোনো ৪টি প্রশ্নের উত্তর দাও : 

২.১.১। “ তবে এ বস্তুটি পকেটে কেন ” ? কোন ‘ বস্তুটি ’ পকেটে ছিল ? 

২.১.২। “ হরিদার জীবন এইরকম বহু রূপের খেলা দেখিয়েই একরকম চলে যাচ্ছে ।” কি রকম খেলা দেখিয়ে হরিদার জীবন চলে যাচ্ছে ? 

২.১.৩। “ নদেরচাঁদ সব বোঝে ” - নদেরচাঁদ কি বোঝে ? 

২.১.৪। “ একটু  ‘ কারেকশান ’ করে ইয়ে করে দিলে ছাপাতে দেওয়া চলে ।” - কে , কি ছাপানোর কথা বলেছেন ?  

২.১.৫। “ এসো , আমরা কুস্তি লড়ি ।” - কে কাকে বলেছিল ? 


২.২। যে কোনো ৪টি প্রশ্নের উত্তর দাও : 

২.২.১। “ বিদ্রুপ করছিলে বিভীষণ কে ” - কীভাবে ‘ বিদ্রুপ ’ করছিল ? 

২.২.২। “ কে কবে শুনেছে পুত্র , ভাসে শিলা জলে ” - বক্তার এমন মন্তব্যের কারণ কি ? 

২.২.৩। “ ওরে ওই স্তব্ধ চরাচর ।” - ‘ চরাচর ’ স্তব্ধ কেন ? 

২.২.৪। “ রক্ত মুছি শুধু গানের গাঁয়ে ” - কথাটির অর্থ কি ? 

২.২.৫। “ কন্যারে ফেলিল যথা ” - কন্যাকে কোথায় ফেলা হল ? 


২.৩। যে কোনো ৩টি প্রশ্নের উত্তর দাও : 

২.৩.১। “ আমাদের আলঙ্কারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন ” - শব্দের ‘ ত্রিবিধ কথা ’ কি ? 

২.৩.২। “ যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের মোটামুটি দুই শ্রেণীতে ভাগ করা যেতে পারে ।” - শ্রেণী দুটি কি কি ?  

২.৩.৩। দু জন সাহিত্যিকের নাম করো যাঁদের নেশা ছিল ফাউন্টেন পেন সংগ্রহ করা ।

২.৩.৪। লেখক শ্রীপান্থ ছোটোবেলায় কীসে ‘ হোম টাস্ক ’ করতেন ? 



২.৪। যে কোনো ৮টি প্রশ্নের উত্তর দাও : 

২.৪.১। নির্দেশক বাক্যের একটি উদাহরণ দাও ।

২.৪.২। শব্দ বিভক্তির একটি উদাহরণ দাও । 

২.৪.৩। প্রযোজ্য কর্তা কাকে বলে ? 

২.৪.৪। নিম্নরেখ শব্দটির কারক ও বিভক্তি নির্ণয় করো : কহ দাসে লঙ্কার কুশল ।
       
২.৪.৫। সম্বন্ধ পদ কাকে বলে ? 

২.৪.৬। গৌড় অঙ্গ যাহার - ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো ।

২.৪.৭। কর্মকতৃবাচ্য কাকে বলে ? 

২.৪.৮। বাবুটির স্বাস্থ্য গেছে , কিন্তু শখ ষোলো আনাই বজায় আছে । সরলবাক্যে পরিণত করো ।  

২.৪.৯। আর কোনো ভয় নেই । প্রশ্নবোধক বাক্যে পরিবর্তন করো । 

২.৪.১০। বুড়ো মানুষের কথাটা শুনো । কর্মবাচ্য পরিণত করো । 


৩। প্রসঙ্গ নির্দেশসহ কম বেশি ৬০টি শব্দে উত্তর দাও : 

৩.১। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 

৩.১.১। “ উনিশ দশ বছরের অমৃত কে জড়িয়ে ধরলেন ।” ‘ উনি ’ কে ? কেন অমৃত কে উনি জড়িয়ে ধরলেন । 

৩.১.২। “ বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন ।” বক্তা কে ? তাঁর বাবা কাকে কি চাকরি করে দিয়েছিলেন ? 


৩.২। কমবেশি ১৫০ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 

৩.২.১। “ সব চূর্ণ হয়ে গেল , জ্বলে গেল আগুনে ।” কোন কোন জিনিসের কথা বলা হয়েছে ? এই পরিণতির কারণ কি ? 

৩.২.২। “ আমাদের ইতিহাস নেই ” - কে , কেন একথা বলেছেন ?  


৪। কমবেশি ১৫০ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 

৪.১। “ তপন আর পড়তে পারে না । বোবার মতো বসে থাকে ।” তপনের এরকম অবস্থার কারণ বর্ণনা করো । 

৪.২। “ অমৃত সত্যি তাঁর বাবা মাকে খুব জ্বালিয়েছিল ।” অমৃত কীভাবে বাবা মাকে 
জ্বালাতন করেছিল ? অবশেষে অমৃতের মা কি করেছিলেন ? 

৫। কমবেশি ১৫০ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 

৫.১। “ আমরাও তবে এইভাবে / এ মুহূর্তে মরে যাব না কি ? - এমনটা মনে হচ্ছে কেন ? 

৫.২। “ নমি পুত্র পিতার চরণে , করজোড়ে কহিলা ;” - 

পিতা ও পুত্রের পরিচয় দাও । পাঠাংশ অবলম্বনে পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখো । 


৬। কমবেশি ১৫০ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 

৬.১। “ বাংলা ভাষায় বিজ্ঞান ” শীর্ষক প্রবন্ধটিতে পরিভাষা রচনা প্রসঙ্গে লেখক যে বক্তব্য প্রকাশ করেছেন তা আলোচনা করো । 

৬.২। “ আশ্চর্য , সবই আজ অবলুপ্তির পথে ।” - কোন জিনিস আজ অবলুপ্তির পথে ? এই অবলুপ্তির কারণ কি ? এ বিষয়ে লেখকের মতামত কি ? 

৭। কমবেশি ১২৫ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 

৭.১। “ বাংলা শুধু হিন্দুর নয় , বাংলা শুধু মুসলমানের নয় - মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা ।” কাদের উদ্দেশ্য করে একথা বলা হয়েছে ? এই বক্তব্যের মধ্যে দিয়ে বক্তার কি চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে ? 

৭.২। “ মুন্সিজি , এই পত্রের মর্ম সভাসদসদের বুঝিয়ে দিন ।”  কে , কাকে পত্র লিখেছিলেন ? এই পত্রে কি লেখাছিল ? 


৮। কমবেশি ১৫০ শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :

৮.১। “ কোনি ” উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক ক্ষিতিশ সিংহের চরিত্র সংক্ষেপে আলোচনা করো । 

৮.২। “ ওইটেই তো আমি রে , যন্ত্রণাটাই তো আমি ” - বক্তা কে ? উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো । 

৮.৩। “ অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল ।” কোনি কীভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল তা সংক্ষেপে লেখো । 


৯। চলিত গদ্যে বঙ্গানুবাদ করো : 
The teachers are regarded as the backbone of the society . They build the future citizens of country . They love students as their children . The teachers always encourage and inspire us to be good and great in life .
 


১০। কমবেশি ১৫০ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 

১০.১। কুসংস্কার প্রতিরোধে বিজ্ঞানমনস্কতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো ।  

১০.২। তোমার এলাকায় একটি পাঠাগার উদ্ভোধন হল - এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো । 


১১। কম বেশি ৪০০টি শব্দে যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা লেখো : 

১১.১। বই পড়া ।

১১.২। বাংলার উৎসব ।

১১.৩। পরিবেশ সুরক্ষায় ছাত্রসমাজের ভূমিকা । 

১১.৪। তোমার বিদ্যালয় জীবনের প্রথম দিন ।




একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন